Breaking




Tuesday, 13 February 2024

বিভিন্ন প্রাণীর গর্ভকাল তালিকা PDF - Gestation Period of Animals

বিভিন্ন প্রাণীর গর্ভকাল তালিকা PDF - Gestation Period of Animals

বিভিন্ন প্রাণীর গর্ভকাল তালিকা PDF - Gestation Period of Animals
বিভিন্ন প্রাণীর গর্ভকাল তালিকা PDF - Gestation Period of Animals
ডিয়ার পরীক্ষার্থী,
আমরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, বিভিন্ন প্রাণীর গর্ভকাল তালিকা PDF এই পোস্টটি। যে PDF-টিতে বিভিন্ন রকম প্রাণী ও তাদের গর্ভকালীন সময়ের উল্লেখ করা আছে খুব সুন্দর ভাবে। তাই তোমরা নীচের দেওয়া প্রশ্ন গুলি ভালোভাবে মুখস্থ করে নাও এবং PDF-টি সংগ্রহ করে নাও পরবর্তী সময়ে অফলাইনে পড়ার জন্য।

আমরা প্রথমে গর্ভাবস্থা সম্পর্কে কিছু কথা জানবো..

একজন নারীর নির্দিষ্ট বয়সে মাসিক শুরু হবার পর থেকে প্রতি মাসে একটি করে ডিম্বাণু পরিপক্ব হয়। এই ডিম্বাণু সাধারণত দুই মাসিকের মাঝামাঝি সময়ে ডিমের থলি থেকে ডিম্ববাহী নালীতে আসে। এই সময়ে যদি যৌন মিলন হয়, তাহলে পুরুষের শুক্রাণু যোনিপথ দিয়ে ডিম্ববাহী নালীতে গিয়ে পৌঁছে। সেখানে ডিম্বাণুর সাথে মিলিত হবার ফলে ভ্রুণ তৈরি হয়, একে গর্ভধারণ বলে। এই ভ্রুণ কয়েক দিন পর জরায়ুতে এসে পৌঁছে এবং সেখানে বড় হয়ে শিশুতে পরিণত হয়। গর্ভাবস্থা যা গর্ভধারণ বা জেস্টেশন নামেও পরিচিত। আমরা এখন প্রাণীকুলের বেশ কিছু প্রাণীর গর্ভকালীন সময় সম্পর্কে একটি প্রশ্ন উত্তর তালিকা শেয়ার করলাম, যেটা তোমাদের বিভিন্ন ক্ষেত্রে দারুন ভাবে কাজে আসবে...

