অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পরীক্ষার MCQ প্রশ্ন উত্তর 2023 PDF || Anganwadi Worker & Helper Exam MCQ Question Answer in Bengali
ডিয়ার অঙ্গনওয়াড়ি পরীক্ষার্থী,
আমরা সকলেই জানি ইতিমধ্যে পশ্চিমবঙ্গের অনেক অনেক জেলায় এই অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পরীক্ষা শুরু হয়ে গেছে এবং অনেক জেলায় এই পরীক্ষা হতে বাকি আছে। তাই আমরা এই সমস্থ দিক গুলি মাথায় রেখে তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি, অঙ্গনওয়াড়ি পরীক্ষার MCQ প্রশ্ন উত্তর PDF এই পোস্টটি নিয়ে। যে পোস্টটি তোমাদের বিশেষ ভাবে খুবই কাজে আসবে।
আমাদের আজকের পোস্টের মধ্যে বাংলা,ইতিহাস,ভূগোল,জীবন বিজ্ঞান,ভৌতবিজ্ঞান,রসায়ন বিজ্ঞান,অর্থনীতি,রাষ্ট্রনীতি,সংবিধান এই সমস্থ বিষয় গুলি থেকে বেছে বেছে প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি, যাতে করে তোমরা এই প্রশ্ন গুলি পড়লে কাজে আসে।
তাই তোমরা অবশ্যই যারা এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছো এবং তোমাদের যাদের এই কয়েকদিন বাদে এই পরীক্ষা আছে তোমরা অতি অবশ্যই এই প্রশ্ন খুবই মনোযোগ সহকারে দেখে নাও এবং খুব ভালোভাবে মুখস্থ করে নাও।
অঙ্গনওয়াড়ি পরীক্ষার MCQ প্রশ্ন উত্তর
☎️ আর্কওয়ার্ক কমিশন কি উদ্দেশ্যে গঠিত হয়েছিল ?
[A] রেল ✓
[B] সৈনিক
[C] জনকল্য়ান
[D] উপরের সবকটি
☎️ সারা বিশ্বের ব্যাংক ব্যবস্থার উদ্দেশ্যে কোন কমিটি গঠিত হয়েছিল ?
[A] সাংভি কমিটি
[B] খান কমিটি ✓
[C] সারকারিয়া কমিশন
[D] হোতা কমিটি
☎️ চেলিয়া কমিটি কিসের জন্য গঠিত হয় ?
[A] কর সংস্কারের জন্য ✓
[B] পঞ্চায়েত রাজব্যবস্থা
[C] মেধাস্বত্ব সংক্রান্ত
[D] ব্যাংক জালিয়াতি
☎️ রিটা (RITA) কোন্ দেশের সংবাদ সংস্থা ?
[A] ইউ. কে
[B] রাশিয়া ✓
[C] টরেন্টো
[D] কোনোটাই নয়
☎️ পাকিস্তানের পত্রিকাটি কি নামে পরিচিত ?
[A] রেড ফ্লাগ
[B] নহানডন
[C] দি মালয়
[D] ডন ✓
☎️ অল হায়ত পত্রিকাটি কোথায় প্রকাশিত হয় ?
[A] মস্কো
[B] করাচী
[C] বেইরুট ✓
[D] তাইপে
☎️ জালালউদ্দীন মহম্মদ কি নামে পরিচিত ছিলেন ?
[A] বাবর ✓
[B] বাঘা যতীন
[C] মীর্জা মহম্মদ
[D] পাগলা রাজা
☎️ সুলতান মামুদ কি নামে পরিচিত ছিলেন ?
[A] মহম্মদ সুরী
[B] সুলতান-ই-আজম
[C] বাতাশিকন ✓
[D] গৌড়েশ্বর
☎️ প্রথম বাঙ্গালী মহিলা পাইলটের নাম কি ?
[A] দূর্বা বন্দোপাধ্যায় ✓
[B] আশাপূর্ণা দেবী
[C] ইলা মজুমদার
[D] আরতি সাহা
☎️ ১৯৬৯-৭১ পর্য়ন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী কে ছিলেন ?
[A] সিদ্ধার্থশংকর রায়
[B] অজয় কুমার মুখার্জ্জী ✓
[C] প্রফুল্ল চন্দ্র সেন
[D] ডঃ প্রফুল্লচন্দ্র ঘোষ
☎️ এ. এল. ডায়াস কোন সময়ে পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন ?
[A] ১৯৬৭-৬৯ সাল
[B] ১৯৬৯-৭১ সাল
[C] ১৯৭১-৭৭ সাল ✓
[D] ১৯৭৭-৮১ সাল
☎️ কোন বাঙ্গালী প্রথম স্থলবাহিনীর প্রধান পদে যোগ দিয়েছিলেন ?
