Breaking




Saturday, 29 October 2022

মাধ্যমিক পাশে স্টাফ সিলেকশন কমিশনে GD Constable পদে কর্মী নিয়োগ ২০২২

মাধ্যমিক পাশে স্টাফ সিলেকশন কমিশনে GD Constable পদে কর্মী নিয়োগ ২০২২

মাধ্যমিক পাশে স্টাফ সিলেকশন কমিশনে GD Constable পদে কর্মী নিয়োগ ২০২২
মাধ্যমিক পাশে স্টাফ সিলেকশন কমিশনে GD Constable পদে কর্মী নিয়োগ ২০২২
স্নেহের আগ্রহী চাকরী প্রার্থী ......
ইতিমধ্যে প্রকাশিত হয়েছে ভারত সরকারের স্টাফ সিলেকশন কমিশনের তরফে SSC Recruitment 2022 New Notification-টি। আমরা আজ তোমাদের সেই নোটিফিকেশনটির সম্পর্কেই আলোচনা করবো। আমরা আজ উক্ত পদটির সম্পর্কে সম্পূর্ণ ধারনা তোমাদের প্রদান করবো। 
আমরা আলোচনা করবো এই পদে আবেদন করার জন্য কতটা যোগ্যতা প্রয়োজন, আমরা আলোচনা করবো এই পদে আবেদন করার জন্য বয়সসীমা, বেতন, শূন্যপদ ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য গুলি। 
তাই তোমরা কোনো রকম সময়ের অপচয় না করে তাড়াতাড়ি নীচের তথ্য গুলি মনোযোগ সহকারে পড়ো এবং অবশ্যই উক্ত পদ টির জন্য আবেদন করে দাও। 

পদের নাম ➺ GD Constable

মোট শূন্যপদ ➺ ২৪,৩৬৯ টি 
শিক্ষাগত যোগ্যতা ➺ আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে। এবং এনসিসি সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে। 

বয়সসীমা ➺ ১লা জানুয়ারি ২০২৩ তারিখের মধ্যে অনুযায়ী ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে। এবং  সরকারি নিয়ম অনুযায়ী  সংরক্ষিত দের জন্য বয়সের ছাড় পাওয়া যাবে। 

মাসিক বেতন ➺ ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত। 

আবেদন শুরু২৭শে অক্টোবর ২০২২
আবেদন শেষ ৩০শে নভেম্বর ২০২২

আবেদন পদ্ধতি ➺ আগ্রহী প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। 

আবেদন মুল্য ➺ আবেদন মুল্য ১০০ টাকা ধার্য করা হয়েছে এবং সংরক্ষিত শ্রেণী এবং মহিলাদের জন্য কোনো রকম আবেদন মুল্য লাগবেনা। 

নিয়োগ পদ্ধতি ➺ অনলাইন পরীক্ষা, শারীরিক মাপযোগ এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

গুরুত্বপূর্ণ লিংক ➺ 

Official Link
অফিশিয়াল নোটিফিকেশন Download Now
আবেদন করার লিংক Click Here
অফিশিয়াল ওয়েবসাইট Click Here

No comments:

Post a Comment