Breaking




Tuesday 9 July 2024

বাংলা সাহিত্যের বিখ্যাত চরিত্র ও তাদের স্রষ্টা PDF

বাংলা সাহিত্যের বিখ্যাত চরিত্র PDF | Famous Characters of Bengali Literature and their Creators In Bengali PDF

বাংলা সাহিত্যের বিখ্যাত চরিত্র ও তাদের স্রষ্টা PDF
বাংলা সাহিত্যের বিখ্যাত চরিত্র ও তাদের স্রষ্টা PDF
Hello Friends,
আজ তোমাদের বাংলা সাহিত্যের বিখ্যাত চরিত্র ও তাদের স্রষ্টা PDF টি দিচ্ছি। এই টপিকটি খুবি গুরুত্বপূর্ণ একটি টপিক যে টপিকটি থেকে প্রশ্ন আশার সম্ভবনা অনেকটাই, কারন এই টপিকটি বাংলা বিষয়েে একটি খুবি গুরুত্বপূর্ণ টপিক। 
তাই তোমরা আর সময় নষ্ট না করে নীচে দেওয়া এই পোস্টের সম্পূর্ণ তালিকাটি ভালো ভাবে পড়ে নাও এবং PDF-টি সংগ্রহ করে নাও যাতে পরবর্তী সময়ে পড়তে পারো অফলাইনে।

বাংলা সাহিত্যের বিখ্যাত চরিত্র ও তাদের স্রষ্টা তালিকা

📚"ফটিক" চরিত্রের স্রষ্টা কে ?
রবীন্দ্রনাথ ঠাকুর

📚"বলাই" চরিত্রের স্রষ্টা কে ?
 রবীন্দ্রনাথ ঠাকুর

📚"গোরা" চরিত্রের স্রষ্টা কে ?
 রবীন্দ্রনাথ ঠাকুর

📚"অমল" চরিত্রের স্রষ্টা কে ?
 রবীন্দ্রনাথ ঠাকুর

📚"রাজলক্ষ্মী" চরিত্রের স্রষ্টা কে ?
 শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

📚"জটায়ু" চরিত্রের স্রষ্টা কে ?
 সত্যজিৎ রায়

📚"ফেলুদা" চরিত্রের স্রষ্টা কে ?
 সত্যজিৎ রায়

📚"ফটিক চাঁদ" চরিত্রের স্রষ্টা কে ?
 সত্যজিৎ রায়

📚"প্রফেসর শঙ্কু" চরিত্রের স্রষ্টা কে ?
 সত্যজিৎ রায়

📚"তারিণী খুড়ো" চরিত্রের স্রষ্টা কে ?
 সত্যজিৎ রায়

📚"তপসে" চরিত্রের স্রষ্টা কে ?
 সত্যজিৎ রায়

📚"টেনিদা" চরিত্রের স্রষ্টা কে ?
 নারায়ণ গঙ্গোপাধ্যায়

📚"হাবলু" চরিত্রের স্রষ্টা কে ?
 নারায়ণ গঙ্গোপাধ্যায়

📚"ঘনাদা" চরিত্রের স্রষ্টা কে ?
 প্রেমেন্দ্র মিত্র

📚"চাটুজ্জ্যে মশাই" চরিত্রের স্রষ্টা কে ?
 রাজশেখর বসু

📚"জটাধর বক্সী" চরিত্রের স্রষ্টা কে ?
 রাজশেখর বসু

📚"বরদা" চরিত্রের স্রষ্টা কে ?
 শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

📚"হিরু ডাকাত" চরিত্রের স্রষ্টা কে ?
 অমরেন্দ্র চক্রবর্তী

📚"হর্ষবর্ধন,গোবর্ধন" চরিত্রের স্রষ্টা কে ?
 শিবরাম চক্রবর্তী

📚"পটলা" চরিত্রের স্রষ্টা কে ?
 শক্তিপদ রাজগুরু

📚"তোরাপ" চরিত্রের স্রষ্টা কে ?
 দীনবন্ধু মিত্র

📚"শংকর, অ্যালভারেজ" চরিত্রের স্রষ্টা কে ?
 বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

📚"অপু, দূর্গা" চরিত্রের স্রষ্টা কে ?
 বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

📚"ব্যোমকেশ,অজিত" চরিত্রের স্রষ্টা কে ?
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

📚"কিরীটি" চরিত্রের স্রষ্টা কে ?
 নিহাররঞ্জন গুপ্ত

📚"কাকাবাবু/সন্তু" চরিত্রের স্রষ্টা কে ?
 সুনীল গঙ্গোপাধ্যায়

📚"শকুন্তলা" চরিত্রের স্রষ্টা কে ?
 কালিদাস

📚"কর্নেল" চরিত্রের স্রষ্টা কে ?
 সৈয়দ মুজতবা সিরাজ

📚"ব্রজদা" চরিত্রের স্রষ্টা কে ?
 গৌরকিশোর ঘোষ

📚"শঙ্কু মহারাজ" চরিত্রের স্রষ্টা কে ?
 জ্যোতির্ময় ঘোষ দস্তিদার

📚"জয়ন্ত,মানিক" চরিত্রের স্রষ্টা কে ?
 হেমেন্দ্র কুমার রায়

📚"ডমরু" চরিত্রের স্রষ্টা কে ?
 ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়

📚"জয়ন্ত,মানিক" চরিত্রের স্রষ্টা কে ?
 হেমেন্দ্র কুমার রায়

📚"গোগোল" চরিত্রের স্রষ্টা কে ?
 সমরেশ বসু

📚"ঋজুদা" চরিত্রের স্রষ্টা কে ?
 বুদ্ধদেব গুহ

📚"পাগলা দাশু" চরিত্রের স্রষ্টা কে ?
 সুকুমার রায়

📚"পান্ডব গোয়েন্দা" চরিত্রের স্রষ্টা কে ?
 ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়

📚"গুপি,বাঘা" চরিত্রের স্রষ্টা কে ?
 উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

📚"বিরিঞ্চিবাবা" চরিত্রের স্রষ্টা কে ?
 রাজশেখর বসু

📚"পিনডি দা" চরিত্রের স্রষ্টা কে ?
 আশুতোষ মুখোপাধ্যায়

📚"দিনু" চরিত্রের স্রষ্টা কে ?
 তারাশংকর বন্দ্যোপাধ্যায়

📚"ইন্দ্রনাথ/লালু" চরিত্রের স্রষ্টা কে ?
 শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

📚"কোনি" চরিত্রের স্রষ্টা কে ?
 মতি নন্দী

📚"রানার" চরিত্রের স্রষ্টা কে ?
 সুকান্ত ভট্টাচার্য
বাংলা সাহিত্যের বিখ্যাত চরিত্র PDF টি সংগ্রহ করতে নীচের  Download Now-লেখায় ক্লিক করুন

File Details ::

File Name: বাংলা সাহিত্যের বিখ্যাত চরিত্র

File Format:  PDF

No. of Pages:  02

File Size:  259 KB



আরও পোস্টের নাম পোস্টের লিঙ্ক
২০০+ বই ও লেখক Click Here
৫৫০+ পদ পরিবর্তন তালিকা Click Here

No comments:

Post a Comment