ভারতের ৭৫ টাকার কয়েনের বৈশিষ্ট্য || আকার || ওজন || উপাদান
নমস্কার বন্ধুরা,
তোমাদের জন্য আজকে আমরা নিয়ে হাজির হয়েছি, একটি অন্যতম কারেন্ট অ্যাফেয়ার্স খবরের কিচু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। যে তথ্যটি তোমাদের জেনে রাখা অবশ্যই বুদ্ধিমানের কাজ হবে। আমরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, ভারতের ৭৫ টাকার কয়েনের বৈশিষ্ট্য এই পোস্টটির সম্পর্কে। আমরা আজকে তোমাদের সামনে তুলে ধরবো এই নতুন ৭৫ টাকার কয়েনের সমস্থ বৈশিষ্ট্য গুলি। তাই তোমরা অবশ্যই একবার হলেও আমাদের দেওয়া ভারতের নতুন ৭৫ টাকার কয়েনের বৈশিষ্ট্য গুলি সম্পর্কে চোখ বুলিয়ে নাও।
গত ২৮শে মে ২০২৩ রবিবার নতুন দিল্লিতে ভারতের পঞ্চদশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন সংসদ ভবনের উদ্বোধন করেন। সেই নতুন সংসদ ভবনের উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে রিজার্ভ ব্যাঙ্কের সঙ্গে হাত মিলিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রক ৭৫ টাকার বিশেষ রৌপ্য মুদ্রা (75 Rs Coin) আনতে চলেছে।
নতুন সংসদ ভবনের আত্মপ্রকাশ হওয়া ৭৫ টাকার কয়েনের বৈশিষ্ট্য -
❏ ৭৫ টাকা মূল্যের এই বিশেষ মুদ্রাটির ওজন হবে ৩৫ গ্রাম।
❏ এই কয়েনে ৫০% রুপো, ৪০% তামা ও ৫% করে নিকেল এবং দস্তা ব্যবহার করা হয়েছে।
❏ এই মুদ্রাটির ব্যাস ৪৪ মিলিমিটার।
❏ কয়েনটির একদিকে আছে অশোক স্তম্ভ তার নিচে লেখা থাকবে ‘সত্যমেব জয়তে’ বাঁ দিকে দেবনাগরী লিপিতে ‘ভারত’ এবং ডানদিকে ইংরেজিতে ‘ইন্ডিয়া’ লেখা থাকবে। ভারতীয় মুদ্রার প্রতীক ‘রুপি’ (₹) চিহ্নও থাকবে।
❏ মুদ্রার উল্টো পিঠে যেখানে নতুন সংসদ ভবনের ছবি থাকবে তার উপরে দেবনাগরীতে লেখা থাকবে ‘সংসদ সংকুল’ এবং তলায় ইংরেজিতে লেখা থাকবে ‘পার্লামেন্ট কমপ্লেক্স’।
❏ বর্তমানে সরকার এর দাম নির্ধারণ না করলেও, বুলিয়ন জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি যোগেশ সিংগালের মতে, এই কয়েনের বাজার মূল্য প্রায় ১,৩০০ টাকা হতে পারে।
এই নতুন ৭৫ টাকার কয়েন দিয়ে কি কি করা যাবেনা-
❏ এই কয়েন সাধারণের জন্য ব্যবহার করা যাবে না।
❏ ৭৫ টাকার কয়েনকে আইনি টেন্ডার হিসাবে বিবেচনা করা যাবে না।
❏ এটি সাধারণ প্রচলনেও ব্যবহার করা যাবে না।
❏ আপনি পণ্য কেনার জন্য বা লেনদেনে এই কয়েন ব্যবহার করতে পারবেন না।
আরও পড়ুন - রিজার্ভ ব্যাঙ্ক ২০০০ টাকার নোট বাতিল করল কেন
আরও পড়ুন - বাজার থেকে পুরানো ৫ টাকার কয়েন তুলে নিল RBI
No comments:
Post a Comment