Breaking




Sunday, 10 December 2023

লেডি কনস্টেবল প্রশ্ন উত্তর PDF || West Bengal Lady Constable Question Answers PDF

লেডি কনস্টেবল প্রশ্ন উত্তর PDF || West Bengal Lady Constable Question Answers PDF

লেডি কনস্টেবল প্রশ্ন উত্তর PDF
লেডি কনস্টেবল প্রশ্ন উত্তর PDF
ডিয়ার লেডি কনস্টেবল পরীক্ষার্থী,
তোমাদের এই পরীক্ষার আবেদনের নোটিশ ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। তাই তোমরা যারা এই পরীক্ষার জন্য বশে ছিলে এবং যারা এই পরীক্ষার আবেদন করবে বলে ভাবছো তোমাদের এই পরীক্ষার জন্য প্রস্তুতি অনেক আগে থেকেই নিতে হবে,কারন তোমরা যত নিজেকে এই পরীক্ষার জন্য প্রস্তুত করবে তত নিজের জন্য ভালো। 
তাই আমরা তোমাদের সেই প্রস্তুতিতে সাহায্যের হাত বাড়িয়ে দেবার জন্য নিয়ে হাজির হয়েছি,পশ্চিমবঙ্গ পুলিশ লেডি কনস্টেবল প্রশ্ন উত্তর PDF এই পোস্টটি নিয়ে। যে পোস্টটির মধ্যে আমরা কিছু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি যে প্রশ্ন গুলি তোমাদের এই পরীক্ষার জন্য দারুন ভাবে কাজে আসবে। 
অতএব তোমরা নীচের প্রশ্ন গুলি ভালোভাবে দেখে নাও এবং নিজেকে সঠিক ভাবে এই পরীক্ষার জন্য প্রস্তুত করে তোল। 

পশ্চিমবঙ্গ পুলিশ লেডি কনস্টেবল প্রশ্ন উত্তর

▧ কল্যাণ লক্ষ্মী প্রকল্প কোন রাজ্য সরকার শুরু করেছে ?
Ans :- তেলেঙ্গানা

▧ ভারতের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন ?
Ans :- এইচ. জে. কানিয়া

▧ ২০২২ পর্যন্ত ভারতীয় সংবিধানে মোট কতগুলি মৌলিক কর্তব্য রয়েছে ?
Ans :- ১১টি

▧ বর্তমানে ভারতের রেলমন্ত্রী কে ?
Ans :- অশ্বিনী বৈষ্ণব

▧ ভারতের প্রাচীনতম পর্বত শ্রেণি কোনটি ?
Ans :- আরাবল্লী পর্বতশ্রেণী

▧ মানব উন্নয়ন সূচক ২০২২ এ ভারতের স্থান কত ?
Ans :- ১৩১ তম

▧ প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন ?
Ans :- আত্মারাম পাণ্ডুরঙ্গ

▧ রেণুকা হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ans :- হিমাচল প্রদেশ

▧ খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন ?
Ans :- বি.আর. আম্বেদকর

▧ ভারতের নেপলিয়ান কাকে বলা হয় ?
Ans :- সমুদ্রগুপ্তকে

▧ জুডিশিয়াল রিভিউ বা বিচারবিভাগীয় পুনর্বিবেচনা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?
Ans :- আমেরিকা

▧ সালোকসংশ্লেষের সময় অবশিষ্ট হিসাবে কোনটি নির্গত হয় ?
Ans :- অক্সিজেন

▧ শিক্ষার অধিকার আইন কোন অনুচ্ছেদে বর্ণিত আছে ?
Ans :- ২১ A.

▧ উত্তল দর্পণে ফোকাস কোথায় থাকে ?
Ans :- দর্পণের পিছনে

▧ ভারতের শীতলতম স্থান কোনটি ?
Ans :- দ্রাস, জম্মু ও কাশ্মীর

▧ হিমাচল প্রদেশের কোন গিরিপথ লে লাদাখের মধ্যে সংযোগ রক্ষা করে ?
Ans :- বারালাচা লা পাস

