Breaking




Sunday 13 November 2022

শিশু মনস্তত্ব প্রশ্ন উত্তর MCQ PDF Episode :: 01

শিশু মনস্তত্ব প্রশ্ন উত্তর MCQ PDF Episode :: 01 || Child Psychology MCQ Question Answer in Bengali PDF

শিশু মনস্তত্ব প্রশ্ন উত্তর MCQ PDF Episode :: 01
শিশু মনস্তত্ব প্রশ্ন উত্তর MCQ PDF Episode :: 01
ডিয়ার টেট প্রস্তুতি প্রার্থী .......
তোমাদের আজকে আমরা শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ব প্রশ্ন উত্তর MCQ PDF-টি শেয়ার করছি। যে PDF-টিতে সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী এবং সি টেট পরীক্ষার প্রশ্নপত্রের আদলে আমরা এই সংক্ষিপ্ত প্র্যাকটিস সেটটি বানিয়েছি। যে প্রশ্ন গুলি তোমরা পড়লেই বুঝতে পারবে প্রশ্ন গুলি কতটা উনিক। 
অতএব তোমরা আর কোন রকম সময় নষ্ট না করে অবিলম্বে প্রশ্ন গুলি ভালোভাবে দেখে নাও কারন তোমাদের হাতে সময় খুবি কম। তোমাদের প্রচুর প্রচুর প্রচুর পরিমানে প্র্যাকটিস করতে হবে এবং প্রচুর পরিমানে পড়তে হবে অর্থাৎ তোমাদের সীমাহীন ভাবে পড়ে যেতে হবে। 
সুতরাং তোমরা নীচের দেওয়া বানীটি পড়ে নিয়ে নিজের মধ্যে জোশ বাড়িয়ে নিয়ে পড়া শুরু করে দাও। 

সমস্যা পথের কোনো বাঁধা নয়,
বরং এটি পথ চলার নির্দেশিকা।
 
শিশু মনস্তত্ব প্রশ্ন উত্তর

০১. শিক্ষাক্ষেত্রে পাঠক্রম (curriculum) বলতে বোঝায়-
(a) শিখন পদ্ধতি ও শিখনের বিষয়বস্তু
(b) বিদ্যালয়ের সঠিক কর্মসূচি যার থেকে ছাত্রছাত্রীরা দৈনন্দিন জীবনে অভিজ্ঞতা লাভ করে
(c) মূল্যায়ন প্রক্রিয়া
(d) শ্রেণিতে ব্যবহৃত পাঠ্য উপকরণ বা সূচি


০২. নীচু ক্লাসের ক্ষেত্রে play way method of teaching বা খেলাচ্ছলে পড়ানো পদ্ধতির ভিত্তি হল— 
(a) শারীর শিক্ষা কর্মসূচির তত্ত্ব
(b) শিখন পদ্ধতির নীতি
(c) উন্নয়ন ও বৃদ্ধির মনস্তাত্ত্বিক নীতিসমূহ
(d) শিখনের সামাজিক নীতিসমূহ


০৩. একটি ছোটো শিশু নতুন পরিস্থিতিতে সাড়া দেয়। অতীতে একটি পরিস্থিতিতে সে যেমন সাড়া দিয়েছিল তার ওপর ভিত্তি করে। এটি সম্পর্কিত যেটির সঙ্গে তা হল-
(a) শিখনের 'সমতানীতি' (Law of Analogy )
(b) শিখনের পরিণাম নীতি' (Law of Effect)
(c) শিখনের 'ধারণা নীতি' (Law of Attitude)
(d) শিখনের 'প্রস্তুতি নীতি (Law of Readiness ) 


০৪. Dyslexia বা পঠন অসমতা যেটির সঙ্গে সম্পর্কিত তা হল-
(a) মানসিক বিশৃঙ্খলা 
(b) গাণিতিক বিশৃজালা
(c) পঠন বিশৃঙ্খলা 
(d) আচরণগত বিশৃঙ্খল 


০৫. বিশেষ যত্ন প্রয়োজন এমন শিশুদের শিক্ষাদান উচিত-
(a) সাধারণ শিশুদের সঙ্গেই
(b) বিশেষ বিদ্যালয়ে বিশেষ শিক্ষাপদ্ধতির মাধ্যমে
(c) বিশেষ বিদ্যালয়
(d) বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক দ্বারা বিশেষ বিদ্যালয়ে


০৬. মূল্যায়ন ‘উপকারী ও আকর্ষণীয় করার জন্য যে বিষয়ে যত্ন নিতে হবে তা হল-
(a) বিভিন্ন ছাত্রছাত্রীদের মধ্যে তুলনা করা
(b) ছাত্রছাত্রীদের বুদ্ধিমান বা গড়মানের ভিত্তিতে তকমা দেওয়া
(c) বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে ছাত্রছাত্রীদের শিক্ষা সম্পর্কে তথ্য সংগ্রহ করা
(d) মত প্রদানের জন্য প্রযুক্তিগত ভাষা ব্যবহার


