গ্র্যাজুয়েশন পাশে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ, ৫০০০ জনকে বিনামূল্যে অ্যাপ্রেন্টিস ট্রেনিং দেওয়া হবে
ডিয়ার স্টুডেন্টস তোমাদের সঙ্গে আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ চাকরীর খবর নিয়ে আলোচনা করবো।যে খবরটি পড়লে আশাকরছি তোমাদের মন ভালো হয়ে যাবে। আমরা আজকে শেয়ার করছি Central Bank of India Apprentice Recruitment 2023 এই বিজ্ঞপ্তিটি নিয়ে। আমরা আলোচনা করবো এই বিজ্ঞপ্তিটির সমস্থ তথ্য গুলি যে তথ্য গুলি পড়লে তোমাদের দারুন ভাবে কাজে আসবে, আবেদন করার ক্ষেত্রে।
তাই তোমরা এদিক ওদিক ঘুরা ঘুরি না করে এবং ফালতু সময় নষ্ট না করে অবিলম্বে নীচের পোস্টটি খুব ভালোভাবে দেখে নাও এবং নিজেকে আবেদন করার জন্য সঠিক ভাবে প্রস্তুত করে তোল।
📚 পদের নাম ➥ Apprentice (অ্যাপ্রেন্টিস)
📚 মোট শূন্যপদ ➥ ৫০০০টি
📚 পশ্চিমবঙ্গে শূন্যপদের বিন্যাস ➥ ৩৬২ টি [SC - 83, ST - 18, OBC - 79, EWS - 36,GEN - 146]
📚 মাসিক বেতন ➥ ট্রেনিং চলাকালীন ১০,০০০ টাকা থেকে ১৫,০০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে।
📚 বয়সসীমা ➥ ৩১শে মার্চ ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে বয়স হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সর্বোচ্চ বয়সে সরকারী নিয়ম অনুযায়ী ছাড় পাবে।
📚 শিক্ষাগত যোগ্যতা ➥ গ্র্যাজুয়েশন পাশ
📚 আবেদন পদ্ধতি ➥ প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
📚 নিয়োগ পদ্ধতি ➥ প্রার্থীদের নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে।
📚 আবেদন মূল্য ➥
- OBC/GEN প্রার্থীদের জন্য ৮০০ টাকা।
- SC/ST/Women প্রার্থীদের জন্য ৬০০ টাকা।
- PWBD প্রার্থীদের জন্য ৪০০ টাকা।
📚 গুরুত্বপূর্ণ তারিখ ➥
আবেদন শুরু | ১৯শে মার্চ ২০২৩ |
আবেদন শেষ | ৩০রা এপ্রিল ২০২৩ |
📚 গুরুত্বপূর্ণ লিংক ➥
অফিশিয়াল নোটিফিকেশন | Download Now |
আবেদনের লিংক | Click Here |
No comments:
Post a Comment