বিভিন্ন রাজার মন্ত্রীদের নাম তালিকা PDF
![]() |
বিভিন্ন রাজার মন্ত্রীর নাম তালিকা PDF |
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের বিভিন্ন রাজার মন্ত্রীদের নাম তালিকা PDF-টি খুব সুন্দর ভাবে দিচ্ছি। যে PDF-টিতে উল্লেখযোগ্য রাজাগুলির নাম এবং তাদের মন্ত্রীদের নাম দেওয়া আছে। আমরা পোস্টটির মধ্যে প্রশ্ন আকারে রাজাদের নাম এবং মন্ত্রীদের নাম দেওয়া আছে যাতে তোমাদের পরীক্ষায় আশা প্রশ্নের ধরন সম্পর্কে ধারনা আসে এবং মনে রাখতে সুবিধা হয়। এবং PDF-টিতে আমরা তালিকা আকারে দিয়ে রেখেছি।
সুতরাং তোমরা প্রথমে নীচের দেওয়া প্রশ্ন আকারে তালিকাটি মুখস্থ করে নাও তারপর PDF-টি সংগ্রহ করে রেখে দাও যাতে অসময়ে অফলাইনে পড়তে সুবিধা হয়।
বিভিন্ন রাজার মন্ত্রীর নাম
👑 চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রীর নাম কি ?
➵ চানক্য
👑 দ্বিতীয় চন্দ্রগুপ্তের মন্ত্রীর নাম কি ?
➵ বীরসেন
👑 আলেকজান্ডারের মন্ত্রীর নাম কি ?
➵ সেলুকাস
👑 দেবপালের মন্ত্রীর নাম কি ?
➵ দর্ভপানি
👑 মুহম্মদ শাহের মন্ত্রীর নাম কি ?
➵ মেহমুদ গাওয়ান
👑 ঔরঙ্গজেবের মন্ত্রীর নাম কি ?
➵ শায়েস্তা খাঁ
👑 হরিহরের মন্ত্রীর নাম কি ?
➵ সায়নাচার্য
👑 মহম্মদ আদিল শাহের মন্ত্রীর নাম কি ?
➵ হিমু
👑 বৃহদ্রথের মন্ত্রীর নাম কি ?
➵ পুষ্যমিত্র শুঙ্গ
👑 পেশোয়া মাধবরাও-এর মন্ত্রীর নাম কি ?
➵ নানা ফরনবীশ
👑 বুক্কার মন্ত্রীর নাম কি ?
➵ মাধব বিদারন্য
👑 নাগদশকের মন্ত্রীর নাম কি ?
➵ শিশুনাগ
রাজার মন্ত্রীদের নাম PDF টি সংগ্রহ করতে নীচের Download Now- লেখায় ক্লিক করো
File Details ::
File Name: বিভিন্ন রাজার মন্ত্রীর নাম
File Format: PDF
No. of Pages: 01
File Size: 100 KB
No comments:
Post a Comment