০৭. _____ কে সহজাত হওয়ার লক্ষণ বলে গণ্য করা হয় না।
(a) সৃষ্টিশীল ধারণা
(b) অন্যদের সঙ্গে লড়াই ঝগড়া করা
(c) বহিঃপ্রকাশে অভিনবত্ব
(d) কৌতূহল প্রিয়তা


০৮. 'Children actively construct their understanding of the world'—মন্তব্যটি করেছেন--
(a) পিঁয়াজে 
(b) প্যাভলভ 
(c) কোহলবার্গ 
(d) স্কিনার 


০৯. কৃত্তিকা বাড়িতে বেশি কথা বলে না, বিদ্যালয়ে বেশি কথা বলে
(a) বিদ্যালয় শিশুদের বেশি কথা বলার সুযোগ দেয়
(b) শিশুরা বিদ্যালয়ে বেশি কথা বলুক এটা শিক্ষক-শিক্ষিকারা চান
(c) সে তার বাড়িকে মোটেই পছন্দ করে না।
(d) তার চিন্তাভাবনা বিদ্যালয়ে স্বীকৃতি পায়।


১০. একজন শিক্ষকের তার ছাত্রছাত্রীদের সামর্থ্য বোঝার চেষ্টা করা উচিত। নীচের কোনটি এই উদ্দেশ্যে সম্পর্কিত— 
(a) শিক্ষাগত সমাজবিদ্যা
(b) সামাজিক দর্শন
(c) গণমাধ্যম মনস্তত্ত্ববিদ্যা
(d) শিক্ষাগত মনস্তত্ত্ববিদ্যা


১১. শিক্ষার পদ্ধতিতে প্রেষণা ( motivation)-
(a) শিক্ষার্থীদের স্মৃতিশক্তিকে তীক্ষ্ণ করে তোলে
(b) পুরোনো শিক্ষা থেকে নতুন শিক্ষার পার্থক্য নিরূপণ করে
(c) শিক্ষার্থীদের পরোক্ষ চিন্তা করতে শেখায়
(d) ছোটো শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ তৈরি করে


১২. শিক্ষা সমৃদ্ধ করা যেতে পারে, যদি-
(a) বাস্তব জগৎ থেকে নানান পরিস্থিতি তুলে আনা হয় যেখানে শিক্ষার্থীরা মত বিনিময় করে এবং শিক্ষক-শিক্ষিকা তা সহজ করে বলে দেন
(b) আরও বেশি করে শিক্ষা উপকরণ শ্রেণি কক্ষে ব্যবহার করা যায়
(c) শিক্ষক শিক্ষিকা যদি বিভিন্ন বিষয়ে বলেন এবং ব্যাখ্যা করেন (d) শ্রেণির পাক্ষিক পরীক্ষায় মনোযোগ দান করা


১৩. শিক্ষার প্রক্রিয়াতে নীচের কোন বক্তব্যটি বৈশিষ্ট্য হিসাবে পরিগণিত হয় না—
(a) শিক্ষা প্রতিষ্ঠান একমাত্র জায়গা যেখানে শিক্ষা গ্রহণ হয়ে থাকে
(b) শিক্ষা একটি সর্বাঙ্গীণ প্রক্রিয়া
(c) শিক্ষা হল লক্ষ্য সমৃদ্ধ (goal oriented)
(d) অশিক্ষাও একটি শিক্ষা প্রক্রিয়া।


১৪. V-গ্রেড প্রাপ্ত একজন ছাত্র যার দৃষ্টির সমস্যা আছে তাকে যেটি করা উচিত তা হল-
(a) নিম্নমানের কাজ থেকে রেহাই দেওয়া
(b) দৈনন্দিন কাজে বাবা-মা ও বন্ধুদের সাহায্য করা
(c) শ্রেনীতে সাধারন ভাবে দেখা ও অডিও সিডি দিয়ে সাহায্য করা।
(d) শ্রেণিকক্ষে বিশেষ ভাবে দেখা।


১৫. নীচের কোনটি একজন প্রাথমিক শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত হয় ?
(a) শেখানোর আগ্রহ
(b) ধৈর্য ও অধ্যবসায়
(c) বিষয়গত জ্ঞান ও পড়ানোর দক্ষতা
(d) উন্নত ভাষায় পড়ানোর দক্ষতা



শিশু মনস্তত্ব প্রশ্ন উত্তর 
PDF টি সংগ্রহ করতে নীচের Download Now- লেখায় ক্লিক করো

File Details ::

File Name: শিশু মনস্তত্ব প্রশ্ন উত্তর

File Format:  PDF

No. of Pages:  03

File Size:  190 KB  


No comments:

Post a Comment