Breaking




Monday, 20 February 2023

রাজ্যে রূপশ্রী প্রকল্পে হিসাবরক্ষক ও ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি, মাসিক বেতন ১৫ হাজার টাকা

Jhargram Rupashree Prakalpa Recruitment 2023
Jhargram Rupashree Prakalpa Recruitment 2023
নমস্কার বন্ধুরা তোমাদের জন্য আমরা আজকে নিয়ে হাজির হয়েছি, রাজ্যে রূপশ্রী প্রকল্পে হিসাবরক্ষক ও ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তিটি নিয়ে। আমরা আজকে এই পোস্টটির মধ্যে এই বিজ্ঞপ্তিটির সমস্থ তথ্য গুলি সাজিয়ে গুচ্ছিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তাই তোমার এই পোস্টটি ভালোভাবে দেখে নাও এবং আবেদন করার ইচ্ছা থাকলে অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে দাও। 

পদের নামAccountant

মোট শূন্যপদ ➥ ০১টি 

মাসিক বেতন ➥ ১৫,০০০ টাকা 

শিক্ষাগত যোগ্যতা ➥ এই পদে আবেদনের জন্য বানিজ্য স্নাতক হতে হবে। বেসিক কম্পিউটার নলেজ এবং কমপক্ষে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
_____________________________________
পদের নামData Entry Operator

মোট শূন্যপদ ➥ ৪টি 

মাসিক বেতন ➥ ১১,০০০ টাকা

শিক্ষাগত যোগ্যতা ➥ এই পদে আবেদনের জন্য স্নাতক হতে হবে। বেসিক কম্পিউটার নলেজ, টাইপিং স্পিড এবং কমপক্ষে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা ➥ ১লা জানুয়ারী ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ৪০ বছরের কম বয়স হতে হবে। 

আবেদন শুরু ১৬ই ফেব্রুয়ারী ২০২৩
আবেদন শেষ২রা মার্চ ২০২৩

আবেদন পদ্ধতি ➥ প্রার্থীদের আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে।

নিয়োগ পদ্ধতি ➥ উভয় পদের জন্যই নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট, পারসোনালিটি টেস্ট, টাইপিং স্পিড টেস্ট-এর মাধ্যমে। 

আবেদনের নিয়ম ➥ প্রথমে নীচে দেওয়া আবেদনপত্রটি প্রিন্ট আউট করতে হবে তারপর সঠিক ভাবে আবেদন পত্রটি পূরণ করে উল্লেখিত ডকুমেন্টসগুলি যুক্ত করে একটি মুখ বন্ধ খামের মধ্যে দিয়ে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। 

প্রয়োজনীয় ডকুমেন্ট ➥ বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র, বসবাসের প্রমাণপত্র, অভিজ্ঞতার শংসাপত্র, পাসপোর্ট সাইজ ছবি, অন্যান্য নথিপত্র।

বিঃ দ্রঃ - এই পদ গুলিতে আবেদন করার জন্য প্রার্থীকে ঝাড়গ্রাম জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

গুরুত্বপূর্ণ লিংক ➥ 

অফিশিয়াল নোটিফিকেশন Download Now
আবেদনপত্র  Download Now
 অফিশিয়াল ওয়েব সাইট  Click Here

No comments:

Post a Comment