বিভিন্ন উদ্ভিদের ক্রোমোজোম সংখ্যা তালিকা PDF
ডিয়ার পরীক্ষার্থী..
আমরা আজ তোমাদের একটি অল্প মাত্রায় গুরুত্বপূর্ণ একটি পোস্ট শেয়ার করছি। আজকের সেই পোস্টটি হল, বিভিন্ন উদ্ভিদের ক্রোমোজোম সংখ্যা PDF-যে টপিকটি থেকে পরীক্ষায় হামেসাই প্রশ্ন আসে। তাই তোমরা অবশ্যই নীচে দেওয়া পোস্টটি খুবি মনোযোগ সহকারে পড়ো এবং এই বিষয়ে নিজেকে সঠিক ভাবে প্রস্তুত করে নাও।
☄ ক্রোমোজোম কি ?
উত্তর ঃ প্রতিটি কোষে অবস্থিত একপ্রকার তন্তময় বস্তু যা ক্ষারীয় রঞ্জক দ্বারা রঞ্জিত হয় তাকে ক্রোমোজোম বলা হয়। সকল জীবকোষের ক্রোমোজোম তন্তুর মত হলেও এদের আকৃতি কোষ বিভাজনের বিভিন্ন দশায় ও উপদশায় পরিবর্তিত হয়।
ব্যাকটেরিয়ার প্রোক্যারিওটিক নিউক্লিয়াসের মধ্যে একটি মাত্র ক্রোমোজোম থাকে। ক্রোমোজোমকে এর আকৃতি ও প্রকৃতি উন্নত জীব কোষের ক্রোমোজোমের তুলনায় অনেক সরল। ইউক্যারিওটিক উদ্ভিদ ও প্রাণী কোষে ক্রোমোজোমের আকৃতি এবং সংখ্যা বিভিন্ন প্রকারের হয়।
তবে একই প্রাণী ও একই উদ্ভিদের সকল দেহ কোশেই একই সংখ্যক ক্রোমোজোম থাকে। যেমন মানুষের যকৃত, বৃক্ষ এবং শ্বেত কণিকা থেকে ক্রোমোজোম পৃথক করলে তাদের সংখ্যা সকল ক্ষেত্রেই ৪৬ টি হবে।
বিভিন্ন উদ্ভিদের ক্রোমোজোম সংখ্যা তালিকা
উদ্ভিদের নাম | ক্রোমোজোম সংখ্যা |
---|---|
আখ | ৮০ |
আনারস | ৫০ |
আলু | ৪৮ |
তামাক | ৪৮ |
গম | ৪২ |
বাদাম | ৪০ |
আম | ৪০ |
আঙুর | ৩৮ |
সূর্যমুখী | ৩৪ |
আলফালফা ঘাস | ৩২ |
টমেটো | ২৪ |
ধান | ২৪ |
পেয়ারা | ২২ |
ভুট্টা | ২০ |
পেঁপে | ১৮ |
গাজর | ১৮ |
মূলো | ১৮ |
পেঁয়াজ | ১৬ |
রসুন | ১৬ |
শসা | ১৪ |
মোটর কলাই | ১৪ |
ঘৃতকুমারী | ১৪ |
পালং শাক | ১২ |
নমুনা প্রশ্ন
❏ ধানের ক্রোমোজোম সংখ্যা কত ?
উত্তর ঃ ২৪টি
❏ আখের ক্রোমোজোম সংখ্যা কত ?
উত্তর ঃ ৮০টি
❏ আমের ক্রোমোজোম সংখ্যা কত ?
উত্তর ঃ ৪০টি
❏ পালং শাকের ক্রোমোজোম সংখ্যা কত ?
উত্তর ঃ ১২টি
❏ ভুট্টার ক্রোমোজোম সংখ্যা কত ?
উত্তর ঃ ২০টি
❏ টমেটোর ক্রোমোজোম সংখ্যা কত ?
উত্তর ঃ ২৪টি
❏ গমের ক্রোমোজোম সংখ্যা কত ?
উত্তর ঃ ৪২টি
❏ আলুর ক্রোমোজোম সংখ্যা কত ?
উত্তর ঃ ৪৮টি
বিভিন্ন উদ্ভিদের ক্রোমোজোম সংখ্যা তালিকা PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন
File Details ::
File Name: বিভিন্ন উদ্ভিদের ক্রোমোজোম সংখ্যা
File Format: PDF
No. of Pages: 02
File Size: 94 KB
No comments:
Post a Comment