বিভিন্ন দূষণ ঘটিত রোগের নাম তালিকা PDF - বায়ু দূষণ ঘটিত || জল দূষণ ঘটিত || শব্দ দূষণ ঘটিত || মৃত্তিকা দূষণ ঘটিত
নমস্কার বন্ধুরা,
আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, বিভিন্ন দূষণ ঘটিত রোগের নাম তালিকা PDF এই পোস্টটি। যে পোস্টটির মধ্যে বায়ু দূষণ, জল দূষণ, শব্দ দূষণ, মৃত্তিকা দূষণ, তেজস্ক্রিয় দূষণ, বিপজ্জনক বর্জ্য দূষণ সংক্রান্ত রোগ গুলির নাম খুব সুন্দর ভাবে তালিকা এবং PDF আকারে তোমাদের সঙ্গে শেয়ার করছি।
তাই তোমরা নিজেকে বিভিন্ন দূষণ ঘটিত রোগ গুলি থেকে সচেতন করতে এবং নিজেকে বিভিন্ন পরীক্ষা গুলিতে এই টপিকটি থেকে আশা প্রশ্ন গুলি খুব সহজে উত্তর দিতে এখুনি পোস্টটি মনোযোগ সহকারে দেখে নাও।
বর্তমান যুগে শিল্পায়ন, নগরায়ন ও জনসংখ্যা বৃদ্ধির ফলে পরিবেশ দূষণ এক ভয়াবহ সমস্যায় পরিণত হয়েছে। বায়ু, জল, মাটি ও শব্দ—প্রতিটি উপাদানই আজ দূষিত হয়ে পড়ছে, যা সরাসরি মানুষের স্বাস্থ্য ও জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব ফেলছে। দূষিত পরিবেশে বাস করার ফলে নানা ধরনের মারাত্মক রোগ যেমন শ্বাসকষ্ট, ক্যান্সার, কলেরা, টাইফয়েড, কৃমি সংক্রমণ, শ্রবণশক্তি হ্রাস ইত্যাদি ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতি শুধু ব্যক্তিগত নয়, বরং সামাজিক ও বৈশ্বিক সংকটে পরিণত হয়েছে। তাই দূষণজনিত রোগ প্রতিরোধ এখন সময়ের দাবি।
◪ বায়ু দূষণের ফলে কি কি রোগ গুলি হয়?
Ans:- হাঁপানি, ল্যারিঞ্জাইটিস, ব্রংকাইটিস, ব্ল্যাক লাং, লাং ক্যানসার, থ্রোট ক্যানসার, অ্যাসবেস্টোসিস, সিলিকোসিস, এমফাইসেমা ইত্যাদি।
◪ জল দূষণের ফলে কি কি রোগ গুলি হয়?
Ans:- উদরাময়, আমাশয়, কলেরা, টাইফয়েড, জিয়ার্ডিয়েসিস, হেপাটাইটিস, মিনামাটা, ইটাই ইটাই, ফ্লুরোসিস, ব্ল্যাক ফুট ডিজিজ ইত্যাদি।
◪ শব্দ দূষণের ফলে কি কি রোগ গুলি হয় ?
Ans:- বধিরতা, উচ্চ রক্তচাপ, হৃদগতি বৃদ্ধি পাওয়া, মানসিক অবসাদ, স্মৃতিশক্তি হ্রাস, দৃষ্টি শক্তির ত্রু টি ইত্যাদি।
◪ মৃত্তিকা দূষণের ফলে কি কি রোগ গুলি হয়?
Ans:- ভাইরাস ও ব্যাকটেরিয়া জনিত রোগ, কৃমি জনিত রোগ, ডিসলেক্সিয়া, মিনামাটা, ইটাই ইটাই ইত্যাদি।
◪ তেজস্ক্রিয় দূষণের ফলে কি কি রোগ গুলি হয়?
Ans:- ফুসফুস ও যকৃতের আলসার, ত্বক, অস্থি ও জরায়ুর ক্যান্সার, বন্ধ্যাত্ব, স্মৃতিশক্তি হ্রাস, স্নায়ুবিক বৈকল্য, থাইরয়েড গ্রন্থির অস্বাভাবিকতা, পেশী দৌর্বল্য, অপূর্ণাঙ্গ ও অস্বাভাবিক শিশুর জন্ম ইত্যাদি।
◪ বিপজ্জনক বর্জ্য দূষণের ফলে কি কি রোগ গুলি হয়?
Ans:- হেপাটাইটিস-বি, এইডস, কলেরা, টাইফয়েড, আর্সেনিকোসিস, সেপটিসিমিয়া, ডিসলেক্সিয়া, মিনামাটা, ইটাই ইটাই ইত্যাদি।
বিভিন্ন দূষণ ঘটিত রোগের নাম PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন
File Details ::
File Name: বিভিন্ন দূষণ ঘটিত রোগের নাম
File Format: PDF
No. of Pages: 01
File Size: 148 KB
No comments:
Post a Comment