Breaking




Thursday 27 July 2023

Kolkata Police SI & Sergeant Syllabus in Bengali PDF

কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট সিলেবাস PDF || Kolkata Police SI & Sergeant Syllabus in Bengali

কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট পরীক্ষার সিলেবাস
কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট পরীক্ষার সিলেবাস
নমস্কার বন্ধুরা,
আমরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করচ্ছি কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট পরীক্ষার সিলেবাস। তোমরা অবশ্যই এই সিলেবাসটি খুব ভালোভাবে দেখে নাও কারন তোমরা যদি সিলেবাস ফলো করে সেই পরীক্ষার প্রস্তুতি নাও সে ক্ষেত্রে তোমাদের দারুন সুবিধা হবে। আমরা এই সিলেবাসটির মাধ্যমে এই পরীক্ষার সমস্থ তথ্য গুলি খুব সুন্দর এবং সহজে ভাবে তুলে ধরলাম। 
আমরা এই পোস্টটির মাধ্যমে কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট পরীক্ষার নিয়োগ পদ্ধতি, পরীক্ষার ধরন এবং নম্বর বিভাজন, শারীরিক দক্ষতার পরিমাপ সহ ইন্টারভিউর সমস্থ তথ্য গুলি তুলে ধরলাম।
তাই তোমরা এখন নীচের সিলেবাসটি খুব ভালোভাবে দেখে নাও এবং PDF-টি সংগ্রহ করে নাও যাতে পরবর্তী সময়ে বিষয় ফলো করে প্রস্তুতি নিতে পারো।

কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট সিলেবাস

নিয়োগ পদ্ধতি -
কলকাতা পুলিশের সাব-ইন্সপেক্টর ও সার্জেন্ট নিয়োগ ৫টি ধাপে সম্পূর্ণ হবে -
  1. প্রিলিমিনারি পরীক্ষা
  2. শারীরিক পরিমাপ পরীক্ষা (Physical Measurement Test)
  3. শারীরিক দক্ষতা পরীক্ষা (Physical Efficiency Test) 
  4. ফাইনাল বা মেন পরীক্ষা
  5. পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ
০১. প্রিলিমিনারি পরীক্ষাঃ
প্রশ্নের ধরণঃ MCQ
মোট প্রশ্ন সংখ্যাঃ ১০০
মোট নম্বরঃ ২০০
প্রতিটি প্রশ্নের মানঃ ২ নম্বর
পরীক্ষার সময়সীমাঃ ৯০ মিনিট
নেগেটিভ মার্কিংঃ ০.২৫
অর্থাৎ ৪টি প্রশ্নের ভুল উত্তর দিলে ১ নম্বর কাটা হবে।

বিষয় প্রশ্ন সংখ্যা মান
জেনারেল স্টাডিজ ৫০ ১০০
লজিক্যাল এবং অ্যানালিটিক্যাল রিজনিং ২৫ ৫০
পাটিগণিত ২৫ ৫০
মোট ১০০টি ২০০ নম্বর

০২. শারীরিক পরিমাপ পরীক্ষাঃ

পুরুষ SI পদের জন্য

প্রার্থী উচ্চতা বুকের ছাতি ওজন
গোর্খা, রাজবংশি, গাড়োয়ালি ও এসটিদের ক্ষেত্রে ১৬০ সেমি ৭৬ সেমি ও ফুলিয়ে ৮১ সেমি ৫২ কেজি
অন্যান্য ১৬৭ সেমি ৭৯ সেমি ও ফুলিয়ে ৮৪ সেমি ৫৬ কেজি

মহিলা SI পদের জন্য

প্রার্থী উচ্চতা ওজন
গোর্খা, রাজবংশি, গাড়োয়ালি ও এসটিদের ক্ষেত্রে ১৫৫ সেমি ৪৫ কেজি
অন্যান্য ১৬০ সেমি ৪৮ কেজি

সার্জেন্ট পদের জন্য

প্রার্থী উচ্চতা বুকের ছাতি ওজন
গোর্খা, রাজবংশি, গাড়োয়ালি ও এসটিদের ক্ষেত্রে ১৬৩ সেমি ৮১ সেমি ও ফুলিয়ে ৮৬ সেমি ৫৪ কেজি
অন্যান্য ১৭৩ সেমি ৮৬ সেমি ও ফুলিয়ে ৯১ সেমি ৬০ কেজি

০৩. শারীরিক দক্ষতা পরীক্ষাঃ

পদ দৌড় সময়
SI (Unarmed Branch) and Sergeant ৮০০ মিটার ৩ মিনিট
Sub-Inspectress (Unarmed Branch) ৪০০ মিটার ২ মিনিট

