বিভিন্ন ধর্মের প্রবর্তক ও ধর্মগ্রন্থ তালিকা PDF | List of Promoters and Scriptures of Various Religions PDF
ডিয়ার ছাত্রছাত্রী,
তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে সঠিক ভাবে আগিয়ে নিয়ে যাবার জন্য আমরা তোমাদের সঙ্গে বিভিন্ন ধর্মের ধর্মগ্রন্থ ও প্রবর্তক তালিকা PDF-টি শেয়ার করছি। এই পোস্টটি একটি খুবি গুরুত্বপূর্ণ একটি টপিক সমস্থ রকম চাকরীর পরীক্ষা গুলির ক্ষেত্রে। কারন এই টপিকটি থেকে প্রশ্ন আসার সম্ভবনা অনেকটাই থাকে তাই এখন তোমাদের প্রধান কাজ হবে এই বিষয়টিকে সথিকা ভাবে মুখস্থ করে নেওয়া।
বিভিন্ন ধর্মের প্রবর্তক ও ধর্মগ্রন্থ তালিকা
✽ হিন্দু ধর্মের ধর্মগ্রন্থের নাম কি ?
➜ গীতা
✽ ইসলাম ধর্মের প্রবর্তক কে ?
➜ মোহাম্মদ
✽ ইসলাম ধর্মের ধর্মগ্রন্থের নাম কি ?
➜ কোরান
✽ জৈন ধর্মের প্রবর্তক কে ?
➜ মহাবীর
✽ জৈন ধর্মের ধর্মগ্রন্থের নাম কি ?
➜ কল্পসূত্র
✽ খ্রিস্টান ধর্মের প্রবর্তক কে ?
➜ যীশু
✽ খ্রিস্টান ধর্মের ধর্মগ্রন্থের নাম কি ?
➜ বাইবেল
✽ শিখ ধর্মের প্রবর্তক কে ?
➜ গুরু নানক
✽ শিখ ধর্মের ধর্মগ্রন্থের নাম কি ?
➜ গ্রন্থসাহিব
✽ বৌদ্ধ ধর্মের প্রবর্তক কে ?
➜ গৌতম বুদ্ধ
✽ বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থের নাম কি ?
➜ ত্রিপিটক
✽ বাহাই ধর্মের ধর্মগ্রন্থের নাম কি ?
➜ বাহাউল্লাহ
✽ শিন্তো ধর্মের ধর্মগ্রন্থের নাম কি ?
➜ কোজিকি
✽ কনফুসীয় ধর্মের প্রবর্তক কে ?
➜ কনফুসিয়াস
✽ কনফুসীয় ধর্মের ধর্মগ্রন্থের নাম কি ?
➜ Lun-yü
✽ ইহুদি ধর্মের প্রবর্তক কে ?
➜ আব্রাহাম
✽ ইহুদি ধর্মের ধর্মগ্রন্থের নাম কি ?
➜ তোরাহ
✽ তাওবাদ ধর্মের প্রবর্তক কে ?
➜ লাও জে
✽ তাওবাদ ধর্মের ধর্মগ্রন্থের নাম কি ?
➜ তাও তে চিং
✽ জরাথুস্টবাদ ধর্মের প্রবর্তক কে ?
➜ জরাথুস্ট
✽ জরাথুস্টবাদ ধর্মের ধর্মগ্রন্থের নাম কি ?
➜ আবেস্তা
বিভিন্ন ধর্মের প্রবর্তক ও ধর্মগ্রন্থ তালিকা PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন
File Details ::
File Name: বিভিন্ন ধর্মের প্রবর্তক ও ধর্মগ্রন্থ সমূহ
File Format: PDF
No. of Pages: 01
File Size: 135 KB
No comments:
Post a Comment