[A] এ. কে. চ্যটার্জী
[B] জয়ন্ত চৌধুরী ✓
[C] সুব্রত মুখার্জী
[D] প্যরিচাঁদ মিত্র
☎️ কোন বাঙ্গালী প্রথম সেনাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হযেছিলেন ?
[A] রমানাথ বিশ্বাস
[B] সুরেশচন্দ্র বিশ্বাস ✓
[C] শিশির ভাদুড়ী
[D] উপরের কেউ নয়
☎️ পশ্চিমবঙ্গের প্রথম মন্ত্রীসভায় বানিজ্য, শ্রম ও শিক্ষামন্ত্রী হিসেবে কে নির্বাচিত হযেছিলেন ?
[A] যাদবেন্দ্র নাথ পাঁজা
[B] সুরেশচন্দ্র ব্যনার্জী ✓
[C] হেমচন্দ্র নস্কর
[D] উপরের কেউ নয়
☎️ পশ্চিমবঙ্গের প্রথম কে রিজার্ভ ব্যঙ্কের গভর্নর হিসেবে কে নিযুক্ত হযেছিলেন ?
[A] এ. কে. চ্যটার্জী
[B] জয়ন্ত চৌধুরী
[C] পরেশ ভট্টাচার্য্য ✓
[D] বিজয় কুমার মুখোপাধ্যায়
☎️ কার সময়ে ভুটান যুদ্ধ সংঘঠিত হয ?
[A] স্যার জন লরেন্স ✓
[B] লর্ড মেয়ো
[C] প্রথম লর্ড এলগিন
[D] লর্ড ক্যানিং
☎️ কার আমলে মদনমোহন মালব্য ও অন্যরা হিন্দূ মহাসভা প্রতিষ্ঠা করেছিলেন ?
[A] লর্ড চেম্সফোর্ড
[B] দ্বিতীয় লর্ড হার্ডিঙ্গ ✓
[C] লর্ড ডাফরিন
[D] লর্ড ল্যন্সডাউন
☎️ কার আমলে বিশ্ববিদ্যালয় সংস্কারের জন্য রাচেল কমিশন হয়েছিল ?
[A] দ্বিতীয় লর্ড মিন্টো
[B] দ্বিতীয় লর্ড হার্ডিঙ্গ
[C] লর্ড কার্জন ✓
[D] লর্ড চেম্সফোর্ড
☎️ ভারতের জাতীয় পতাকার ছবি কবে প্রথম ডাকটিকিটে স্থান পেয়েছিল ?
[A] ১৯৪৭ সালের ২১ আগস্ট
[B] ১৯৪৭ সালের ২১ শে সেপ্টেম্বর
[C] ১৯৪৭ সালের ২১ শে অক্টোবর
[D] ১৯৪৭ সালের ২১শে নভেম্বর ✓
☎️ ভারতের জাতীয় সঙ্গীত কত সালে প্রকাশিত হয় ?
[A] ১৮৮১ সাল
[B] ১৮৮২ সাল
[C] ১৮৮৩ সাল
[D] ১৮৮৪ সাল ✓
☎️ নীচের কোন্ ভাষাটি সিকিমের প্রধান ভাষা নয় ?
[A] ভুটিয়া
[B] লেপচা
[C] নেপালী
[D] মোনপা ✓
☎️ হিমাচল প্রদেশের আয়তন কত বর্গ কিমি ?
[A] ৪৫,৬৭৩ বর্গ কিমি ✓
[B] ৪৪,২১২ বর্গ কিমি
[C] ৫০,৩৬২ বর্গ কিমি
[D] ৮৩,৭৪৩ বর্গ কিমি
☎️ পশ্চিমবঙ্গে মোট কটি জেলার সমষ্টি ?
[A] ১৯
[B] ২৩ ✓
[C] ৪
[D] ১৭
☎️ নীচের কোন্ রাজ্য ৩০টি জেলার সমষ্টি নিয়ে গঠিত ?
[A] ওড়িশা ✓
[B] মনিপুর
[C] নাগাল্যণ্ড
[D] অরুণাচল প্রদেশ
☎️ সর্বনিম্ন লিঙ্গানুপাত বিশিষ্ট রাজ্য কোনটি ?
[A] কেরল
[B] হরিয়ানা ✓
[C] পশ্চিমবঙ্গ
[D] বিহার
☎️ সবচেয়ে বেশী জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি ?
[A] উত্তরপ্রদেশ
[B] বিহার ✓
[C] পশ্চিমবঙ্গ
[D] মধ্যপ্রদেশ
☎️ ডঃ রাজেন্দ্রপ্রসাদ-এর সমাধিস্থলটি কোথায় অবস্থিত ?
