বিভিন্ন লবনের নাম ও সংকেত তালিকা PDF || Chemical Formula of Salts In Bengali
ডিয়ার স্টুডেন্ট,
আমরা আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, বিভিন্ন লবণের নাম ও সংকেত PDF। যে পোস্টটির মধ্যে আমরা বেশ কিছু লবণের নাম এবং সংকেত গুলি খুব সুন্দর ভাবে প্রশ্ন আকারে তোমাদের সঙ্গে শেয়ার করছি যাতে তোমাদের বিশেষ ভাবে কাজে আসে এবং মুখস্থ রাখতে সুবিধা হয়।
তাই তোমরা কোনো রকম সময়ের অপচয় না করে অবিলম্বে নীচের দেওয়া প্রশ্ন উত্তর গুলি খুব ভালোভাবে মুখস্থ করে নাও, এবং PDF-টি সংগ্রহ করে নাও যাতে পরবর্তীকালে অফলাইনে পড়তে সুবিধা হয়।
বিভিন্ন লবনের নাম ও সংকেত
❖ কপার সালফেটের (তুঁতে) সংকেত কি ?
Ans:: CuSO4
❖ অ্যামোনিয়াম ফসফেটের সংকেত কি ?
Ans:: (NH4)3PO4
❖ সোডিয়াম ক্লোরাইডের (খাদ্য লবণ) সংকেত কি ?
Ans:: NaCl
❖ পটাসিয়াম সালফেটের সংকেত কি ?
Ans:: K2SO4
❖ পটাসিয়াম নাইট্রেটের সংকেত কি ?
Ans:: KNO3
❖ পটাসিয়াম ক্লোরাইডের সংকেত কি ?
Ans:: KCl
❖ পটাসিয়াম ফেরোসায়ানাইডের সংকেত কি ?
Ans:: K4[Fe(CN6)]
❖ জিপসামের সংকেত কি ?
Ans:: CasO4 2H2O
❖ গ্লবার সল্টের সংকেত কি ?
Ans:: NaSO4 10H2O
❖ অ্যামোনিয়াম ক্লোরাইডের (নিশাদল) সংকেত কি ?
Ans:: NH4Cl
❖ সোডিয়াম অ্যাসিটেটের সংকেত কি ?
Ans:: CH3COONa
❖ পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সংকেত কি ?
Ans:: KMnO4
❖ ক্যালশিয়াম নাইট্রেটের সংকেত কি ?
Ans:: Ca(NO3)2
❖ ম্যাগনেশিয়াম সালফেটের (এপসম সল্ট) সংকেত কি ?
Ans:: MgSO4
❖ অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত কি ?
Ans:: Al3(SO4)3
❖ ওয়াশিং সোডার সংকেত কি ?
Ans:: Na2CO3 10H2O
❖ গোল্ড ক্লোরাইডের সংকেত কি ?
Ans:: AuCl3
❖ ক্যালসিয়াম অক্সাইডের সংকেত কি ?
Ans:: CaO
❖ সোডিয়াম নাইট্রেটের সংকেত কি ?
Ans:: NaNO3
❖ ক্যালসিয়াম কার্বনেটের (চুনাপাথর) সংকেত কি ?
Ans:: CaCO3
❖ বেকিং সোডার সংকেত কি ?
Ans:: NaHCO3
❖ জিঙ্ক সালফেটের সংকেত কি ?
Ans:: ZnSO4
❖ সোডিয়াম সালফেটের সংকেত কি ?
Ans:: Na2SO4
বিভিন্ন লবনের নাম ও সংকেত তালিকা PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করো
File Details ::
File Name: বিভিন্ন লবনের নাম ও সংকেত
File Format: PDF
No. of Pages: 02
File Size: 285 KB
No comments:
Post a Comment