ভারতের সমস্থ রাজ্যের সরকারী ভাষা তালিকা PDF | List of Official Languages of States of India
সুপ্রিয় বন্ধুরা,
আজ তোমাদের ভারতের বিভিন্ন রাজ্যের সরকারী ভাষা PDF এই পোস্টটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যে পোস্টটি তোমাদের সাধারণ জ্ঞানের পাশাপাশি, বিভিন্ন রকম চাকরীর পরীক্ষায় আশা এই টপটিকের প্রশ্ন গুলি খুব সহজে দিতে সাহায্য করবে। আর তোমরা অবশ্যই এই টপিকটি খুব ভালোভাবে দেখে রাখবে কারন এই টপিকটি থেকে প্রশ্ন আসার সম্ভবনা প্রায় পরীক্ষাতেই থাকে।
সুতরাং তোমাদের যেহেতু এই টপিকটি পড়ে রাখা খুবই দরকারি সেহেতু সময় নষ্ট না করে অবিলম্বে নীচের তালিকাটি এবং প্রশ্ন গুলি খুব ভালো ভাবে দেখে নাও এবং PDF-টি সংগ্রহ করে নাও।
ভারতের সমস্থ রাজ্যের সরকারী ভাষা তালিকা
রাজ্য | সরকারি ভাষা |
---|---|
ত্রিপুরা | বাংলা, ইংরেজি, ককবরক |
মিজোরাম | মিজো, হিন্দি, ইংরেজি |
আসাম | অসমিয়া |
অরুণাচল প্রদেশ | ইংরেজি |
তামিলনাড়ু | তামিল |
গোয়া | কোঙ্কনি |
পশ্চিমবঙ্গ | বাংলা |
গুজরাট | গুজরাটি |
পাঞ্জাব | পাঞ্জাবি |
মণিপুর | মণিপুরি |
অন্ধ্রপ্রদেশ | তেলেগু |
তেলেঙ্গানা | তেলেগু |
ওড়িশা | ওড়িয়া |
সিকিম | ইংরেজি |
মহারাষ্ট্র | মারাঠি |
মেঘালয় | ইংরেজি |
কেরল | মালয়ালম |
নাগাল্যান্ড | ইংরেজি |
কর্ণাটক | কন্নড় |
হরিয়ানা | হিন্দি |
হিমাচল প্রদেশ | হিন্দি |
ঝাড়খণ্ড | হিন্দি |
রাজস্থান | হিন্দি |
বিহার | হিন্দি |
ছত্রিশগড় | হিন্দি |
মধ্যপ্রদেশ | হিন্দি |
উত্তরাখণ্ড | হিন্দি |
উত্তরপ্রদেশ | হিন্দি |
ভারতের সমস্থ রাজ্যের সরকারী ভাষা প্রশ্ন উত্তর
▩ ত্রিপুরার সরকারি ভাষা কি ?
Ans :- বাংলা, ইংরেজি, ককবরক
▩ মিজোরামের সরকারি ভাষা কি ?
Ans :- মিজো, হিন্দি, ইংরেজি
▩ আসামের সরকারি ভাষা কি ?
Ans :- অসমিয়া
▩ অরুণাচল প্রদেশের সরকারি ভাষা কি ?
Ans :- ইংরেজি
▩ তামিলনাড়ুর সরকারি ভাষা কি ?
Ans :- তামিল
▩ গোয়ার সরকারি ভাষা কি ?
Ans :- কোঙ্কনি
▩ পশ্চিমবঙ্গের সরকারি ভাষা কি ?
Ans :- বাংলা
▩ গুজরাটের সরকারি ভাষা কি ?
Ans :- গুজরাটি
▩ পাঞ্জাবের সরকারি ভাষা কি ?
Ans :- পাঞ্জাবি
▩ মণিপুরের সরকারি ভাষা কি ?
Ans :- মণিপুরি
▩ অন্ধ্রপ্রদেশের সরকারি ভাষা কি ?
Ans :- তেলেগু
▩ তেলেঙ্গানার সরকারি ভাষা কি ?
Ans :- তেলেগু
▩ ওড়িশার সরকারি ভাষা কি ?
Ans :- ওড়িয়া
▩ সিকিমের সরকারি ভাষা কি ?
Ans :- ইংরেজি
▩ মহারাষ্ট্রের সরকারি ভাষা কি ?
Ans :- মারাঠি
▩ মেঘালয়ের সরকারি ভাষা কি ?
Ans :- ইংরেজি
▩ কেরলার সরকারি ভাষা কি ?
Ans :- মালয়ালম
▩ নাগাল্যান্ডের সরকারি ভাষা কি ?
Ans :- ইংরেজি
▩ কর্ণাটকের সরকারি ভাষা কি ?
Ans :- কন্নড়
▩ হরিয়ানার সরকারি ভাষা কি ?
Ans :- হিন্দি
▩ হিমাচল প্রদেশের সরকারি ভাষা কি ?
Ans :- হিন্দি
▩ ঝাড়খণ্ডের সরকারি ভাষা কি ?
Ans :- হিন্দি
▩ রাজস্থানের সরকারি ভাষা কি ?
Ans :- হিন্দি
▩ বিহারের সরকারি ভাষা কি ?
Ans :- হিন্দি
▩ ছত্রিশগড়ের সরকারি ভাষা কি ?
হিন্দি
▩ মধ্যপ্রদেশের সরকারি ভাষা কি ?
Ans :- হিন্দি
▩ উত্তরাখণ্ডের সরকারি ভাষা কি ?
Ans :- হিন্দি
▩ উত্তরপ্রদেশের সরকারি ভাষা কি ?
Ans :- হিন্দি
ভারতের সমস্থ রাজ্যের সরকারী ভাষা তালিকা PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
File Details ::
File Name: ভারতের সমস্থ রাজ্যের সরকারী ভাষা
File Format: PDF
No. of Pages: 02
File Size: 162 KB
No comments:
Post a Comment