বিভিন্ন প্রাণীর গর্ভকাল সম্পর্কিত প্রশ্ন উত্তর

০১. গরুর গর্ভকালীন সময় কতদিন ?
উত্তরঃঃ ২৭৯-২৯২ দিন

০২. ছাগল-এর গর্ভকালীন সময় কতদিন ?
উত্তরঃঃ ১৪৫-১৫৫ দিন

০৩. মহিষের গর্ভকালীন সময় কতদিন ?
উত্তরঃঃ ২৮১-৩৩৪ দিন

০৪. উট-এর গর্ভকালীন সময় কতদিন ?
উত্তরঃঃ ২৬০-৪২০ দিন

০৫. ঘোড়ার গর্ভকালীন সময় কতদিন ?
উত্তরঃঃ ৩৩০-৩৪২ দিন

০৬. জেব্রার গর্ভকালীন সময় কতদিন ?
উত্তরঃঃ ৩৬১-৩৯০ দিন

০৭. তিমির গর্ভকালীন সময় কতদিন ?
উত্তরঃঃ ৪৮০-৫৯০ দিন

০৮. জিরাফ-এর গর্ভকালীন সময় কতদিন ?
উত্তরঃঃ ৪২০-৪৫০ দিন

০৯. জলহস্তির গর্ভকালীন সময় কতদিন ?
উত্তর :: ২২৫-২৫০ দিন

১০. গরিলা-এর গর্ভকালীন সময় কতদিন ?
উত্তরঃঃ ২৫৫-২৬০ দিন

১১. ভেড়ার গর্ভকালীন সময় কতদিন ?
উত্তরঃঃ ১৪৪-১৫১ দিন

১২. শূকর-এর গর্ভকালীন সময় কতদিন ?
উত্তরঃঃ ১১২-১১৫ দিন

১৩. বাঘের গর্ভকালীন সময় কতদিন ?
উত্তরঃঃ ১০৫-১১৩ দিন

১৪. মানুষ-এর গর্ভকালীন সময় কতদিন ?
উত্তরঃঃ ২৬৬ দিন

১৫. এশিয়ান হাতির গর্ভকালীন সময় কতদিন ?
উত্তরঃঃ ৬১৭ দিন

১৬. আফ্রিকান হাতির গর্ভকালীন সময় কতদিন ?
উত্তরঃঃ ৬৪৫ দিন

১৭. গন্ডারের গর্ভকালীন সময় কতদিন ?
উত্তরঃঃ ৪৫০ দিন

১৮. ডলফিন-এর গর্ভকালীন সময় কতদিন ?
উত্তরঃঃ ২৭৬ দিন

১৯. ভাল্লুকের গর্ভকালীন সময় কতদিন ?
উত্তরঃঃ ২২০ দিন

২০. হরিন-এর গর্ভকালীন সময় কতদিন ?
উত্তরঃঃ ২০১ দিন

২১. গাধার গর্ভকালীন সময় কতদিন ?
উত্তরঃঃ ৩৬৫ দিন

২২. বানর-এর গর্ভকালীন সময় কতদিন ?
উত্তরঃঃ ১৬৪ দিন

২৩. হাঙ্গর-এর গর্ভকালীন সময় কতদিন ?
উত্তরঃঃ প্রায় ৭২০ দিন

২৪. বাইসন-এর গর্ভকালীন সময় কতদিন ?
উত্তরঃঃ ২১৭ দিন

২৫. সিংহের গর্ভকালীন সময় কতদিন ?
উত্তরঃঃ ১০৮ দিন

২৬. শীল মাছের গর্ভকালীন সময় কতদিন ?
উত্তরঃঃ ৩৩০ দিন

২৭. বিড়াল-এর গর্ভকালীন সময় কতদিন ?
উত্তরঃঃ ৬৪ দিন

২৮. কুকুর-এর গর্ভকালীন সময় কতদিন ?
উত্তরঃঃ ৬১ দিন

২৯. শিয়ালের গর্ভকালীন সময় কতদিন ?
উত্তরঃঃ ৫২ দিন

৩০. ক্যাঙ্গারু-এর গর্ভকালীন সময় কতদিন ?
উত্তরঃঃ ৪২ দিন

৩১. খরগোশের গর্ভকালীন সময় কতদিন ?
উত্তরঃঃ ৩২ দিন

৩২. ইঁদুর-এর গর্ভকালীন সময় কতদিন ?
উত্তরঃঃ ১৯ দিন

৩৩. চিতাবাঘের গর্ভকালীন সময় কতদিন ?
উত্তরঃঃ ৯২-৯৫ দিন

৩৪. নেকড়ের গর্ভকালীন সময় কতদিন ?
উত্তরঃঃ ৬০-৬৮ দিন

৩৫. গিনিপিগের গর্ভকালীন সময় কতদিন ?
উত্তরঃঃ ৫৬-৭৪ দিন

৩৬. কাঠবেড়ালির গর্ভকালীন সময় কতদিন ?
উত্তরঃঃ ৩০-৪০ দিন

 বিভিন্ন প্রাণীর গর্ভকাল PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করো

File Details :: 

File Name:  বিভিন্ন প্রাণীর গর্ভকাল

File Format:  PDF

No. of Pages:  02

File Size:  194 KB



No comments:

Post a Comment