পশ্চিমবঙ্গ পঞ্চায়েত পরীক্ষার বই 2024 PDF | পশ্চিমবঙ্গ পঞ্চায়েত বই 2024 PDF
সুপ্রিয় বন্ধুরা,
তোমরা যারা পশ্চিমবঙ্গ পঞ্চায়েত পরীক্ষার জন্য আবেদন করেছো, আজ তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি 1000+ পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত প্রশ্ন উত্তর PDF এই পোস্টটি। যে পোস্টটির মধ্যে থাকছে ১০০০ টির বেশি উক্ত পরীক্ষার স্পেশাল জিকে প্রশ্ন উত্তর। যে প্রশ্ন গুলি তোমাদের এই পরীক্ষার প্রস্তুতির জন্য অবশ্যই পড়ে রাখার প্রয়োজন।
আমরা এই বইটিতে যে প্রশ্ন গুলি দিয়েছি সেই প্রশ্ন গুলি বিগত সালের প্রশ্নপত্র এবং বিভিন্ন স্যারের লেখা বই থেকে বেছে বেছে নেওয়া। তাই এই প্রশ্ন গুলি তোমাদের দারুন ভাবে কাজে আসবে বলে আশা রাখা যায়।
তাই দেরি না করে অতি অবশ্যই বইটি সংগ্রহ করে নিয়ে মনোযোগ সহকারে পড়া শুরু করে দাও এবং অবশ্যই বন্ধু বান্ধবীদের শেয়ার করো, যাতে তারাও এই বইটির উপকারিতা পেতে পারে।
বইটির কিছু নমুনা প্রশ্ন উত্তর
প্রঃ কাঠ পেন্সিলের 'সীস' হচ্ছে-
উঃ গ্রাফাইট
প্রঃ সাবান তৈরির প্রধান উপাদান কি ?
উঃ চর্বি
প্রঃ পাউরুটি ফোলানোর জন্য কোন ছত্রাক জাতীয় উদ্ভিদ ব্যবহার করা হয় ?
উঃ ঈস্ট
প্রঃ কেঁচোর রক্তে হিমোগ্লোবিন থাকে কোথায় ?
উঃ রক্তরসে
প্রঃ কোনটি চৌম্বক পদার্থ নয় ?
উঃ অ্যালুমিনিয়াম
প্রঃ কোন বস্তু যখন সমস্ত আলো শোষন করে তখন তাকে কেমন দেখায় ?
উঃ কালো
প্রঃ বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম-
উঃ রাজ কাঁকড়া
প্রঃ ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতি কে বলা হয়
উঃ টেলিমেডিসিন
প্রঃ পানিতে দ্রবীভূত অবস্থায় কোন ভিটামিন পাওয়া যায় ?
উঃ BC
প্রঃ ওজোন স্তরের ফাটলের জন্য মুখ্যত দায়ী কোন গ্যাস ?
উঃ ক্লোরোফ্লুরো কার্বন
প্রঃ প্রাণীর মলমূত্র থেকে ব্যাকটেরিয়ার সাহায্যে ফারমেন্টেশন প্রক্রিয়ায় উৎপন্ন হয়-
উঃ মিথেন
প্রঃ কোন পদার্থটির স্থিতিস্থাপকতা বেশি ?
উঃ লৌহ
প্রঃ রাডারে যে তড়িৎ চৌম্বক ব্যবহার করা হয় তার নাম কী ?
উঃ মাইক্রোওয়েভ
প্রঃ তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় কোন যন্ত্রের মাধ্যমে ?
উঃ লাউড স্পিকার
প্রঃ সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্র দিয়ে ?
উঃ ফ্যাদোমিটার
প্রঃ কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয় ?
উঃ শুশুক
প্রঃ কম্পিউটার ভাইরাস হল-
উঃ এক ধরণের বিশেষ কম্পিউটার প্রোগ্রাম
প্রঃ মধ্যাকর্ষণজনিত ত্বরণ সর্বোচ্চ কোথায় ?
