Breaking




Saturday, 12 November 2022

অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে ইন্ডিয়ান এয়ার ফোর্সে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে ইন্ডিয়ান এয়ারফোর্সে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি 

অগ্নিবীর প্রকল্পের মাধ্যমে ইন্ডিয়ান এয়ার ফোর্সে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি
অগ্নিবীর প্রকল্পের মাধ্যমে ইন্ডিয়ান এয়ার ফোর্সে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি 
ডিয়ার চাকরী প্রার্থী .......
গত ৭ই নভেম্বর ২০২২ তারিখে Indian Air Force-এর পক্ষ থেকে অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে ইন্ডিয়ান ইন্ডিয়ান এয়ার ফোর্সে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। যেখানে ইন্ডিয়ান এয়ারফোর্সে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তিটি দেওয়া আছে। আমরা সেই বিজ্ঞপ্তিটির সম্পূর্ণ তথ্য গুলি খুব সুন্দর ভাবে সংক্ষিপ্ত আকারে তোমাদের সঙ্গে শেয়ার করছি। যে প্রতিবেদন টিতে উক্ত পদে আবেদনের পদ্ধতি, যোগ্যতা, বয়স ইত্যাদি খুবি গুরুত্বপূর্ণ তথ্য গুলি দারুন ভাবে গুচ্ছিয়ে দেওয়া আছে। 
সুতরাং তোমরা কোনো রকম সময় নষ্ট না করে তাড়াতাড়ি নীচের প্রতিবেদনটি ভালোভাবে পড়ে নাও এবং যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করে দাও। 

পদের নাম ➜ Angniveervayu Intake

শিক্ষাগত যোগ্যতা  ➜ 
  • যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Mathematics, Physics and English -এ ৫০ শতাংশ নাম্বার নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন। অথবা 
  • ৫০ শতাংশ নাম্বার সহ (Mechanical/ Electrical/ Electronics/ Automobile/ Computer Science/ Instrumentation Technology/ Information Technology) ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা করা থাকলে আবেদন করতে পারবে।
শারীরিক গঠন  ➜ 
  • ন্যূনতম উচ্চতা ১৫২.৩ সেমি হতে হবে[পুরুষ]।
  • ন্যূনতম উচ্চতা ১৫২ সেমি হতে হবে[মহিলা]।
  • প্রার্থীর ওজন তার উচ্চতা এবং বয়সের নিরিখে দেখা হবে।
  • পুরুষ প্রার্থীর জন্য ন্যূনতম বুকের পরিধি ৭৭ সেমি এবং বুকের ছাতি কমপক্ষে ৫ সেমি ফুলাতে হবে।
  • প্রার্থীকে শরীরের কোনো অংশের ক্ষতি ছাড়াই শারীরবৃত্তীয় হতে হবে।
বয়সসীমা  ➜ প্রার্থীর জন্ম তারিখ ২৭শে ডিসেম্বর ২০০৫ থেকে ২৭শে জুন ২০২২ তারিখের মধ্যে হতে হবে। এবং সর্বোচ্চ বয়স ২১ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন  ➜ যেহেতু এই পদে চাকরীর নিয়োগ ৪ বছরের চুক্তির মাধ্যমে নিয়োগ করা হবে, সেহেতু মাসিক বেতন হবে- 
Year Customised Package (Monthly) In Hand (70%) Contribution to AGNIVEERs Corpus Fund (30%) Contribution to Corpus fund by GoI
1 st Year 30,000/- 21,000/- 9,000/- 9,000/-
2 nd Year 33,000/- 23,100/- 9,900/- 9,900/-
3 rd Year 36,500/- 25,550/- 10,950/- 10,950/-
4 th Year 40,000/- 28,000/- 12,000/- 12,000/-

অর্থাৎ তোমরা ৪ বছরে আগ্নিবীর ফান্ডে ৫.০২ লক্ষ টাকা দিচ্ছো এবং একই ভাবে সরকারি ফান্ড থেকে ৫.০২ লক্ষ টাকা তোমাকে দিচ্ছে তোমার ফান্ডে। 
অতএব ৪ বছরের শেষে তোমার ফান্ড এবং সরকারি ফান্ড একত্রিত ভাবে ৫.০২ + ৫.০২ = ১০.০৪ লক্ষ টাকার প্যাকেজ দেবে তোমাকে। 

আবেদন শুরু ৭ই নভেম্বর ২০২২
আবেদন শেষ ২৩শে নভেম্বর ২০২২

আবেদন পদ্ধতি  ➜ ইচ্ছুক প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন মুল্য  ➜ 
  • আবেদন মুল্য বাবদ ২৫০ টাকা ধার্য করা হয়েছে।
  • এক্ষেত্রে কোনো রকম কাস্ট দেখা হবেনা। সমস্থ কাস্টের জন্য আবেদন ফ্রি একই।
নিয়োগ পদ্ধতি  ➜ প্রার্থীদের লিখিত পরীক্ষা, ফিজিক্যাল ফিটনেস ও মেডিকেল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হয়।
গুরুত্বপূর্ণ লিংক  ➜ 
Official Link
অফিশিয়াল নোটিফিকেশন Download Now
আবেদন করার লিংক Click Here

No comments:

Post a Comment