০৪.মেন পরীক্ষাঃ
মেন পরীক্ষাটি ২০০ নম্বরের হয়ে থাকে এবং পরীক্ষাটিতে তিনটি পেপার থাকে। 
পেপার ১ এই পেপারটিতে জেনারেল স্টাডিজ থেকে ৫০টি, লজিক্যাল এবং অ্যানালিটিক্যাল রিজনিং থেকে ২৫টি ও পাটিগণিত থেকে ২৫টি প্রশ্ন থাকে। প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর ও সময়সীমা দেওয়া হয় ২ ঘণ্টা
পেপার ২ এই পেপারটিতে ইংরেজি বিষয় থেকে ৫০ নম্বরের প্রশ্ন থাকে এবং সময় দেওয়া হয় ১ ঘণ্টা
পেপার ৩ বাংলা/হিন্দি/উর্দু/নেপালি, প্রার্থী যে ভাষাটিতে পরীক্ষা দিতে চায় সেই ভাষাটির উপর ৫০ নম্বরের প্রশ্ন থাকে এবং সময় থাকে ১ ঘণ্টা

০৫. পার্সোনালিটি টেস্টঃ
নিয়োগ পদ্ধতির সর্বশেষ ধাপে প্রার্থীদের ব্যক্তিত্ব টেস্টে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানানো হবে।  এই পরীক্ষাটি হয় ৩০ নম্বরের, আর এর সর্বনিম্ন পাসের নম্বর ৮

সিলেবাসের বিষয়বস্তু সমূহ
 
ক. প্রিলিমিনারি পরীক্ষা ও পেপার-১ পরীক্ষাঃ 

A. জেনারেল স্টাডিজঃ 
● সাধারণ জ্ঞান
● কারেন্ট অ্যাফেয়ার্স 
● ভারতের অর্থনীতি 
● ভারতের ইতিহাস
● ভারতীয় সংস্কৃতি
● ভারতীয় সাহিত্য
● জীবন বিজ্ঞান 
● ভৌত বিজ্ঞান
● ভারতীয় সংবিধান
● খেলাধুলা
● পুরস্কার
● চলচ্চিত্র 
● কম্পিউটার

B. লজিক্যাল এবং অ্যানালিটিক্যাল রিজনিংঃ
● সংখ্যা শ্রেনি
● বর্ণ শ্রেনি
● শ্রেনিবিভাজন
● সাদৃশ্য
● সাংকেতিকরণ এবং অসাংকেতিকরণ
● দিকনির্ণয় সংক্রান্ত সমস্যা
● ভেনচিত্র
● লুপ্ত সংখ্যা নির্ণয়
● ম্যাট্রিক্স কোডিং
● বর্ণমালা সংক্রান্ত সমস্যা
● সংখ্যা ও সময়ের ক্রমবিন্যাস
● ক্রম নির্ণয়
● গাণিতিক ক্রিয়া
● যুক্তি অনুযায়ী শব্দের বিন্যাস
● রক্তের সম্পর্ক
● আসন বিন্যাস 
● বিবৃতি ও অনুমান
● চিত্রদল গঠন
● জ্যামিতিক চিত্র গণনা

C. পাটিগণিতঃ 
● অনুপাত ও সমানুপাত
● অংশীদারি কারবার
● গড়
● সময় ও কার্য
● নল ও চৌবাচ্চা
● সময় ও দূরত্ব
● ট্রেন সংক্রান্ত সময় ও দূরত্ব
● নৌকা ও স্রোত
● শতকরা
● লাভ ও ক্ষতি
● সরল সুদ
● চক্রবৃদ্ধি ও সমাহার বৃদ্ধি বা হ্রাস
● মিশ্রণ
● ইত্যাদি 

* পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার সিলেবাসের ভিত্তিতে প্রশ্নসমূহ নির্ধারণ করা হয়। 

খ. পেপার-২ ইংরেজিঃ  
a. Drafting of a report from the points or material supplied;
b. Translation from Bengali / Hindi / Urdu / Nepali, as the case may be to English,
c. Condensing of a prose passage (summary/precis)
d. Correct use of words, correction of sentences, use of common phrases, synonyms, and antonyms, etc.

গ. পেপার-৩ বাংলা/হিন্দি/উর্দু/নেপালিঃ 
অ. খসড়া প্রতিবেদন 
আ. বাংলা/হিন্দি/উর্দু/নেপালি ভাষায় অনুবাদ

Kolkata Police SI & Sergeant Syllabus PDF টি পেতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details :: 

File Name: Kolkata Police SI & Sergeant Syllabus

File Format:  PDF

No. of Pages:  05

File Size:  316 KB



No comments:

Post a Comment