উঃ ভূপৃষ্ঠে
প্রঃ উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র-
উঃ ট্যাকোমিটার
প্রঃ ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলে কত ডিগ্রি তাপমাত্রায় সমান তাপমাত্রা নির্দেশ করে ?
উঃ -80°
প্রঃ তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ ?
উঃ বায়বীয় পদার্থ
প্রঃ মাটির পাত্রে পানি ঠাণ্ডা থাকে কেন ?
উঃ মাটির পাত্র পানির বাষ্পীভবনে সাহায্য করে
প্রঃ আকাশ মেঘলা থাকলে গরম বেশি লাগে কেন ?
উঃ মেঘ পৃথিবীর পৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপকে উপরে যেতে বাধা দেয় বলে
প্রঃ প্রাকৃতিক কোন উৎস হতে সবচেয়ে বেশী মৃদু পানি পাওয়া যায় ?
উঃ বৃষ্টি
প্রঃ যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয়-
উঃ সূর্যগ্রহণ
প্রঃ লোকভর্তি হলঘরে শূন্যঘরের চেয়ে শব্দ ক্ষীণ হয় কারণ-
উঃ শূন্য ঘরে শব্দের শোষণ কম হয়
প্রঃ পেট্রোলের আগুন পানি দ্বারা নেভানো যায় না, কারণ-
উঃ খ ও গ উভয়ই ঠিক
প্রঃ পিসিকালচার- বলতে কী বোঝায় ?
উঃ মৎস্য চাষ
প্রঃ বায়ুমণ্ডলে চাপের ফলে ভূ-গর্ভস্থ পানি লিফট পাম্পের সাহায্যে সর্বোচ্চ যে গভীরতা থেকে উঠানো যায়-
উঃ ১০ মিটার
প্রঃ টুথপেস্টের প্রধান উপাদান কি ?
উঃ সাবান ও পাউডার
প্রঃ পানির ছোট ফোঁটা পানির যে গুনের জন্য গোলাকৃতি হয়-
উঃ পৃষ্টটান
প্রঃ মুক্তা হলো ঝিনুকের-
উঃ প্রদাহের ফল
প্রঃ আবহাওয়ায় ৯০% আদ্রতা মানে-
উঃ বাতাসে জলীয় বাষ্পের পরিমান বৃষ্টিপাতের সময়ের ৯০%
প্রঃ ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য-
উঃ ডিজিটাল সিগনালে বার্তা প্রেরণ
প্রঃ আধুনিক মুদ্রণ ব্যবস্থায় ধাতু নির্মিত অক্ষরের প্রয়োজন ফুরাবার বড় কারণ হোল-
উঃ ফটো লিথোগ্রাফী
প্রঃ চাঁদে কোন শব্দ করলে তা শোনা যাবে না কেন ?
উঃ চাঁদে বায়ুমন্ডল নেই তাই
প্রঃ উপকূলে কোন একটি স্থানে পরপর দুটি জোয়ারের মধ্যে ব্যাবধান হল-
উঃ প্রায় ১২ ঘন্টা
প্রঃ টেলিভিশনের রঙিন ছবি উৎপাদনের জন্যঙ্কয়টি মৌলিক রং এর ছবি ব্যবহার করা হয় ?
উঃ 3
প্রঃ রংধনুতে কয়টি রং ?
উঃ 7
প্রঃ টিউবলাইটে সাধারণত কোন গ্যাস ব্যবহার করা হয় ?
উঃ আর্গন
প্রঃ পানির গভীরতা মাপার একক কী
উঃ ফ্যাদম
প্রঃ ভিওআইপি কী
উঃ ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল
প্রঃ পৃথিবীর সর্ববৃহৎ পাখি কোনটি ?
উঃ উট পাখি
প্রঃ ডুবোজাহাজ হতে পানির উপরে কোনো বস্তু দেখার জন্য ব্যবহৃত হয় -
উঃ পেরিস্কোপ
প্রঃ বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসে নিচের কোন পদার্থটি থাকে না ?
উঃ সালফার
প্রঃ বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটি ?
