Breaking




Tuesday 21 March 2023

পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল কর্পোরেশন নিয়োগের বিজ্ঞপ্তি, বিভিন্ন পদে প্রচুর শূন্যপদ


WB Municipal Corporation Recruitment 2023
WB Municipal Corporation Recruitment 2023

ডিয়ার পশ্চিমবঙ্গবাসী তোমাদের জন্য আজকে আমরা নিয়ে হাজির হয়েছি একটি অন্যতম চাকরীর খবর নিয়ে। আমরা আজকে শেয়ার করছি, West Bengal Municipal Corporation Recruitment 2023 এই বিজ্ঞপ্তিটির সম্পর্কে। আমরা আলোচনা করবো এই বিজ্ঞপ্তিটির সমস্থ গুরুত্বপূর্ণ তথ্য গুলি সম্পর্কে, তথ্য গুলি পড়লে তোমাদের এই বিজ্ঞপ্তিটির সম্পর্কে একটি সম্পূর্ণ ধারনা তৈরি হবে। 
তাই চলো বেশি সময় নষ্ট না করে জেনে নেওয়া যাক West Bengal Municipal Corporation Recruitment 2023 এই বিজ্ঞপ্তিটির সম্পর্কে। 

পদের নাম ➥ 
  1. Sub-Assistant Engineer (Mechanical)
  2. Deputy Analyst (Microbiology)
  3. Assistant Analyst
  4. Sub-Assistant Engineer (Electrical)
  5. Sub-Assistant Engineer (Civil)
মোট শূন্যপদ ➥ 
  1. Sub-Assistant Engineer (Mechanical) পদে ১০টি
  2. Deputy Analyst (Microbiology) পদে ২টি
  3. Assistant Analyst পদে ৫টি
  4. Sub-Assistant Engineer (Electrical) পদে ১০টি 
  5. Sub-Assistant Engineer (Civil) পদে ৬৭টি
মাসিক বেতন ➥ মাসিক বেতন কত দেওয়া আছে তা সেইভাবে উল্লেখ করা নেই তবে, অনুমান করার জন্য বলা আছে-
  1. Sub-Assistant Engineer (Mechanical) পে লেভেল ১২ অনুযায়ী বেতন দেওয়া হবে।
  2. Deputy Analyst (Microbiology) পে লেভেল ১৬ অনুযায়ী বেতন দেওয়া হবে।
  3. Assistant Analyst পে লেভেল ১১ অনুযায়ী বেতন দেওয়া হবে।
বয়সসীমা ➥ ১লা জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স বিভাগ অনুযায়ী হবে-
  1. Sub-Assistant Engineer (Mechanical) পদের গুলির জন্য ৩৭ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবে।
  2. Deputy Analyst (Microbiology) পদের জন্য ৩৬ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবে।
  3. Assistant Analyst পদের জন্য ৩৯ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবে। 
শিক্ষাগত যোগ্যতা ➥ ৫টি বিভাগ অনুযায়ী প্রার্থীদের আলাদা আলাদা শিক্ষা যোগ্যতার প্রয়োজন। 
  1. Sub-Assistant Engineer (Mechanical) পদের জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে। এর থেকে উচ্চতর ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে।
  2. Deputy Analyst (Microbiology) পদের জন্য মাইক্রোবায়োলজি বা বায়োকেমিস্ট্রি তে মাস্টার্স অফ সায়েন্স করা থাকতে হবে। অথবা মাইক্রোবায়োলজিতে M.D. করা থাকতে হবে।
  3. Assistant Analyst পদের জন্য কেমিস্ট্রি বায়ো কেমিস্ট্রি বা ফোর টেকনোলজি নিয়ে অন্তত ৫০ শতাংশ নাম্বার পেয়ে গ্রাজুয়েশন সম্পন্ন করতে হবে।
  4. Sub-Assistant Engineer (Electrical) পদের জন্য যেকোনো স্বীকৃতি কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে।
  5. Sub-Assistant Engineer (Civil) পদের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে।
আবেদন পদ্ধতি ➥ প্রার্থীরা আবেদন করতে পারবে কেবলমাত্র অনলানের মাধ্যমে।

নিয়োগ পদ্ধতি ➥ 
Sub-Assistant Engineer (Mechanical), Sub-Assistant Engineer (Electrical), Sub-Assistant Engineer (Civil) এই পদ গুলিতে নিয়োগ করা হবে,লিখিত পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্টের এই দুই ধরনের টেস্টের উপর ভিত্তি করে প্রার্থীদের নিয়োগ করা হবে।
Deputy Analyst (Microbiology),Assistant Analyst এই পদ গুলিতে নিয়োগ কীভাবে করা হবে তা নোটিশটিতে উল্লেখ করা নেই। পরে জানানো হলে জানিয়ে দেওয়া হবে।

আবেদন মূল্য ➥ Gen/OBC প্রার্থীদের জন্য আবেদন মূল্য ১৫০ টাকা এবং অন্যান্য প্রার্থীদের জন্য আবেদনমূল্য ৫০ টাকা ধার্য করা হয়েছে।

❏ গুরুত্বপূর্ণ তারিখ ➥
আবেদন শুরু ৩১শে মার্চ ২০২৩
আবেদন শেষ ৩০শে এপ্রিল ২০২৩

গুরুত্বপূর্ণ লিংক ➥ 
অফিশিয়াল নোটিফিকেশন Download Now
আবেদনের লিংক Click Here
অফিশিয়াল ওয়েবসাইট Click Here

No comments:

Post a Comment