WB Madhyamik Bengali Syllabus 2024 || মাধ্যমিক বাংলা (প্রথম ভাষা) সিলেবাস ও নম্বর বিভাজন 2024 PDF
সুপ্রিয় বন্ধুরা,
আমরা সকলেই জানি যে ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা অনেকটাই আগিয়ে আসছে। তাই ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা জোরকদমে সঠিক ভাবে প্রস্তুতি নিয়ে যাচ্ছো। তোমাদের জন্য একটি খুবই উল্লেখযোগ্য পোস্ট নিয়ে হাজির হয়েছি, আমরা আজ মাধ্যমিক বাংলা (প্রথম ভাষা) সিলেবাস 2024 PDF এই পোস্টটি তোমাদের সঙ্গে শেয়ার করছি। যে পোস্টটির সম্পর্কে তোমরা হয়তো অনেকই আগে থেকে জানো তবুও তোমরা আর একবার লাস্ট মিনিট চোখ বুলিয়ে নাও। কোন অধ্যায় থেকে কত নম্বর থাকবে।
মাধ্যমিক বাংলা (প্রথম ভাষা) সিলেবাস 2024 -
গল্প
অধ্যায় | বিষয় | লেখক |
---|---|---|
১ | জ্ঞানচক্ষু | আশাপূর্ণা দেবী |
২ | পথের দাবী | শরৎচন্দ্র চট্টোপাধ্যায় |
৩ | বহুরূপী | সুবোধ ঘোষ |
৪ | অদল বদল | পান্নালাল প্যাটেল |
৫ | নদী বিদ্রোহ | মানিক বন্দ্যোপাধ্যায় |
কবিতা
অধ্যায় | বিষয় | লেখক |
---|---|---|
১ | অসুখী একজন | পাবলো নেরুদা |
২ | আয় আরো বেঁধে বেঁধে থাকি | শঙ্খ ঘোষ |
৩ | আফ্রিকা | রবীন্দ্রনাথ ঠাকুর |
৪ | অভিষেক | মাইকেল মধুসূদন দত্ত |
৫ | প্রলয়োল্লাস | কাজী নজরুল ইসলাম |
৬ | সিন্ধুতীরে | সৈয়দ আলাওল |
৭ | অস্ত্রের বিরুদ্ধে গান | জয় গোস্বামী |
প্রবন্ধ
অধ্যায় | বিষয় | লেখক |
---|---|---|
১ | হারিয়ে যাওয়া কালি কলম | শ্রীপান্থ |
২ | বাংলা ভাষার বিজ্ঞান | রাজ শেখর বসু |
নাটক
অধ্যায় | বিসয় | লেখক |
---|---|---|
১ | সিরাজউদ্দৌলা | শচীন সেনগুপ্ত |
বাংলা ব্যাকারণ
অধ্যায় | বিষয় |
---|---|
১ | কারক ও অকারক সম্পর্ক |
২ | সমাস |
৩ | বাক্য |
৪ | বাচ্য |
নির্মিত
অধ্যায় | বিষয় |
---|---|
১ | প্রবন্ধ রচনা |
২ | অনুবাদ (ইংরেজি থেকে বাংলা) |
৩ | সংলাপ রচনা অথবা প্রতিবেদন রচনা |
মাধ্যমিক বাংলা পরীক্ষার নম্বর প্যাটার্ন 2024 –
![]() |
মাধ্যমিক বাংলা পরীক্ষার নম্বর প্যাটার্ন 2024 |
মাধ্যমিক বাংলা (প্রথম ভাষা) সিলেবাস PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করো
File Details ::
File Name: মাধ্যমিক বাংলা (প্রথম ভাষা) সিলেবাস
File Format: PDF
No. of Pages: 02
File Size: 326 KB
No comments:
Post a Comment