Breaking




Tuesday, 21 February 2023

এয়ার ইন্ডিয়াতে এয়ারক্রাফট টেকনিশিয়ান পদে নিয়োগের বিজ্ঞপ্তি, মাসিক বেতন ২৮,০০০ টাকা

এয়ার ইন্ডিয়াতে এয়ারক্রাফট টেকনিশিয়ান পদে নিয়োগের বিজ্ঞপ্তি, মাসিক বেতন ২৮,০০০ টাকা

aiesl aircraft technician recruitment notification 2023
aiesl aircraft technician recruitment notification 2023
তোমাদের আজকে আমরা ধারনা দিতে চলেছি এয়ার ইন্ডিয়াতে এয়ারক্রাফট টেকনিশিয়ান পদে নিয়োগের বিজ্ঞপ্তিটির সম্পর্কে। যে পোস্টটির মাধ্যমে আমরা তোমাদের এই বিজ্ঞপ্তিটিতে আবেদন করার সমস্থ তথ্য গুলি খুব সহজ এবং সংক্ষিপ্ত আকারে সঙ্গে শেয়ার করছি। তাই তোমরা মনোযোগ সহকারে দেখে নাও কি ভাবে কি করতে হবে এই বিজ্ঞপ্তিটিতে আবেদনের জন্য। 

পদের নাম ➥ Aircrafts Technician [এয়ারক্রাফট টেকনিশিয়ান]

মোট শূন্যপদ ➥ ৯০টি, [B1-70, B2-20]

মাসিক বেতন ➥ ২৮,০০০ টাকা থেকে ৩৬,০০০ টাকা

শিক্ষাগত যোগ্যতা ➥ প্রার্থীকে এই পদে আবেদন করার জন্য যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Mechanical/ Electrical/ Instrumentation/ Electronics/ Telecommunication -এ তিন বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করা থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা ➥ ১লা ফেব্রুয়ারী ২০২৩ তারিখ অনুযায়ী__
  • General প্রার্থীদের বয়স ৩৭ বছরের মধ্যে হতে হবে।
  • OBC প্রার্থীদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।
  • SC\ST প্রার্থীদের বয়স ৪২ বছরের মধ্যে হতে হবে।

আবেদন শুরু ১লা ফেব্রুয়ারি ২০২৩
আবেদন শেষ ৩রা মার্চ ২০২৩

আবেদন পদ্ধতি ➥ ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন মূল্য ➥ এই পদে আবেদনের জন্য প্রার্থীদের ১০০০ টাকা আবেদন মূল্য দিতে হবে, তবে ST\SC প্রার্থীদের জন্য কোন রকম আবেদন মূল্য লাগবেনা। 

নিয়োগ পদ্ধতি ➥ প্রার্থীদের নির্বাচন করা হবে মেডিক্যাল টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

ইন্টারভিউ স্থান ➥ Office of the GM- Engineering, AI Engineering Service Limited Maintenance Repair Overhaul, (MRO) Near International Airport (T-2), Opp. ta KSEB, Chackal, Trivandrum, Kerala -695007

ইন্টারভিউ তারিখ ➥ ৭ই মার্চ থেকে ৯ই মার্চ ২০২৩

গুরুত্বপূর্ণ লিংক ➥ 

অফিশিয়াল নোটিফিকেশন Download Now
আবেদন করার লিংক Click Here

No comments:

Post a Comment