Breaking




Tuesday, 24 October 2023

বিভিন্ন লবনের নাম ও সংকেত তালিকা PDF

বিভিন্ন লবনের নাম ও সংকেত তালিকা PDF || Chemical Formula of Salts In Bengali

বিভিন্ন লবনের নাম ও সংকেত তালিকা PDF
বিভিন্ন লবনের নাম ও সংকেত তালিকা PDF 
ডিয়ার স্টুডেন্ট,
আমরা আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, বিভিন্ন লবণের নাম ও সংকেত PDF। যে পোস্টটির মধ্যে আমরা বেশ কিছু লবণের নাম এবং সংকেত গুলি খুব সুন্দর ভাবে প্রশ্ন আকারে তোমাদের সঙ্গে শেয়ার করছি যাতে তোমাদের বিশেষ ভাবে কাজে আসে এবং মুখস্থ রাখতে সুবিধা হয়। 
তাই তোমরা কোনো রকম সময়ের অপচয় না করে অবিলম্বে নীচের দেওয়া প্রশ্ন উত্তর গুলি খুব ভালোভাবে মুখস্থ করে নাও, এবং PDF-টি সংগ্রহ করে নাও যাতে পরবর্তীকালে অফলাইনে পড়তে সুবিধা হয়। 
বিভিন্ন লবনের নাম ও সংকেত

 কপার সালফেটের (তুঁতে) সংকেত কি ?
Ans:: CuSO4

 অ্যামোনিয়াম ফসফেটের সংকেত কি ?
Ans:: (NH4)3PO4

 সোডিয়াম ক্লোরাইডের (খাদ্য লবণ) সংকেত কি ?
Ans:: NaCl

 পটাসিয়াম সালফেটের সংকেত কি ?
Ans:: K2SO4

 পটাসিয়াম নাইট্রেটের সংকেত কি ?
Ans:: KNO3

 পটাসিয়াম ক্লোরাইডের সংকেত কি ?
Ans:: KCl

 পটাসিয়াম ফেরোসায়ানাইডের সংকেত কি ?
Ans:: K4[Fe(CN6)]

 জিপসামের সংকেত কি ?
Ans:: CasO4 2H2O

 গ্লবার সল্টের সংকেত কি ?
Ans:: NaSO4 10H2O

 অ্যামোনিয়াম ক্লোরাইডের (নিশাদল) সংকেত কি ?
Ans:: NH4Cl

 সোডিয়াম অ্যাসিটেটের সংকেত কি ?
Ans:: CH3COONa

 পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সংকেত কি ?
Ans:: KMnO4

 ক্যালশিয়াম নাইট্রেটের সংকেত কি ?
Ans:: Ca(NO3)2

 ম্যাগনেশিয়াম সালফেটের (এপসম সল্ট) সংকেত কি ?
Ans:: MgSO4

 অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত কি ?
Ans:: Al3(SO4)3

 ওয়াশিং সোডার সংকেত কি ?
Ans:: Na2CO3 10H2O

 গোল্ড ক্লোরাইডের সংকেত কি ?
Ans:: AuCl3

 ক্যালসিয়াম অক্সাইডের সংকেত কি ?
Ans:: CaO

 সোডিয়াম নাইট্রেটের সংকেত কি ?
Ans:: NaNO3

 ক্যালসিয়াম কার্বনেটের (চুনাপাথর) সংকেত কি ?
Ans:: CaCO3

 বেকিং সোডার সংকেত কি ?
Ans:: NaHCO3

 জিঙ্ক সালফেটের সংকেত কি ?
Ans:: ZnSO4

 সোডিয়াম সালফেটের সংকেত কি ?
Ans:: Na2SO4

বিভিন্ন লবনের নাম ও সংকেত তালিকা PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করো

File Details :: 

File Name:  বিভিন্ন লবনের নাম ও সংকেত

File Format:  PDF

No. of Pages:  02

File Size:  285 KB



No comments:

Post a Comment