Breaking




Thursday, 18 July 2024

India Post GDS Recruitment Notification 2024 :: 44,228টি শূন্যপদে পোস্ট অফিসে GDS কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

India Post GDS Recruitment Notification 2024 :: 44,228টি শূন্যপদে পোস্ট অফিসে GDS কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

গ্রামীণ ডাক সেবক নিয়োগ 2024
গ্রামীণ ডাক সেবক নিয়োগ 2024
নমস্কার বন্ধুরা,
আজকে আমরা তোমাদের জন্য নিয়ে একটি অন্যতম চাকরির খবর নিয়ে, যে খবরটি দেখার পর তোমাদের প্রথম কাজ হবে সবার আগে সব কাজ ফেলে আবেদন করে দেওয়া। আমাদের আজকের সেই গুরুত্বপূর্ণ চাকরির খবরটি হল, গ্রামীণ ডাক সেবক নিয়োগ 2024। আমরা আজকে উক্ত বিজ্ঞপ্তিটির সকল তথ্য গুলি সংক্ষিপ্ত আকারে তোমাদের জন্য শেয়ার করবো। 
সুতরাং তোমরা নীচের দেওয়া তথ্য গুলি মনোযোগ সহকারে দেখে নাও এবং উল্লেখিত সময়ের মধ্যে আবেদন করে দাও। 

বোর্ডের নাম  :: India Post

পোস্টের নাম :: গ্রামীণ ডাক সেবক (GDS)

মোট শুন্যপদ :: ৪৪,২২৮টি  

বয়সসীমা :: প্রার্থীদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

বেতন :: 
BPM ১২,০০০ - ২৯,৮০০ টাকা
ABPM/Dak Sevaks ১০,০০০ – ২৪,৪৭০ টাকা

যোগ্যতা :: মাধ্যমিক পাস প্রার্থীরা এই পদ আবেদনের জন্য যোগ্য।

অন্যান্য যোগ্যতা ::
  • কম্পিউটারে জ্ঞান থাকতে হবে।
  • সাইকেল চালানো জানতে হবে।
আবেদন ফি :: Gen & OBC প্রার্থীদের ১০০ টাকা, তবে মহিলা/ SC/ ST/ PWD/ Transwomen প্রার্থীদের কোনো রকম টাকা লাগবে না।

আবেদন পদ্ধতি :: অনলাইনের মাধ্যমে আবেদন জমা করতে হবে।

নিয়োগ পদ্ধতি :: কেবলমাত্র মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে নিয়োগ করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ ::

আবেদন শুরু ১৫ই জুলাই ২০২৪
আবেদন শেষ ৫ই আগস্ট ২০২৪

গুরুত্বপূর্ণ লিংক ::

অফিশিয়াল বিজ্ঞপ্তি Click Here
অফিশিয়াল ওয়েবসাইট Click Here
টেলিগ্রাম চ্যানেল লিংক Click Here

No comments:

Post a Comment