বিভিন্ন উপন্যাসের রচয়িতা তালিকা PDF || List of authors of various novels In Bengali PDF
![]() |
বিভিন্ন উপন্যাসের রচয়িতা তালিকা PDF || List of authors of various novels In Bengali PDF |
Hello Friends
Welcome To Sohojogita.Com. আমরা আজে তোমাদের সঙ্গে শেয়ার করবো বাংলার একটি খুবি গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা আজকে বাংলার গুরুত্বপূর্ণ উপন্যাস ও তার রচয়িতা সম্পর্কে জানবো। তোমরা যদি জানার ইচ্ছা থেকে তাহলে নীচের দেওয়া তালিকাটি খুব ভালবানে মুখস্থ করবে এবং পরবর্তী সময়ে অফলাইনে পড়ার জন্য অবশ্যই PDF-টি সংগ্রহ করে রাখবে।
বিভিন্ন উপন্যাসের রচয়িতা তালিকা
📚"পরিণীতা" উপন্যাসের রচয়িতা কে ?
Ans :: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
📚"দেবদাস" উপন্যাসের রচয়িতা কে ?
Ans :: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
📚"শ্রীকান্ত" উপন্যাসের রচয়িতা কে ?
Ans :: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
📚"চরিত্রহীন" উপন্যাসের রচয়িতা কে ?
Ans :: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
📚"পথের দাবী" উপন্যাসের রচয়িতা কে ?
Ans :: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
📚"মৃত্যুক্ষুধা" উপন্যাসের রচয়িতা কে ?
Ans :: নজরুল ইসলাম
📚"চাঁদের পাহাড়" উপন্যাসের রচয়িতা কে ?
Ans :: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
📚"আরণ্যক" উপন্যাসের রচয়িতা কে ?
Ans :: বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
📚"পথের পাঁচালি" উপন্যাসের রচয়িতা কে ?
Ans :: বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
📚"ফেলুদা সমগ্র" উপন্যাসের রচয়িতা কে ?
Ans :: সত্যজিত রায়
📚"ঘরে বাইরে" উপন্যাসের রচয়িতা কে ?
Ans :: রবীন্দ্রনাথ ঠাকুর
📚"চোখের বালি" উপন্যাসের রচয়িতা কে ?
Ans :: রবীন্দ্রনাথ ঠাকুর
📚"শেষের কবিতা" উপন্যাসের রচয়িতা কে ?
Ans :: রবীন্দ্রনাথ ঠাকুর
📚"গোরা" উপন্যাসের রচয়িতা কে ?
Ans :: রবীন্দ্রনাথ ঠাকুর
📚"দুই বোন" উপন্যাসের রচয়িতা কে ?
Ans :: রবীন্দ্রনাথ ঠাকুর
📚"নৌকাডুবি" উপন্যাসের রচয়িতা কে ?
Ans :: রবীন্দ্রনাথ ঠাকুর
📚"বউ ঠাকুরানীর হাট" উপন্যাসের রচয়িতা কে ?
Ans :: রবীন্দ্রনাথ ঠাকুর
📚"কামনা বাসনা" উপন্যাসের রচয়িতা কে ?
Ans :: সমরেশ বসু
📚"অরণ্যের অধিকার" উপন্যাসের রচয়িতা কে ?
Ans :: মহাশ্বেতা দেবী
📚"হাজার চুরাশির মা" উপন্যাসের রচয়িতা কে ?
Ans :: মহাশ্বেতা দেবী
📚"প্রথম প্রতিশ্রুতি" উপন্যাসের রচয়িতা কে ?
Ans :: আশাপূর্ণা দেবী
📚"সুবর্ণলতা" উপন্যাসের রচয়িতা কে ?
Ans :: আশাপূর্ণা দেবী
📚"কপালকুণ্ডলা" উপন্যাসের রচয়িতা কে ?
Ans :: বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
📚"আনন্দ মঠ" উপন্যাসের রচয়িতা কে ?
