Breaking




Friday, 23 June 2023

চাকরীর খবর :: ভারতীয় রেলে লোকপাইলট নিয়োগ - যোগ্যতা || বয়স || বেতন || শূন্যপদ

চাকরীর খবর :: ভারতীয় রেলে লোকপাইলট নিয়োগ - যোগ্যতা || বয়স || বেতন || শূন্যপদ

ভারতীয় রেলে লোকপাইলট নিয়োগ - যোগ্যতা || বয়স || বেতন || শূন্যপদ
ভারতীয় রেলে লোকপাইলট নিয়োগ - যোগ্যতা || বয়স || বেতন || শূন্যপদ
নমস্কার বন্ধুরা,
আজকে তোমাদের জন্য আমরা নিয়ে হাজির হয়েছি, ভারতীয় রেলে লোকপাইলট নিয়োগের বিজ্ঞপ্তিটি নিয়ে। আমরা আজকের প্রতিবেদনটির মধ্যে শেয়ার করছি, এই বিজ্ঞপ্তিটির যোগ্যতা, বয়স, বেতন, আবেদন পদ্ধতি, শূন্যপদ আরও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য গুলি। যে তথ্য গুলি তোমাদের এই পদে আবেদনের জন্য দারুন ভাবে কাজে আসবে। 
তাই আর দেরি না করে অবিলম্বে নীচের প্রতিবেদনটি মনোযোগ সহকারে দেখে নাও এবং আবেদন করে দাও, কারন আবেদন পর্ব চালু হয়ে গেছে। 

পদের নাম ➥ Assistant Loco Pilot (অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট)

মোট শূন্যপদ ➥ ২৭৯ টি

মোট শূন্যপদের বিন্যাস ➥ UR - ১৯৩ টি, SC - ৪০ টি, ST - ২২ টি, OBC - ২৪ টি

মাসিক বেতন ➥ ১৯,৯০০ টাকা

বয়সসীমা ➥ ১লা জানুয়ারি ২০২৩ তারিখের মধ্যে UR প্রার্থীদের বয়স ৪২ বছর, OBC প্রার্থীদের বয়স ৪৫ বছর এবং SC/ST প্রার্থীদের বয়স ৪৭ বছর।
শিক্ষাগত যোগ্যতা ➥ পদে চাকরির জন্য আবেদন করতে পারবে যারা, স্বীকৃত যেকোন প্রতিষ্ঠান থেকে Fitter/ Electrician/ Instrument Mechanic/ Maintenance Mechanic/ Electronics Mechanic/ Wireman ইত্যাদি ট্রেডে ITI পাশ অথবা Diploma in Mechanical/ Electrical/ Electronics/ Automobile Engineering বিষয়ে পূর্ণ সময়ের ডিগ্রী প্রাপ্ত। 

আবেদন পদ্ধতি ➥ প্রার্থীদের এই পদে আবেদনের জন্য অনলান পদ্ধতি অবলম্বন করতে হবে।

নিয়োগ পদ্ধতি ➥  CBT এবং CBAT পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ ➥ 

আবেদন শুরু ১০ই জুন ২০২৩
আবেদন শেষ ৩০শে জুন ২০২৩

▩ গুরুত্বপূর্ণ লিংক  

অফিশিয়াল নোটিফিকেশন Download Now
আবেদন করার লিংক Click Here

No comments:

Post a Comment