Breaking




Saturday 21 October 2023

পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর সমূহ PDF || List of River Bank Cities in West Bengal

পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর সমূহ PDF || List of River Bank Cities in West Bengal

পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর সমূহ
পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর সমূহ
Hello,
Weicome to Sohojogita.Com. আজকে তোমাদের দিচ্ছি পশ্চিমবঙ্গের একটি খুবি গুরুত্বপূর্ণ টপিকের পোস্ট, সেই পোস্টটি হল, পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর তালিকা PDF যে তোমাদের বিশেষ ভাবে কাজে আসবে। কারন এই টপিকটি থেকে প্রায় পরীক্ষা গুলিতে প্রশ্ন আসে। তাই তোমাদের এখন প্রধান কাজ হবে এই পোস্টটি খুব মনোযোগ সহকারে মুখস্থ করে রাখা। 
      তাই তোমরা নীচে দেওয়া তালিকাটি খুব ভালো ভাবে মুখস্থ করে নাও। তারপর অফলাইনে পড়ার জন্য PDF টি সংগ্রহ করে নাও সম্পূর্ণ বিনামূল্যে।

পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর তালিকা

নদীর নাম নদী তীরবর্তী শহর
হুগলী চন্দননগর
হুগলী ব্যারাকপুর
হুগলী হাওড়া
হুগলী কলকাতা
হুগলী ত্রিবেণী
দামোদর আসানসোল
দামোদর দুর্গাপুর
মহানন্দা মালদা
মহানন্দা শিলিগুড়ি
মহানন্দা ইটাহার
মহানন্দা ইসলামপুর
মহানন্দা ইংরেজ বাজার
কংসাবতী পুরুলিয়া
কালজানি আলিপুরদুয়ার
দ্বারকেশ্বর বাঁকুড়া
ইছামতী বনগাঁ
অজয় কেদুলি
ইছামতী বসিরহাট
আত্রেয়ী বালুরঘাট
তিস্তা জলপাইগুড়ি
ভাগীরথী নবদ্বীপ
জলঢাকা ধূপগুড়ি
তিস্তা কালিম্পং
জলঢাকা মাথাভাঙা
চূর্ণী শান্তিপুর
রূপনারায়ণ কোলাঘাট
অজয় ইলাম বাজার
গন্ধেশ্বরী বাঁকুড়া
কংসাবতী মেদিনীপুর
ময়ূরাক্ষী সিউড়ি
দামোদর রাণীগঞ্জ
ভাগীরথী মুর্শিদাবাদ
কোপাই বোলপুর
জলঙ্গী কৃষ্ণনগর
ভাগীরথী কাটোয়া
তোর্সা‌ কোচবিহার

পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর প্রশ্ন উত্তর

চন্দননগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ হুগলী 

 ব্যারাকপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ হুগলী

 হাওড়া শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ হুগলী

 কলকাতা শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ হুগলী

 ত্রিবেণী শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ হুগলী

 আসানসোল শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ দামোদর

 দুর্গাপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ দামোদর

 মালদা শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ মহানন্দা

 শিলিগুড়ি শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ মহানন্দা

 ইটাহার শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ মহানন্দা

 ইসলামপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ মহানন্দা

 ইংরেজ বাজার শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ মহানন্দা

 পুরুলিয়া শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ কংসাবতী

 আলিপুরদুয়ার শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ কালজানি

 বাঁকুড়া শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ দ্বারকেশ্বর

 বনগাঁ শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ ইছামতী

 কেদুলি শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ অজয়

 বসিরহাট শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ ইছামতী

 বালুরঘাট শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ আত্রেয়ী

 জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ তিস্তা

 নবদ্বীপ শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ ভাগীরথী

 ধূপগুড়ি শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ জলঢাকা

 কালিম্পং শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ তিস্তা

 মাথাভাঙা শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ জলঢাকা

 শান্তিপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ চূর্ণী

 কোলাঘাট শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ রূপনারায়ণ

 ইলাম বাজার শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ অজয়

 বাঁকুড়া শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ গন্ধেশ্বরী

 মেদিনীপুর কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ কংসাবতী

 সিউড়ি শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ ময়ূরাক্ষী

 রাণীগঞ্জ শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ দামোদর

 মুর্শিদাবাদ কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ ভাগীরথী

 বোলপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ কোপাই

 কৃষ্ণনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ জলঙ্গী

 কাটোয়া কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ ভাগীরথী

 কোচবিহার কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ তোর্সা‌
পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর PDF  টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details :: 

File Name:  পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর তালিকা

File Format:  PDF

No. of Pages:  02

File Size:  203 KB



আরও পোস্টের নাম  লিঙ্ক
পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরের উপনাম Click Here
বিভিন্ন ক্ষেত্রে প্রথম বাঙালি মহিলা তালিকা Click Here

No comments:

Post a Comment