Breaking




Saturday, 15 February 2025

ভারতের বিভিন্ন রাজ্যের রাজ্য পশু ও পাখির নাম PDF - Indian State Animals & Birds in Bengali

ভারতের বিভিন্ন রাজ্যের রাজ্য পশু ও পাখির নাম PDF | Indian State Animals & Birds in Bengali 

ভারতের রাজ্য পশু ও পাখির তালিকা PDF
ভারতের রাজ্য পশু ও পাখির তালিকা PDF
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি ভারতের রাজ্য পশু ও পাখির তালিকা PDF এই পোস্টটি। যে পোস্টটির মধ্যে ভারতের সমস্ত রাজ্যের রাজ্য পশু ও পাখির নাম গুলি খুব সুন্দর ভাবে একটি তালিকার মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করছি। যে তালিকাটি তোমাদের অবশ্যই জেনে রাখা দরকার। কেননা আমরা দেখেছি অনেক অনেক চাকরীর পরীক্ষায় এই টপিকটি থেকে প্রশ্ন আসে। তাই তোমাদের যাতে এই টপিকটি থেকে আশা প্রশ্ন গুলি না আটকায় তার জন্য একটু বিস্তারিত ভাবে জেনে নাও। 

ভারতের রাজ্য পশু ও পাখির তালিকা

রাজ্য পশু পাখি
পশ্চিমবঙ্গ মেছো বিড়াল সাদা গলা মাছরাঙ্গা
ওড়িশা সম্বর হরিণ ইন্ডিয়ান রোলার
দিল্লী নীলগাই চড়ুই
রাজস্থান উট ভারতীয় বাস্টার্ড
তামিলনাড়ু নীলগিরি বন্য ছাগল সবুজ ঘুঘু
সিকিম লাল পাণ্ডা রক্তমৌর
ত্রিপুরা ফ্যায়র্স ল্যাঙ্গুর সবুজ রাজকীয় পায়রা
তেলেঙ্গানা হরিণ ইন্ডিয়ান রোলার
উত্তরাখণ্ড কস্তুরী হরিন হিমালয়ের মোনাল
উত্তরপ্রদেশ বারশিঙ্গা জলা হরিণ সারস
অরুণাচলপ্রদেশ মিথুন গ্রেট হর্নবিল
বিহার গৌর বা বনগরু চড়ুই
চণ্ডিগড় বেজি ইন্ডিয়ান গ্রে হর্নবিল
লাক্ষাদ্বীপ প্রজাপতি মাছ স্যুটি টার্ন
অসম একশৃঙ্গ গণ্ডার বাদি হাঁস
অন্ধ্রপ্রদেশ কৃষ্ণসার হরিন ভারতীয় রোলার
গুজরাট এশীয় সিংহ গ্রেটার ফ্ল্যামিঙ্গো
ঝাড়খন্ড ভারতীয় হাতি কোকিল
মণিপুর সাঙ্গাই হরিণ তিতির পাখি
মিজোরাম হিমালয়ান সেরো তিতির পাখি
নাগাল্যান্ড মিথুন ব্লাইদের ট্রাগোপ্যান
মেঘালয় মেঘলা চিতা পাহাড়ি ময়না
মহারাষ্ট্র বৃহৎ কাঠবেড়ালি সবুজ পায়রা
কর্ণাটক ভারতীয় হাতি ইন্ডিয়ান রোলার
হরিয়ানা কৃষ্ণসার হরিণ কালো তিতির পাখি
গোয়া গৌর বা বনগরু ব্ল্যাক থ্রেটেড বুলবুল
আন্দামান ও নিকোবার দুগং কাঠ পায়রা
পাঞ্জাব কৃষ্ণসার হরিণ নর্দার্ন গসক
কেরালা ভারতীয় হাতি গ্রেট হর্নবিল
মধ্যপ্রদেশ বারশিঙ্গা জলা হরিণ এশিয়ান প্যারাডাইস ফ্লাইক্যাচার
হিমাচল প্রদেশ তুষার চিতা ওয়েস্টার্ন ট্রাগোপন
পদুচেরী ভারতীয় কাঠবেড়ালি এশিয়ান কোকিল
লাদাখ তুষার চিতা কালো ঘাড়যুক্ত সারস
জম্মু ও কাশ্মীর হাঙ্গুল কালো ঘাড়যুক্ত সারস

ভারতের রাজ্য পশু ও পাখির তালিকা PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করো

File Details :: 

File Name:  ভারতের রাজ্য পশু ও পাখির তালিকা

File Format:  PDF

No. of Pages:  02

File Size:  210 KB



No comments:

Post a Comment