Breaking




Wednesday, 22 May 2024

বিভিন্ন দেশের জাতীয় ফুল তালিকা PDF - National flower list of different countries PDF

বিভিন্ন দেশের জাতীয় ফুল তালিকা PDF - National flower list of different countries PDF

বিভিন্ন দেশের জাতীয় ফুল তালিকা PDF - National flower list of different countries PDF
বিভিন্ন দেশের জাতীয় ফুল তালিকা PDF - National flower list of different countries PDF
ডিয়ার পরীক্ষার্থী,
তোমাদের সাধারণ জ্ঞান কে শক্তিশালী করে তোলার জন্য আমরা একটি খুবি সহজ এবং গুরুত্বপূর্ণ টপিক শেয়ার করছি। আজকের আমাদের পোস্টটি হল, বিভিন্ন দেশের জাতীয় ফুল PDF। তোমরা নিজেদের সাধারণ জ্ঞানকে সঠিক ভাবে প্রস্তুত করতে অবিলম্বে নীচের দেওয়া প্রশ্ন আকারে তালিকাটি মুখস্থ করে নাও। 
বিভিন্ন দেশের জাতীয় ফুল তালিকা

ভারতের জাতীয় ফুল কি ?
পদ্ম

 বাংলাদেশের জাতীয় ফুল কি ?
➺ সাদা শাপলা

 ভুটানের জাতীয় ফুল কি ?
➺ নীল পপি

 শ্রীলংকার জাতীয় ফুল কি ?
➺ নীল লিলি

 পাকিস্তানের জাতীয় ফুল কি ?
➺ জুঁই

 সিঙ্গাপুরের জাতীয় ফুল কি ?
➺ ভান্ডা মিস জোয়াকিম

 আফগানিস্তানের জাতীয় ফুল কি ?
➺ টিউলিপ

 অস্ট্রেলিয়ার জাতীয় ফুল কি ?
➺ সোনালী ওয়াইটি

 মায়ানমারের জাতীয় ফুল কি ?
➺ পদউক

 ইংল্যান্ডের জাতীয় ফুল কি ?
➺ গোলাপ

 নিউজিল্যান্ডের জাতীয় ফুল কি ?
➺ কাউহাই

 ফ্রান্সের জাতীয় ফুল কি ?
➺ আইরিশ

 ব্রাজিলের জাতীয় ফুল কি ?
➺ ক্যাটলিয়া লাবিটা

 সুইজারল্যান্ডের জাতীয় ফুল কি ?
➺ এডেলউইস

 স্কটল্যান্ডের জাতীয় ফুল কি ?
➺ থিসল

 রাশিয়ার জাতীয় ফুল কি ?
➺ ক্যামোমাইল

 ভিয়েতনামের জাতীয় ফুল কি ?
➺ পদ্ম

 ফিনল্যান্ডের জাতীয় ফুল কি ?
➺ লিলি

 নেদারল্যান্ডের জাতীয় ফুল কি ?
➺ টিউলিপ

 দক্ষিণ কোরিয়ার জাতীয় ফুল কি ?
➺ হিবিস্কাস

 দক্ষিণ আফ্রিকার জাতীয় ফুল কি ?
➺ প্রোটিয়া

 জাপানের জাতীয় ফুল কি ?
➺ চেরি ব্লসম

 কিউবার জাতীয় ফুল কি ?
➺ দোলনচাঁপা

 ইন্দোনেশিয়ার জাতীয় ফুল কি ?
➺ বেলি

 ইজিপ্টের জাতীয় ফুল কি ?
➺ পদ্ম

 ইজরায়েলের জাতীয় ফুল কি ?
➺ সিক্ল্যামেন

 কলম্বিয়ার জাতীয় ফুল কি ?
➺ ক্রিসমাস অর্কিড

 পর্তুগালের জাতীয় ফুল কি ?
➺ ল্যাভেন্ডার

 চীনের জাতীয় ফুল কি ?
➺ পাম ব্লোসম

 চিলির জাতীয় ফুল কি ?
➺ কপিহু

 ইতালির জাতীয় ফুল কি ?
➺ লিলি

 আর্জেন্টিনার জাতীয় ফুল কি ?
➺ সিইবো

 স্পেনের জাতীয় ফুল কি ?
➺ কার্নেশন

 রোমানিয়ার জাতীয় ফুল কি ?
➺ গোলাপ

 মালেশিয়ার জাতীয় ফুল কি ?
➺ হিবিস্কাস

 হাঙ্গেরির জাতীয় ফুল কি ?
➺ টিউলিপ

 ফিলিপিন্সের জাতীয় ফুল কি ?
➺ জেসমিনাম সমব্যাক

 নরওয়ের জাতীয় ফুল কি ?
➺ বেগুনি হিদার

 জার্মানির জাতীয় ফুল কি ?
➺ কর্নফ্লাওয়ার

 ইরাকের জাতীয় ফুল কি ?
➺ লাল গোলাপ

 পোল্যান্ডের জাতীয় ফুল কি ?
➺ কর্ন পপি

 মেক্সিকোর জাতীয় ফুল কি ?
➺ দহলিয়া

 অস্ট্রিয়ার জাতীয় ফুল কি ?
➺ এডেলউইস
বিভিন্ন দেশের জাতীয় ফুল তালিকা PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন

File Details :: 

File Name: বিভিন্ন দেশের জাতীয় ফুল

File Format:  PDF

No. of Pages:  03

File Size:  324 KB


No comments:

Post a Comment