বিভিন্ন রাজা ও তার সেনাপতির নাম তালিকা PDF | List of Raja & Senapati In Bengali PDF
স্নেহার ছাত্রছাত্রী,
বিভিন্ন রাজার সেনাপতির নাম তালিকা PDF-এই পোস্টটি তোমাদের আজ আমরা শেয়ার করছি। যে পোস্টটির মধ্যে ঐতিহাসিক বিভিন্ন রাজার নাম এবং তাদের সেনাপতির নাম দেওয়া আছে যে তথ্য গুলি তোমাদের বিভিন্ন পরীক্ষার জন্য দারুন উপযোগী একটি পোস্ট।
সুতরাং তোমরা তাড়াতাড়ি করে নীচের দেওয়া প্রশ্ন আকারে বিভিন্ন রাজার সেনাপতির নাম গুলি মুখস্থ করে নাও এবং যদি পারো PDF-টি সংগ্রহ করে রাখতে পারো।
বিভিন্ন রাজা ও তার সেনাপতির নাম
প্রশ্নঃ শেরশাহের সেনাপতি কে ছিলেন ?
উঃ- ব্রহ্মজিৎ গৌড়
প্রশ্নঃ আকবরের সেনাপতি কে ছিলেন ?
উঃ- মানসিংহ
প্রশ্নঃ ঔরঙ্গজেবের সেনাপতি কে ছিলেন ?
উঃ- মীরজুমলা
প্রশ্নঃ ধর্মপালের সেনাপতি কে ছিলেন ?
উঃ- গর্গ
প্রশ্নঃ আলাউদ্দিন খিলজির সেনাপতি কে ছিলেন ?
উঃ- মালিক কাফুর
প্রশ্নঃ সিরাজদ্দৌলাহের সেনাপতি কে ছিলেন ?
উঃ- মীরজাফর
প্রশ্নঃ মহম্মদ ঘোরীর সেনাপতি কে ছিলেন ?
উঃ- বখতিয়ার খিলজি
প্রশ্নঃ জাহাঙ্গীরের সেনাপতি কে ছিলেন ?
উঃ- মহবৎ খান
প্রশ্নঃ বৃহদ্রথ-এর সেনাপতি কে ছিলেন ?
উঃ- পুষ্যমিত্র শুঙ্গ
প্রশ্নঃ হুসেন শাহের সেনাপতি কে ছিলেন ?
উঃ- পরাগল খান
রাজার সেনাপতির PDF টি সংগ্রহ করতে নীচের Download Now- লেখায় ক্লিক করো
File Details ::
File Name: বিভিন্ন রাজার মন্ত্রীর নাম
File Format: PDF
No. of Pages: 01
File Size: 100 KB
No comments:
Post a Comment