গরমের ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী, এতে ছাত্র-ছাত্রীদের কি কি সুবিধা হবে দেখে নিন
ডিয়ার স্টুডেন্ট,
তোমাদের স্কুল কলেজের ছুটি নিয়ে একটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য আজকে শেয়ার করবো। তোমরা সকলেই জানো যে এখন সমগ্র পশ্চিমবঙ্গ জুরে চলছে প্রবল তাপপ্রবাহ। যত দিন যাচ্ছে তাপ তত বেড়েই চলেছে। এখন সাধারণ মানুষের সকাল ১০ টার পর বাড়ির বাইরে বের হওয়া খুবই মুশকিল হয়ে পড়েছে। তাই প্রাপ্ত বয়স্কদের তুলনায় বয়স্কদের এবং শিশুদের কষ্টের পরিমাণ বেশি হচ্ছে।
তাই এই সমস্ত ছোটো ছোটো ছেলে মেয়েদের স্কুল কলেজ যাওয়া অনেকটাই মুশকিল হয়ে দারিয়েছে এবং এই দিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই তাপপ্রবাহ বেশ কয়েকদিন চলবে। তাই পশ্চিমবঙ্গ সরকার আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আপাতকালীন ১৭ই এপ্রিল থেকে ২৩শে এপ্রিল পর্যন্ত এই এক সপ্তাহের ছুটি ঘোষণা করে।
কিন্তু অন্যদিকে এই বছর গরমের ছুটির দিন এগিয়ে নিয়ে ২রা মে ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী অনেকদিন আগেই। কিন্তু এখন মূল বিষয়টা হয়ে দাঁড়িয়েছে এখনও অনেক স্কুলের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা শেষ হয়নি এবং একাদশ শ্রেণির প্র্যাকটিক্যাল পরীক্ষা ও কারিগরি শিক্ষার বার্ষিক পরীক্ষা বাকি থাকায় ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষক মহলেও চিন্তার ছায়া দেখা দিয়েছে।
তাই এই সমস্থ সমস্যার দিকে লক্ষ্য রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এই তীব্র তাপপ্রবাহের হাত থেকে ছেলে মেয়েদের রক্ষা করতেই বাধ্য হয়ে এক সপ্তাহের আপাতকালীন ছুটি দিতে হয়েছে। তবে ২৪শে এপ্রিল থেকে ২৯শে এপ্রিল, এই এক সপ্তাহ আগের মতই স্কুল-কলেজ চলবে। ওই সময়কালের মধ্যেই যাবতীয় পরীক্ষা সেরে ফেলার পরামর্শ দেন।
২৪শে এপ্রিল থেকে ২৯শে এপ্রিল এই এক সপ্তাহের মধ্যেই সেরে ফেলতে হবে,একাদশ শ্রেণির বকেয়া প্র্যাকটিক্যাল পরীক্ষা যেটি তিনি উচ্চশিক্ষা পর্ষদকে নির্দেশিকা দিয়ে জানিয়ে দেন। এর পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদকেও নির্দেশিকা জারি করে জানিয়েছে, যে সকল স্কুলগুলির প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা বকেয়া আছে তাদের ওই এক সপ্তাহের মধ্যে সমস্থ বিষয় গুলির পরীক্ষা সেরে নিতে হবে।
এই সিদ্ধান্তের পরে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে একাদশ ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতার নাম্বার ১৫ ই মে তারিখের এর মধ্যে সকল নাম্বার তুলতে হবে। মুখ্যমন্ত্রীর কথায় স্পষ্ট যে এই এক সপ্তাহের জন্য গরমের ছুটির পর সকল স্কুল খুলে যাচ্ছে এবং সকল বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষা কর্মীদের বাকি থাকা সকল পরীক্ষার প্রস্তুতি সেরে ফেলতে হবে।
No comments:
Post a Comment