পরিবর্তন হচ্ছে ANM GNM পরীক্ষার তারিখ,নতুন তারিখ কবে এখুনি জেনে নিন
ডিয়ার পরীক্ষার্থী,
তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি ANM GNM পরীক্ষার একটি খুবই গুরুত্বপূর্ণ খবর নিয়ে। আমরা শেয়ার করছি, ANM GNM 2023 পরীক্ষার তারিখ পরিবর্তন এই খবরটি নিয়ে, যে খবরটি তোমাদের অবশ্যই জেনে রাখা দরকার এবং তোমাদের উচিৎ হবে যে সমস্থ এই খবরটি সকলকে শেয়ার করে জানিয়ে দেওয়া।
গত ১৯শে জুন তারিখে WB Joint Entrance Examinations Board একটি নোটিশ জারি করে তাদের অফিশিয়াল ওয়েবসাইটে। যে নোটিশটিতে ঘোষণা করা হয়, এই বছর ANM GNM পরীক্ষার দিন পরিবর্তনের কথা।
রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ঘোষণা অনুযায়ী এই বছর ANM GNM পরীক্ষা হবার কথা ছিলো, ২রা জুলাই (রবিবার), দুপুর ১২টা থেকে। কিন্তু কিছু বিশেষ কারন বসত ওই পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়, তারিখ পরিবর্তন করে নতুন তারিখ হিসাবে ২৩শে জুলাই (রবিবার), সকাল ১১ টা থেকে করা হয়। অর্থাৎ ২১ দিন পেছিয়ে দেওয়া হয়েছে ANM GNM 2023 পরীক্ষার তারিখ।
এর পাশাপাশি ওই একি নোটিশে এটাও ঘোষণা করা হয় যে, নতুন সংশোধিত সূচি অনুযায়ী পরীক্ষার্থীরা আগামী ১৭ই জুলাই (সোমবার) থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পরবে।
বিঃ দ্রঃ- এই নোটিশে কেবলমাত্র পরীক্ষার তারিখের পরিবর্তনের কথাই উল্লেখ করা হয়েছ। পরীক্ষার ধরন আগের ফরম্যাটেই অনুষ্ঠিত হবে অর্থাৎ MCQ টাইপের সর্বমোট ১০০টি প্রশ্নে মোট ১১৫ নম্বরের পরীক্ষা হবে এবং পরীক্ষার জন্য মোট সময় থাকবে ১ ঘন্টা ৩০ মিনিট, যে উত্তর গুলি OMR শিটে করতে হবে কালো বল পেনের সাহায্যে।
Official Notification | Download Now |
আরও পড়ুন - মাধ্যমিক পাশে সরকারি কি কি জব পাওয়া যায়
No comments:
Post a Comment