উঃ ENIAC
প্রঃ বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম-
উঃ ইউনিভ্যাক
প্রঃ সংকর ধাতু ব্রোঞ্জের উপাদান_
উঃ তামা ও টিন
প্রঃ সূর্যের কোন মৌলিক উপাদান সবচেয়ে বেশি ?
উঃ হাইড্রোজেন
প্রঃ পৃথিবীর"বোন গ্রহ"বলা হয় কোন গ্রহ কে ?
উঃ শুক্র
প্রঃ কিসের আকর্ষনে জোয়ার ভাটা হয় ?
উঃ চন্দ্র
প্রঃ লেন্সের ক্ষমতার একক কি ?
উঃ ডায়প্টার
প্রঃ একটি সাধারণ কুকুরের কতগুলো দাঁত থাকে ?
উঃ 42
প্রঃ কত সালে প্রথম কম্পিউটার নেটওয়ার্ক চালু হয় ?
উঃ 1969
প্রঃ এক বাইট (byte) সমান কত বিট (bit) ?
উঃ 8
প্রঃ কোন স্কেলে ভূমিকম্পের তীব্রতা ও প্রকৃতি সম্পর্কে জানা যায় ?
উঃ রিখটার স্কেল
প্রঃ জলবসন্তের জীবাণুর নাম কি ?
উঃ Varicella
প্রঃ ফুসফুসের বায়ু ধারন ক্ষমতা কত ?
উঃ ৬ লিটার
প্রঃ কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল প্রয়োজন মোট ভূমির-
উঃ ২৫ শতাংশ
প্রঃ কম্পিউটার সফটওয়্যার জগতে নামকরা প্রতিষ্ঠান কোনটি ?
উঃ মাইক্রোসফট
প্রঃ বায়ুমন্ডলের স্তর কয়টি ?
উঃ 4
প্রঃ নিচের কোনটি গ্রিনহাউজ গ্যাস নয় ?
উঃ আর্গন
প্রঃ ব্যারোমিটারে পারদস্তম্ভের উচ্চতা স্বাভাবিকের চেয়ে বেশ খানিকটা নেমে গেলে কি বুঝতে হবে ?
উঃ বায়ুতে প্রচুর জলীয়বাষ্প
প্রঃ Lunar eclipse occurs on
উঃ A full moon day
প্রঃ The term PC means
উঃ Personal computer
প্রঃ কোন বোমায় মানুষ মরে কিন্তু দালান ও স্থাবর সম্পত্তির ক্ষতি হয় না ?
উঃ নাপাম বোমা
প্রঃ জীব জড়ের মধ্যে সংযোগ রক্ষাকারী হলো-
উঃ ভাইরাস
প্রঃ রাজমালা কোন রাজ্যের মূল্যবান ঐতিহাসিক সূত্র ?
উঃ ত্রিপুরা
প্রঃ অটলবিহারী কতবার প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন ?
উঃ তিনবার
প্রঃ সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রপতি একটি রাজ্যে আর্থিক জরুরি অবস্থা জারি করতে পারেন ?
উঃ 360 ধারায়
প্রঃ কোন রাজ্যের লঞ্চ সেন্টার থেকে চন্দ্রযান-1 মহাকাশে যাত্রা শুরু করে ?
উঃ অন্ধ্রপ্রদেশ
প্রঃ ইন্ডোস্ট্রিয়াল ফিন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া কোন ব্যাংকের সাবসিডিয়ারি ?
উঃ IDBI
প্রঃ ভারত সরকারের প্রকল্প আশা (ASHA) কোন কোন বৃহত্তর প্রকল্পের অঞ্চল ?
উঃ জাতীয় গ্রামীণ সাস্থ্য মিশন
পশ্চিমবঙ্গ পঞ্চায়েত পরীক্ষার বই ২০২৪ PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
File Details ::
File Name: গ্রাম পঞ্চায়েত বিগত সালের প্রশ্নপত্র
File Format: PDF
No. of Pages: 28
File Size: 970 KB
No comments:
Post a Comment