Ans :: বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
📚"দুর্গেশনন্দিনী" উপন্যাসের রচয়িতা কে ?
Ans :: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
📚"দেবী চৌধুরানী" উপন্যাসের রচয়িতা কে ?
Ans :: বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
📚"চন্দ্রশেখর" উপন্যাসের রচয়িতা কে ?
Ans :: বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
📚"বিষবৃক্ষ" উপন্যাসের রচয়িতা কে ?
Ans :: বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
📚"রাজসিংহ" উপন্যাসের রচয়িতা কে ?
Ans :: বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
📚"সীতারাম" উপন্যাসের রচয়িতা কে ?
Ans :: বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
📚"রাধারানী" উপন্যাসের রচয়িতা কে ?
Ans :: বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
📚"অরণ্যের দিনরাত্রি" উপন্যাসের রচয়িতা কে ?
Ans :: সুনীল গঙ্গোপাধ্যায়
📚"সেই সময়" উপন্যাসের রচয়িতা কে ?
Ans :: সুনীল গঙ্গোপাধ্যায়
📚"প্রথম আলো" উপন্যাসের রচয়িতা কে ?
Ans :: সুনীল গঙ্গোপাধ্যায়
📚"তুঙ্গভদ্রার তীরে" উপন্যাসের রচয়িতা কে ?
Ans :: শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
📚"ব্যোমকেশ সমগ্র" উপন্যাসের রচয়িতা কে ?
Ans :: শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
📚"গণদেবতা" উপন্যাসের রচয়িতা কে ?
Ans :: তারাশংকর বন্দোপাধ্যায়
📚"হাঁসুলি বাঁকের উপকথা" উপন্যাসের রচয়িতা কে ?
Ans :: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
📚"পুতুল নাচের ইতিকথা" উপন্যাসের রচয়িতা কে ?
Ans :: মাণিক বন্দোপাধ্যায়
📚"পদ্মা নদীর মাঝি" উপন্যাসের রচয়িতা কে ?
Ans :: মাণিক বন্দোপাধ্যায়
📚"হুতুম প্যাঁচার নকশা" উপন্যাসের রচয়িতা কে ?
Ans :: কালীপ্রসন্ন সিংহ
📚"বেদের মেয়ে" উপন্যাসের রচয়িতা কে ?
Ans :: হরপ্রসাদ শাস্ত্রী
📚"সাহেব বিবি গোলাম" উপন্যাসের রচয়িতা কে ?
Ans :: বিমল মিত্র
📚"ছোটবাবু" উপন্যাসের রচয়িতা কে ?
Ans :: মতি নন্দী
📚"কোনি" উপন্যাসের রচয়িতা কে ?
Ans :: মতি নন্দী
📚"আলালের ঘরের দুলাল" উপন্যাসের রচয়িতা কে ?
Ans :: প্যারীচাঁদ মিত্র
📚"ভূবনসোম" উপন্যাসের রচয়িতা কে ?
Ans :: বলাইচাঁদ মুখোপাধ্যায়
📚"ঘুনপোকা" উপন্যাসের রচয়িতা কে ?
Ans :: শীর্ষেন্দু মুখোপাধ্যায়
📚"টেনিদা সমগ্র" উপন্যাসের রচয়িতা কে ?
Ans :: নারায়ণ গঙ্গোপাধ্যায়
উপন্যাসের রচয়িতার PDF টি পেতে নীচের Download Now-এ ক্লিক করুন
File Details ::
File Name: বিভিন্ন উপন্যাসের রচয়িতা
File Format: PDF
No. of Pages: 02
File Size: 298 KB
আরও পোস্টের নাম | পোস্টের লিঙ্ক |
---|---|
বাংলা সাহিত্যের বিখ্যাত চরিত্র | Click Here |
৫৫০+ পদ পরিবর্তন তালিকা | Click Here |
No comments:
Post a Comment