▧ জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন ?
Ans :- ঋষভনাথ।

▧ পাকস্থলি থেকে কোন অ্যাসিড নির্মিত হয় ?
Ans :- হাইড্রোক্লোরিক অ্যাসিড

▧ গুরু পরব উৎসব কার জন্মদিন উপলক্ষে পালিত হয় ?
Ans :- গুরু নানক

▧ বার্ষিক আর্থিক বিবরণী সংবিধানের কোন ধারায় উল্লেখ আছে ?
Ans :- ১১২ নং ধারায়

▧ শ্রীশঙ্করাচার্য সংস্কৃত বিশ্ববিদ্যালয় কোন রাজ্যে অবস্থিত ?
Ans :- কেরল

▧ কে পঞ্চায়েত নির্বাচন পরিচালনা করে ?
Ans :- রাজ্য নির্বাচন কমিশন

▧ মেন্ডেলিফের পর্যায় সারণি জার্মান পত্রিকায় কবে প্রকাশিত হয় ?
Ans :- ১৮৭২ সালে

▧ দেওমালি পর্বত শৃঙ্গ কোন রাজ্যে অবস্থিত ?
Ans :- ওড়িশা

▧ ২০২১ সালে রামানুজন পুরস্কার কে পেয়েছেন ?
Ans :- নীনা গুপ্ত

▧ নভেম্বর ২০২১ এ ভারতীয় ক্রিকেট টিমের হেড কোচ কাকে করা হয় ?
Ans :- রাহুল দ্রাবিড়

▧ ফারমেন্টেশনে কোনটি ব্যবহৃত হয় ?
Ans :- ইস্ট

▧ রাজস্থানের কোন খালটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ?
Ans :- ইন্দিরা গান্ধী খাল

▧ কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা মহালানবিশ মডেলের উপর ভিত্তি করে গঠিত ?
Ans :- দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা

▧ বর্তমানে পঞ্চায়েতিরাজ মন্ত্রী কে আছেন ?
Ans :- গিরিরাজ সিং

▧ আরাবল্লি ও সাতপুরা পর্বতমালার মাঝে কোন পর্বত শ্রেণি অবস্থিত ?
Ans :- বিন্ধ্য পর্বতমালা

▧ বর্তমানে উত্তরাখণ্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এ আছেন ?
Ans :- ঋষভ পন্থ

▧ “She is a Changemaker” প্রোগ্রাম শুরু করেছে কোন কমিশন ?
Ans :- National Commission for Women.

▧ চাঁদ থেকে একজন নভোচারীর কাছে আকাশ কেমন দেখায় ?
Ans :- কালো

▧ UNEP এর পুরো নাম কি ?
Ans :- United Nations Environment Programme.

▧ দ্রি উৎসব কোন রাজ্যে পালিত হয় ?
Ans :- অরুণাচল প্রদেশ

▧ খেলো ইন্ডিয়া ইউথ গেমসে কোন রাজ্য থেকে বেশি খেলোয়াড় অংশগ্রহণ করেছে ?
Ans :- হরিয়ানা

▧ কত সালে তামিল ভাষাকে শাস্ত্রীয় ভাষার মর্যাদা দেওয়া হয় ?
Ans :- ২০০৪ সালে

▧ সবচেয়ে প্রাচীন বেদ কোনটি ?
Ans :- ঋগ্বেদ

▧ পরিকল্পনা কমিশন কবে গঠিত হয় ?
Ans :- ১৯৫০ সালে

▧ সিকিম এবং তিব্বতের মধ্যে কোন গিরিপথ অবস্থিত ?
Ans :- নাথুলা গিরিপথ

▧ দিল্লী হাইকোর্ট কবে স্থাপিত হয় ?
Ans :- ১৯৬৬ সালে।

▧ তামিলনাড়ুর সবথেকে ছোট জেলা কোনটি ?
Ans :- কন্যাকুমারী।

▧ নওরোজ উৎসব কারা পালন করে ?
Ans :- পার্সিরা

▧ মূল সংবিধানে কতগুলি ভাষা ছিল ?
Ans :- ১৪টি

▧ হোমরুল লীগ কে প্রতিষ্ঠা করেছিলেন ?
Ans :- বাল গঙ্গাধর তিলক

▧ পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় পঞ্চায়েতের গঠন কত বছরের জন্য হয় ?
Ans :- পাঁচ বছর

▧ বিশ্ব জল দিবস কবে পালিত হয় ?
Ans :- ২২শে মার্চ

লেডি কনস্টেবল প্রশ্ন উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details :: 

File Name: লেডি কনস্টেবল প্রশ্ন উত্তর

File Format:  PDF

No. of Pages:  04

File Size:  256 KB   



No comments:

Post a Comment