ভারতের পরিবেশ সংক্রান্ত নীতি সমূহ PDF || List of Environmental Laws of India PDF
স্নেহার ছাত্র ছাত্রী,
তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি ভারতের পরিবেশ আইন তালিকা PDF- যে PDF-টিতে ভারতের শুরু থেকে আজ পর্যন্ত যত গুলি পরিবেশ আইন পাশ করা হয়েছে এবং যত গুলি আইন সংশোধন করা হয়েছে সব গুলি আমরা খুব সুন্দর ভাবে তালিকা এবং প্রশ্ন আকারে তোমাদের সঙ্গে শেয়ার করছি।
তোমরা প্রথমে প্রশ্ন আকারে দেওয়া তালিকাটি ভালো ভাবে মুখস্থ করে নেবে এবং অবশ্যই PDF-টি সংগ্রহ করে নেবে পরবর্তী সময়ে অফলাইনে যাতে পড়তে সুবিধা হয়। তাই চলো আর সময় নষ্ট না করে করে পোস্টটির মধ্যে কি আছে জেনে নেওয়া যাক।
ভারতের পরিবেশ সংক্রান্ত আইন সমূহ
📕 সর্বভারতীয় হস্তী সংরক্ষণ আইন কবে চালু হয় ?
➺ ১৮৭৯ সালে
📕 ভারতীয় বনভূমি আইন কবে চালু হয় ?
➺ ১৯২৭ সালে
📕পশ্চিমবঙ্গ বন্যপ্রাণী সংরক্ষণ আইন কবে চালু হয় ?
➺ ১৯৫৯ সালে
📕ভারতীয় জলাভূমি সংরক্ষণ আইন কবে চালু হয় ?
➺ ১৯৭১ সালে
📕ভারতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন কবে চালু হয় ?
➺ ১৯৭২ (সংশোধন ২০০৩) সালে
📕ভারতীয় জলদূষণ নিয়ন্ত্রন আইন কবে চালু হয় ?
➺ ১৯৭৪ সালে
📕ভারতীয় শহর ও দেশ পরিকল্পনা আইন কবে চালু হয় ?
➺ ১৯৭৯ সালে
📕ভারতীয় বনভূমি রক্ষা আইন কবে চালু হয় ?
➺ ১৯৮০ সালে
📕ভারতীয় বায়ুদূষণ নিয়ন্ত্রণ আইন কবে চালু হয় ?
➺ ১৯৮১ সালে
📕পশ্চিমবঙ্গ অরণ্য আইন কবে চালু হয় ?
➺ ১৯৮২ সালে
📕ভারতীয় পরিবেশ রক্ষা আইন কবে চালু হয় ?
➺ ১৯৮৬ সালে
📕ন্যাশনাল ফরেস্ট পলিসি কবে চালু হয় ?
➺ ১৯৮৮ সালে
📕পাবলিক লায়াবিলিটি ইন্সুরেন্স অ্যাক্ট কবে চালু হয় ?
➺ ১৯৯১ সালে
📕ভারতীয় গণ্ডার সংস্করণ আইন কবে চালু হয় ?
➺ ১৯৯২ সালে
📕ভারতীয় অন্তর্দেশীয় মৎস্য সংরক্ষণ আইন কবে চালু হয় ?
➺ ১৯৯৩ সালে
📕জাতীয় পরিবেশ আপিল কর্তৃপক্ষ আইন কবে চালু হয় ?
➺ ১৯৯৭ সালে
📕ভারতীয় জীববৈচিত্র্য আইন কবে চালু হয় ?
➺ ২০০২ সালে
📕ভারতীয় তফসিলী আদিবাসী ও অন্যান্য ঐতিহ্যশালী অরণ্য বাসী আইন কবে চালু হয় ?
➺ ২০০৬ সালে
📕পশ্চিমবঙ্গ বৃক্ষ আইন কবে চালু হয় ?
➺ ২০০৬ সালে
📕ন্যাশনাল গ্রীন ট্রাইবুনাল অ্যাক্ট কবে চালু হয় ?
➺ ২০১০ সালে
পরিবেশ সংক্রান্ত আইনের PDF টি পেতে নীচের Download Now-এ ক্লিক করুন
File Details ::
File Name: ভারতের পরিবেশ সংক্রান্ত আইন
File Format: PDF
No. of Pages: 02
File Size: 125 KB
No comments:
Post a Comment