Breaking




Monday, 10 November 2025

রাজা ও মন্ত্রীর নাম তালিকা | ইতিহাসের গুরুত্বপূর্ণ মন্ত্রীসমূহের তথ্য PDF

 বিভিন্ন রাজার মন্ত্রীদের নাম তালিকা PDF

বিভিন্ন রাজার মন্ত্রীর নাম তালিকা PDF
বিভিন্ন রাজার মন্ত্রীর নাম তালিকা PDF 
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের বিভিন্ন রাজার মন্ত্রীদের নাম তালিকা PDF-টি খুব সুন্দর ভাবে প্রশ্ন উত্তর আকারে দিচ্ছি। যে PDF-টিতে উল্লেখযোগ্য রাজাগুলির নাম এবং তাদের মন্ত্রীদের নাম দেওয়া আছে। পোস্টটির মধ্যে প্রশ্ন আকারে রাজাদের নাম এবং মন্ত্রীদের নাম দেওয়া আছে যাতে তোমাদের পরীক্ষায় আশা প্রশ্নের ধরন সম্পর্কে ধারনা আসে এবং মনে রাখতে সুবিধা হয় আর PDF-টিতে আমরা তালিকা আকারে দিয়ে রেখেছি। 
সুতরাং তোমরা প্রথমে নীচের দেওয়া প্রশ্ন আকারে তালিকাটি মুখস্থ করে নাও তারপর PDF-টি সংগ্রহ করে রেখে দাও যাতে অসময়ে অফলাইনে পড়তে সুবিধা হয়। 

বিভিন্ন রাজা ও তাঁদের মন্ত্রী সম্পর্কিত প্রশ্নোত্তর

প্রশ্ন: চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রীর নাম কি?
উত্তর: চানক্য

প্রশ্ন: দ্বিতীয় চন্দ্রগুপ্তের মন্ত্রীর নাম কি?
উত্তর: বীরসেন

প্রশ্ন: আলেকজান্ডারের মন্ত্রীর নাম কি?
উত্তর: সেলুকাস

প্রশ্ন: দেবপালের মন্ত্রীর নাম কি?
উত্তর: দর্ভপানি

প্রশ্ন: মুহম্মদ শাহের মন্ত্রীর নাম কি?
উত্তর: মেহমুদ গাওয়ান

প্রশ্ন: ঔরঙ্গজেবের মন্ত্রীর নাম কি?
উত্তর: শায়েস্তা খাঁ

প্রশ্ন: হরিহরের মন্ত্রীর নাম কি?
উত্তর: সায়নাচার্য

প্রশ্ন: মহম্মদ আদিল শাহের মন্ত্রীর নাম কি?
উত্তর: হিমু

প্রশ্ন: বৃহদ্রথের মন্ত্রীর নাম কি?
উত্তর: পুষ্যমিত্র শুঙ্গ

প্রশ্ন: পেশোয়া মাধবরাও-এর মন্ত্রীর নাম কি?
উত্তর: নানা ফরনবীশ

প্রশ্ন: বুক্কার মন্ত্রীর নাম কি?
উত্তর: মাধব বিদারন্য

প্রশ্ন: নাগদশকের মন্ত্রীর নাম কি?
উত্তর: শিশুনাগ

প্রশ্ন: সম্রাট অশোকের প্রধান মন্ত্রী কে ছিলেন?
উত্তর: রাধাগুপ্ত

প্রশ্ন: হর্ষবর্ধনের সভা-পণ্ডিত ও মন্ত্রী কে ছিলেন?
উত্তর: বানভট্ট

প্রশ্ন: সম্রাট বিক্রমাদিত্যের নবরত্নদের মধ্যে প্রধান মন্ত্রী কে ছিলেন?
উত্তর: আমাত্য (মন্ত্রী) ছিলেন বারাহমিহির

প্রশ্ন: রাজা কৃষ্ণদেবরায়ের প্রধান মন্ত্রী কে ছিলেন?
উত্তর: তেনালি রামন (তেনালি রামকৃষ্ণ)

প্রশ্ন: সম্রাট আকবরের প্রধান মন্ত্রী কে ছিলেন?
উত্তর: বীরবল (আসল নাম মহেশ দাস)

প্রশ্ন: সম্রাট আকবরের রাজস্ব মন্ত্রী কে ছিলেন?
উত্তর: টোডরমল

প্রশ্ন: সম্রাট আকবরের সামরিক মন্ত্রী কে ছিলেন?
উত্তর: রাজা মানসিংহ

প্রশ্ন: শিবাজির প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর: মোরােশ্বর পিংলে

প্রশ্ন: চোল রাজবংশের রাজা রাজরাজ চোলের প্রধান মন্ত্রী কে ছিলেন?
উত্তর: রাজারাজান

প্রশ্ন: সম্রাট সমুদ্রগুপ্তের সভার প্রধান কবি কে ছিলেন?
উত্তর: হরিষেণ

প্রশ্ন: রাজা কনিষ্কের সভার বিখ্যাত চিকিৎসক কে ছিলেন?
উত্তর: নাগার্জুন

প্রশ্ন: বিক্রমাদিত্যের সভার নবরত্ন কারা ছিলেন?
উত্তর: কালিদাস, বরাহমিহির, ধন্বন্তরি, আমরসিংহ, ক্ষপণক, ঘটকার্পর, শঙ্খু, বেতালভট্ট, বররুচি

প্রশ্ন: রাজা বোজের সভার বিখ্যাত পণ্ডিত কারা ছিলেন?
উত্তর: ধন্বন্তরি, বেতালভট্ট, কালিদাস প্রমুখ

প্রশ্ন: শের শাহ সূরির প্রধান মন্ত্রী কে ছিলেন?
উত্তর: আবুল ফজল খান

রাজার মন্ত্রীদের নাম PDF টি সংগ্রহ করতে নীচের Download Now- লেখায় ক্লিক করো

File Details ::

File Name: বিভিন্ন রাজার মন্ত্রীর নাম

File Format:  PDF

No. of Pages:  01

File Size:  100 KB


No comments:

Post a Comment