Breaking




Friday 21 July 2023

ANM GNM প্রশ্ন উত্তর PDF || ANM GNM Question Answer Bengali PDF

ANM GNM প্রশ্ন উত্তর PDF || ANM GNM Question Answer Bengali PDF

ANM GNM প্রশ্ন উত্তর PDF
ANM GNM প্রশ্ন উত্তর PDF
স্নেহের ANM GNM পরীক্ষার্থী,
তোমাদেরকে আজকে আমরা WBJEE ANM GNM প্রশ্ন ও উত্তর PDF এই পোস্টটি দিচ্ছি। যে PDF-টিতে আমরা জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলি দেওয়া আছে যে প্রশ্ন গুলি এই পরীক্ষার জন্য খুবই উপযোগী। তাই তোমরা এই প্রশ্ন গুলি খুব মনোযোগ সহকারে ভালো ভাবে প্র্যাকটিস করো। এবং আমাদের দেওয়া এই পরীক্ষার জন্য আরও পোস্ট গুলি ভালোভাবে বার বার প্র্যাকটিস করে নাও। 

ANM GNM প্রশ্ন ও উত্তর

🌓 কোষে প্রোটিন তৈরির নির্দেশ দেয় ?
Ans :: mRNA.

🌓 ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি ?
Ans :: ব্যারেন দ্বীপ।

🌓 ন্যাশনাল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠা হয় ?
Ans :: ২৬শে জুলাই ১৮৭৬ সালে।

🌓 গাছপালা কোন গ্যাস নির্গত করে, যা মানুষের জন্য ক্ষতিকর ?
Ans :: কার্বন ডাই অক্সাইড।

🌓 এক শৃঙ্গ গণ্ডার কোন রাজ্যে দেখতে পাওয়া যায় ?
Ans :: আসাম।

🌓 আলট্রাভায়োলেট রশ্মি কোন রোগ সৃষ্টি করে ?
Ans :: চর্ম ক্যান্সার।

🌓 প্লাস্টার অফ প্যারিস এর রাসায়নিক নাম কি ?
Ans :: CaSO4. 1/2 H2O.

🌓 লাল বাহাদুর শাস্ত্রী সংস্কৃত বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত ?
Ans :: নিউ দিল্লীতে।

🌓 ডোবেরাইনার ত্রয়ী সূত্র কীসের উপর ভিত্তি করে তৈরি ?
Ans :: পারমাণবিক ভর।

🌓 ১৯৫৭ সালে পঞ্চায়েত রাজের তিন স্তরের ব্যবস্থা কার দ্বারা সুপারিশ করা হয়েছিল ?
Ans :: বলবন্ত রায় মেহতা কমিটি।

🌓 ৪২তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কতগুলো মৌলিক কর্তব্য ভারতের সংবিধানে যুক্ত হয়েছিল ?
Ans :: ১০টি।

🌓 জওহরলাল নেহেরু ভারত সরকার আইন ১৯৩৫ -কে কি বলেছিলেন ?
Ans :: ইট ওয়াস আ নিউ চার্টার অফ স্ল্যাভারি অর্থাৎ এটি ছিল দাসত্বের একটি নতুন সনদ।

🌓 কোন হাইড্রোকার্বনে দুটি কার্বন অণু রয়েছে ?
Ans :: অ্যাসিটিক অ্যাসিড।

🌓 ২০২৩ সালে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির বৈঠক ভারতের কোথায় অনুষ্ঠিত হবে ?
Ans :: মুম্বাই।

🌓 ভারতের প্রথম ক্ষুদ্র আর্থিক ব্যাঙ্ক কোনটি ?
Ans :: Capital Small Finance Bank.

🌓 চাকরিতে পুরুষের তুলনায় নারীরা কম বেতন পেলে কোন অধিকার অমান্য করা হবে ?
Ans :: সমতার অধিকার।

🌓 গ্রামীণ কৃষির জন্য ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান কোনটি ?
Ans :: নাবার্ড।

🌓 কেন্দ্র ও রাজ্যের ক্ষমতা বণ্টন অন তফশিলে বর্ণিত আছে ?
Ans :: সপ্তম।

🌓 সালোকসংশ্লেষণে উদ্ভিদ কোন গ্যাস তৈরি করে ?
Ans :: অক্সিজেন।

🌓 ভারতে বর্তমানে কয়টি পাবলিক সেক্টর ব্যাঙ্ক আছে ?
Ans :: ১২টি।

🌓 পি.আর. শ্রীজেশ হকি দলে কি আছেন ?
Ans :: গোলরক্ষক।

🌓 টুথপেস্ট এর প্রকৃতি কেমন হয় ?
Ans :: ক্ষারীয়।

🌓 কর্ণাটকের বেলারি জেলা কোন খনিজের জন্য বিখ্যাত ?
Ans :: লৌহ আকরিক।

🌓 তামিলনাড়ুর ভাষা তামিল কোন শৈলীর অন্তর্গত ?
Ans :: দ্রাবিড়।

🌓 ২০২১ সালে ভারতে সাক্ষরতার হার কত ?
Ans :: ৭৭.৭ শতাংশ।

🌓 আয়নের প্রতিস্থাপন কোন বিক্রিয়ায় হয় ?
Ans :: দ্বি-প্রতিস্থাপন বিক্রিয়া।

🌓 আধুনিক পর্যায় সারণি কে বানিয়েছেন ?
Ans :: হেনরি মোসলে।

🌓 সালফার ডাই অক্সাইড জলে দ্রবীভূত হলে কি উৎপন্ন হয় ?
Ans :: সালফিউরাস অ্যাসিড।

🌓 বংশগতির জনক কে ?
Ans :: গ্রেগর জোহান মেন্ডেল।

🌓 মৌলিক কর্তব্য কত নম্বর ধারায় আছে ?
Ans :: ৫১A.

🌓 পাঙ্কুনি উৎসব কোথায় পালিত হয় ?
Ans :: কেরলে।

🌓 ছট পূজায় কোন দেবতার পূজা করা হয় ?
Ans :: সূর্য।

🌓 সেন্ট্রাল ইন্সটিটিউট অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
Ans :: মাইসোর, কর্ণাটক।

🌓 আমলকির বিজ্ঞানসম্মত নাম কি ?
Ans :: Phyllanthus emblica.

🌓 ১৯২৮ সালে সর্দার বল্লভভাই প্যাটেল কোন আন্দোলন শুরু করেছিলেন ?
Ans :: বরদৌলি সত্যাগ্রহ।

🌓 হাঁস কোন দেবতার বাহন ?
Ans :: সরস্বতী।

🌓 ভারতে স্থানীয় শাসন ব্যবস্থার জনক কাকে বলা হয় ?
Ans :: লর্ড রিপন।

🌓 ভূগোলের জনক কাকে বলা হয় ?
Ans :: ইরাটোস্থেনিস।

🌓 জানুয়ারি মাসে কোন উৎসব পালিত হয় ?
Ans :: পোঙ্গল।

🌓 IPL এর ১৫তম সংস্করণ কোন সালে অনুষ্ঠিত হয়েছে ?
Ans :: ২০২২ সালে।

ANM GNM প্রশ্ন উত্তর 2023 PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details :: 

File Name: ANM GNM প্রশ্ন উত্তর PDF

File Format:  PDF

No. of Pages:  03

File Size:  400 KB  


No comments:

Post a Comment