চোখের বিভিন্ন অংশের অবস্থান ও কাজ তালিকা PDF || Parts of the Eye and their Functions In Bengali PDF
![]() |
চোখের বিভিন্ন অংশের অবস্থান ও কাজ তালিকা PDF || Parts of the Eye and their Functions In Bengali PDF |
নমস্কার বন্ধুরা,
আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি চোখের বিভিন্ন অংশের অবস্থান ও কাজ তালিকা PDF এই পোস্টটি। যে পোস্টটির মধ্যে মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গ চোখের বিভিন্ন অংশের অবস্থান ও তাদের কাজ গুলি খুব সুন্দর ভাবে তালিকা আকারে শেয়ার করলাম। যে তথ্যটি তোমাদের চোখের সম্পর্কে ধারনা তৈরি করতে দারুন ভাবে কাজে আসবে এবং এই সম্পর্কে পরীক্ষায় আশা প্রশ্ন গুলির উত্তর দিতে সাহায্য করবে। তাই আর দেরি না করে অবিলম্বে নীচের তালিকা খুব ভালোভাবে দেখে নাও...
চোখের বিভিন্ন অংশের কাজ ও অবস্থান তালিকা
অংশ | অবস্থান | কাজ |
---|---|---|
স্ক্লেরা | অক্ষিগোলকের পশ্চাদভাগ | অক্ষিগোলকের পশ্চাদভাগের স্তর রক্ষা করা |
কোরয়েড | অক্ষিগোলকের পশ্চাদভাগ | রেটিনা রক্ষা ও বিচ্ছুরিত আলোর প্রতিফলন রোধ |
রেটিনা | অক্ষিগোলকের পশ্চাদভাগ | বস্তুর প্রতিবিম্ব গঠন |
কর্নিয়া | অক্ষিগোলকের সম্মুখভাগ | প্রতিসারক মাধ্যম ও আলোকরশ্মি কেন্দ্রীভূত করা |
কনজাংটিভা | কর্নিয়ার বাইরের আচ্ছাদন | কর্নিয়াকে রক্ষা করা |
আইরিশ | অক্ষিগোলকের সম্মুখভাগে লেন্সের ওপরে | তারারন্ধ্রকে সঙ্কুচিত ও প্রসারিত হতে সাহায্য করে |
পিউপিল | আইরিশের মধ্যভাগ | চোখে আলোক রশ্মি প্রবেশ করায় |
লেন্স | আইরিশের পশ্চাদভাগ | আলোর প্রতিসরণ ঘটায় এবং আলোকরশ্মিকে রেটিনার ওপর কেন্দ্রীভূত করে |
ভিট্রিয়াস হিউমার | লেন্স ও রেটিনার অন্তর্বর্তী প্রকোষ্ঠে | প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে |
অ্যাকুয়াস হিউমার | কর্নিয়া ও লেন্সের মধ্যবর্তী প্রকোষ্ঠে | প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে |
ইয়োলো স্পট | রেটিনার উপরিভাগ | প্রতিবিম্ব গঠন সর্বাপেক্ষা ভালো হয় |
সিলিয়ারি বডি | আইরিশ ও কোরয়েডের সংযোগস্থল | লেন্সের উপযোজনে সাহায্য করে |
ব্লাইন্ড স্পট | রেটিনা ও অপটিক স্নায়ুর মিলনস্থলে | প্রতিবিম্ব গঠন না করা |
কোণ কোশ | রেটিনায় | উজ্জ্বল আলো ও বর্ণ শোষণ করা |
রড কোশ | রেটিনায় | মৃদু আলো শোষণ করা |
চোখের বিভিন্ন অংশের অবস্থান ও কাজ তালিকা PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
File Details ::
File Name: চোখের বিভিন্ন অংশের অবস্থান ও কাজ
File Format: PDF
No. of Pages: 02
File Size: 281 KB
আরও পোস্টের নাম | পোস্টের লিঙ্ক |
---|---|
বিভিন্ন দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ | Click Here |
বিভিন্ন নদীমাতৃক সভ্যতা | Click Here |
No comments:
Post a Comment