বিভিন্ন প্রাণীর গমন অঙ্গ ও গমন পদ্ধতি তালিকা PDF | Locomotory Organs and Locomotion Methods
![]() |
বিভিন্ন প্রাণীর গমন অঙ্গ ও গমন পদ্ধতি {PDF} |
ডিয়ার ভিজিটার,
আমরা আজ তোমাদের জীবন বিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক তোমাদের সঙ্গে শেয়ার করছি, আজকের টপিকটি হল, বিভিন্ন প্রাণীর গমন অঙ্গ ও গমন পদ্ধতি PDF তোমরা অবশ্যই এই পোস্টটি খুব ভালোভাবে মনোযোগ সহকারে পড়ো এবং মুখস্থ করে নাও।
আমরা প্রথমে প্রাণীর গমন অঙ্গ কি বা গমন পদ্ধতি সম্পর্কে পড়বো এবং তার সঙ্গে কিছু প্রশ্ন ও দেবো তারপর সর্ব শেষে PDF দেওয়া থাকবে।
❀ প্রাণীর গমন অঙ্গ কাকে বলে ?
উত্তর ঃ গমনের সময় প্রাণীরা কোনো না কোনো অঙ্গ বা অঙ্গাণু ব্যবহার করে, গমনে সাহায্যকারী অঙ্গকে গমন অঙ্গ বলে। প্রাণীদের গমন অঙ্গের সঙ্গে যুক্ত থাকা বিশেষ ধরনের পেশী। (যেমন- তিমির পুচ্ছ ও ফ্লিপার, চিংড়ির প্লিওপড, ডলফিনের পুচ্ছ ও ফ্লিপার, প্রজাপতির দুইজোড়া ডানা প্রভৃতি)
সাধারণত ওই পেশীর গুলির সংকোচন ও প্রসারণ ঘটিয়ে ধীরে ধীরে স্থান পরিবর্তন করে। মেরুদণ্ডী প্রাণীদের অস্থি ও অস্থি সংলগ্ন পেশী গমনে বিশেষ ভুমিকা গ্রহন করে।
বিভিন্ন প্রাণীর গমন অঙ্গ ও গমন পদ্ধতি তালিকা
প্রাণী | গমন অঙ্গ | গমন পদ্ধতি |
---|---|---|
অ্যামিবা | ক্ষণপদ | অ্যামিবয়েড |
কেঁচো | সিটা | ক্রিপিং |
ব্যাঙ | পা | ক্রলিং, লিপিং, সুইমিং |
ঝিনুক | মাংসল পদ | স্লিপিং |
তারামাছ | টিউব ফিট | লুপিং |
প্যারামিসিয়াম | সিলিয়া | সিলিয়ার চলন |
মাছি | একজোড়া ডানা | ফ্লাইং |
জেলিফিস | পেশী | সুইমিং |
প্রজাপতি | দুইজোড়া ডানা | ফ্লাইং |
মানুষ | হাত ও পা | ওয়াকিং, সুইমিং, ক্রুলিং |
ডলফিন | পুচ্ছ ও ফ্লিপার | সন্তরণ |
শুশুক | পুচ্ছ ও ফ্লিপার | সন্তরণ |
তিমি | পুচ্ছ ও ফ্লিপার | সন্তরণ |
চিংড়ি | প্লিওপড | সুইমিং |
অক্টোপাস | পেশী | সুইমিং |
জোঁক | চোষক অঙ্গ | লুপিং |
মাছ | পাখনা | সন্তরণ |
ইউগ্লিনা | ফ্ল্যাজেলা | ফ্লাজেলিয় চলন |
টিকটিকি | পা | ক্রুলিং |
শামুক | মাংসল পদ | স্লিপিং |
আরশোলা | ডানা ও পা | ফ্লাইং ও ওয়াকিং |
হাইড্রা | কর্ষিকা | লুপিং ও সামারসল্টিং |
কাঠবিড়ালি | প্যাটাজিয়াম | নিষ্ক্রিয় উড্ডয়ন |
সাপ | প্যাটাজিয়াম | নিষ্ক্রিয় উড্ডয়ন |
চামচিকা | অস্থিযুক্ত প্যাটাজিয়াম | উড্ডয়ন |
বাদুড় | অস্থিযুক্ত প্যাটাজিয়াম | উড্ডয়ন |
নমুনা প্রশ্ন উত্তর
❏ অ্যামিবার গমন অঙ্গের নাম কি ?
উত্তর ঃ ক্ষণপদ
❏ কেঁচো কোন পদ্ধতিতে গমন করে ?
উত্তর ঃ ক্রিপিং
❏ প্রজাপতি কোন অঙ্গের দ্বারা গমন করে ?
উত্তর ঃ দুইজোড়া ডানা
❏ ইউগ্লিনার গমন পদ্ধতির নাম কি ?
উত্তর ঃ ফ্লাজেলিয় চলন
❏ কাঠবিড়ালি কোন অঙ্গের দ্বারা গমন করে ?
উত্তর ঃ প্যাটাজিয়াম
❏ বাদুড় কোন পদ্ধতিতে গমন করে ?
উত্তর ঃ উড্ডয়ন
❏ হাইড্রার গমন অঙ্গের নাম কি ?
উত্তর ঃ কর্ষিকা
❏ টিকটিকি কোন পদ্ধতিতে গমন করে ?
উত্তর ঃ ক্রুলিং
❏ তিমির গমন অঙ্গের নাম কি ?
উত্তর ঃ পুচ্ছ ও ফ্লিপার
❏ চিংড়ি কোন অঙ্গের দ্বারা গমন করে ?
উত্তর ঃ প্লিওপড
❏ তারামাছের গমন অঙ্গের নাম কি ?
উত্তর ঃ টিউব ফিট
❏ ঝিনুকের গমন অঙ্গের নাম কি ?
উত্তর ঃ মাংসল পদ
❏ ব্যাঙ কোন পদ্ধতিতে গমন করে ?
উত্তর ঃ ক্রলিং, লিপিং, সুইমিং
বিভিন্ন প্রাণীর গমন অঙ্গ ও গমন পদ্ধতি PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন
File Details ::
File Name: বিভিন্ন প্রাণীর গমন অঙ্গ ও গমন পদ্ধতি
File Format: PDF
No. of Pages: 02
File Size: 228 KB
No comments:
Post a Comment