Breaking




Wednesday, 22 February 2023

দাদা সাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পুরস্কার ২০২৩ || Dada Saheb Phalke International Film Festival Awards 2023

দাদা সাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পুরস্কার ২০২৩ || Dada Saheb Phalke International Film Festival Awards 2023

দাদা সাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পুরস্কার ২০২৩
দাদা সাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পুরস্কার ২০২৩
তোমাদের সঙ্গে আমরা আজকে শেয়ার করছি দাদা সাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পুরস্কার ২০২৩ বিজয়ীদের তালিকা PDF এই পোস্টটি। যে পোস্টটির মধ্যে আমরা গত ২০শে ফেব্রুয়ারী সোমবার দেওয়া ২০২৩ সালের দাদা সাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পুরস্কারের সমস্থ বিজয়ীদের নাম এবং তাদের অভিনীত সিনেমা, গান, ওয়েব সিরিজ এবং আরও অন্যান্য গুলির নাম খুব সুন্দর ভাবে গুচ্ছিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি।
আমরা পোস্টটির নীচে তালিকা আকারে এবং সেই তালিকা আকারে PDF টিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা অবশ্যই ভালোভাবে দেখে নাও সকল বিজয়ীদের নাম। 

দাদা সাহেব ফালকে ২০২৩ বিজয়ীদের তালিকা

বিভাগ বিজয়ী
সেরা সিনেমা দ্য কাশ্মীর ফাইল
বছরের সেরা সিনেমা RRR
সেরা অভিনেতা রণবীর কাপুর (ব্রহ্মাস্ত্র পর্ব 1: শিবা)
সেরা অভিনেত্রী আলিয়া ভাট (গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি)
সেরা পরিচালক আর.বাল্কি (চুপ)
চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদান রেখা
সেরা সমালোচিত অভিনেতা বরুণ ধাওয়ান (ভেরিয়া)
সেরা সমালোচিত অভিনেত্রী বিদ্যা বালান (জলসা)
পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা মনীশ পল (জুগ জুগ জিয়ো)
নেতিবাচক চরিত্রে সেরা অভিনেতা সালমান দুলকের (চুপ)
সেরা প্লেব্যাক গায়ক সচেত ট্যান্ডন [মাইয়া মাইনু] (জার্সি)
সেরা প্লেব্যাক গায়িকা নীতি মোহন [গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি] (মেরি জান)
সেরা সিনেমাটোগ্রাফার পিএস বিনোদ (বিক্রম বেদা)
সেরা ওয়েব সিরিজ রুদ্রাঃ দ্য এডজ অফ ডার্কনেস
ওয়েব সিরিজে সেরা অভিনেতা জিম সরভ (রকেট বয়েজ)
বছরের সেরা টেলিভিশন সিরিজ অনুপমা
টেলিভিশন সিরিজে সেরা অভিনেতা জাইন ইমাম ফর ফানা (ইশক মে মারজাওয়ান)
টেলিভিশন সিরিজে সেরা অভিনেত্রী তেজস্বী প্রকাশ (নাগিন)
সঙ্গীত শিল্পে অসামান্য অবদান হরিহরন
মোস্ট ভারসেটাইল অভিনেতা অনুপম খের (দ্য কাশ্মীর ফাইল)
মোস্ট প্রমিসিং অভিনেতা ঋষভ সেট্টি (কান্তারা)

দাদা সাহেব ফালকে IFF 2023 PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করো

File Details :: 

File Name: দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড ২০২৩

File Format:  PDF

No. of Pages:  02

File Size:  195 KB 



No comments:

Post a Comment