[A] মহাপ্রয়ান ঘাট ✓
[B] অজয় ঘাট
[C] নারায়ন ঘাট
[D] কোনোটাই নয়
☎️ কাবুলে কোন্ ব্যক্তির সমাধিস্থল অবস্থিত ?
[A] আকবর
[B] জাহাঙ্গীর
[C] বাবর ✓
[D] শেরশাহ
☎️ “স্বরাজ আমার জন্মগত অধিকার”- কথাটি কে বলেছিলেন ?
[A] বাল গঙ্গাধর তিলক ✓
[B] মঙ্গল পাণ্ডে
[C] ভগত সিং
[D] মহাত্মা গান্ধী
☎️ “জয় জওয়ান জয় কিসান''- এই বিখ্যাত উক্তিটি কার ?
[A] সুভাষ চন্দ্র বোস
[B] লাল বাহাদুর শাস্ত্রী ✓
[C] মহঃ ইকবাল
[D] রাজীব গান্ধী
☎️ ভারতের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সমাধিস্থল কোথায় অবস্থিত ?
[A] বীরভূম
[B] বিজয় ঘাট
[C] শক্তিস্থল ✓
[D] ওপরের কোনোটি নয়
☎️ ইন্ডিয়ান মিলিটারী অ্যকাডেমী কোথায় অবস্থিত ?
[A] দেরাদুন (উত্তরাঞ্চল) ✓
[B] পুনে (মহারাষ্ট্র)
[C] নিউ দিল্লী
[D] সেকেন্দ্রাবাদ
☎️ নাভাল অ্যকাডেমী কোথায় অবস্থিত ?
[A] কোচি (কেরল) ✓
[B] বিশাখাপত্তনম (অন্ধ্র প্রদেশ)
[C] ডাবোলিম (গোয়া)
[D] লোনাভোলা (মহারাষ্ট্র)
☎️ ভারতীয় সেনাবাহিনীর ডাক নাম কী ?
[A] মান্দারিনী
[B] জওয়ান ✓
[C] পুলু
[D] কোনাটিই নয়
☎️ টিপিক্যাল আমেরিকান নাগরিকদের কি নামে ডাকা হয় ?
[A] আংকেলসাম
[B] জিতাই ✓
[C] ইয়ানকি
[D] পুলু
☎️ এলিমেন্টরী ফ্লাইং স্কূল কোথায় অবস্থিত ?
[A] অমবড়ম (তামিলনাডু)
[B] কোয়েম্বটূর (কেরালা)
[C] হায়দ্রাবাদ (অন্ধ্র প্রদেশ)
[D] বিদর (মহারাষ্ট্র) ✓
☎️ ১৯৭৫-৭৮ সাল পর্যন্ত কে ভারতীয় সেনা প্রধান পদে নিয়ুক্ত ছিলেন ?
[A] জেনারেল জি. জি. বেউর
[B] জেনারেল জে. এন. চৌধুরী
[C] জেনারেল টি. এন. রায়না ✓
[D] উপরের কেউ নয়
☎️ অক্টোবর ২০০১- ডিসেম্বর ২০০২ সাল পর্যন্ত কে ভারতীয় সেনা প্রধান পদে নিয়ুক্ত ছিলেন ?
[A] জেনারেল বেদ প্রকাশ মল্লিক
[B] জেনারেল এস. পদ্মনাভন ✓
[C] জেনারেল ভি. কে. সিং
[D] জেনারেল বিক্রম সিংহ
☎️ কত সালে গ্যালিলিও বৃহস্পতির চতুর্থ উপগ্রহ গ্যানিমিডকে আবিষ্কার করেন ?
[A] ১৬০০ সাল
[B] ১৬০৫ সাল
[C] ১৬১০ সাল ✓
[D] ১৬১৫ সাল
☎️ ভারতের প্রথম শহীদ কে ?
[A] ক্ষুদিরাম বসু
[B] মদনলাল ধিংড়া
[C] উধম সিং
[D] চাপেকার ভ্রাতৃদ্বয় ✓
☎️ কত সালে পূর্ব পাকিস্তানের নাম বদলে বাংলাদেশ রাখা হয় ?
[A] ১৯৭০ সাল
[B] ১৯৭১ সাল
[C] ১৯৭২ সাল ✓
[D] ১৯৭৩ সাল
☎️ কত সালে ডন কুইকজোট প্রকাশিত হয় ?
[A] ১৬০০ সাল
[B] ১৬০৫ সাল ✓
[C] ১৬১০ সাল
[D] ১৬১৫ সাল
অঙ্গনওয়াড়ি পরীক্ষার MCQ প্রশ্ন উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
File Details ::
File Name: অঙ্গনওয়াড়ি পরীক্ষার MCQ প্রশ্ন উত্তর
File Format: PDF
No. of Pages: 06
File Size: 340 KB
No comments:
Post a Comment