Breaking




Thursday, 20 April 2023

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে কর্মী নিয়োগ,মাধ্যমিক পাশে আবেদন করা যাবে

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে কর্মী নিয়োগ,মাধ্যমিক পাশে আবেদন করা যাবে

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে কর্মী নিয়োগ
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে কর্মী নিয়োগ
নমস্কার বন্ধুরা,
তোমারা যারা একটি ভালো চাকরীর জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলে, তোমাদের সেই অপেক্ষার অবশান ঘটাতে নিয়ে হাজির হয়েছি একটি খুবই ইন্টারেস্টিং চাকরীর খবর নিয়ে। যে খবরটি পড়লে আশাকরছি তোমরা একটি হলেও মানুষিক শান্তি পাবে। আমরা আজকে নিয়ে হাজির হয়েছি মাধ্যমিক পাশে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তিটি নিয়ে। আমরা আলোচনা করবো কীভাবে এই পদে আবেদন করতে হবে এবং আবেদন করার জন্য আরও গুরুত্বপূর্ণ তথ্য গুলি। 
তাই তোমরা আর দেরি না করে অবিলম্বে নীচের দেওয়া তথ্য গুলি খুব মনোযোগ সহকারে দেখে নাও এবং আবেদন করে দাও। 

পদের নাম ➥ মাল্টি টাস্কিং স্টাফ (MTS)

বিঃ দ্রঃ- বিজ্ঞপ্তিটিতে এই পদটি ছাড়াও আরও ২৯ টি পদের কথা উল্লেখ আছে। যে পদ গুলিতে আবেদনের যোগ্যতা, বেতন এবং বয়সসীমাও আলাদা। এই সমস্থ তথ্য গুলি জানার জন্য আবেদনপত্রটি ভালো ভাবে দেখে নাও।

মোট শূন্যপদ ➥ ৪০৫টি 

শূন্যপদের বিন্যাস ➥ UR – ১৭৭টি, EWS – ৪০টি, OBC – ৮৯টি, SC – ৭টি, ST – ১৩টি 

শিক্ষাগত যোগ্যতা ➥ প্রার্থীকে আবেদনের জন্য যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ অথবা সরকারি স্বীকৃত কলেজ থেকে  ITI পাশ করে থাকতে হবে।

মাসিক বেতন ➥ কেবলমাত্র এই পদের ক্ষেত্রে বেতন ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা পর্যন্ত।

বয়সসীমা ➥ প্রার্থীর বয়স ১লা জানুয়ারি ২০২৩ তারিখের মধ্যে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। 

আবেদন পদ্ধতি ➥ ইচ্ছুক প্রার্থীদের কেবলমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

নিয়োগ পদ্ধতি ➥ প্রার্থীদের নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা এবং ট্রেড টেস্ট/স্কিল টেস্ট এই দুটি স্টেপের মাধ্যমে।

আবেদন মূল্য ➥ 
  • UR/EWS/OBC প্রার্থীদের জন্য ৯০০ টাকা
  • SC/ST প্রার্থীদের জন্য ২০০ টাকা এবং 
  • Women ও PWD প্রার্থীদের কোনোরকম টাকা লাগবে না
গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু ১৮ই এপ্রিল ২০২৩
আবেদন শেষ ১৬ই মে ২০২৩

গুরুত্বপূর্ণ লিংক  

অফিশিয়াল নোটিফিকেশন Download Now
অফিশিয়াল ওয়েবসাইট Click Here

No comments:

Post a Comment