Breaking




Thursday 19 October 2023

ভারতের বিভিন্ন নদীর সঙ্গমস্থল সমূহ PDF ||

ভারতের বিভিন্ন নদীর সঙ্গমস্থল সমূহ PDF || Rivers and Their Places of Confluence In Bengali Pdf 

ভারতের বিভিন্ন নদীর সঙ্গমস্থল
ভারতের বিভিন্ন নদীর সঙ্গমস্থল
নমস্কার বন্ধুরা,
আজকে তোমাদের সঙ্গে শেয়ার করচ্ছি, ভারতের বিভিন্ন নদীর সঙ্গমস্থল তালিকা PDF এই পোস্টটি, যে খানে তোমরা সুন্দর ভাবে একটি তালিকার মাধ্যমে পোস্টটি সাজিয়ে দেওয়া আছে। যে পোস্টটি তোমরা খুবি সহজে এবং সঠিক ভাবে পড়তে পারো। তোমরা অবশ্যই পোস্টটি খুব ভালোভাবে দেখে নাও এই পোস্টটি একটি উল্লেখযোগ্য পোস্ট সকল প্রকার চাকরীর পরীক্ষার জন্য। 
সুতরাং তোমরা আর কোনো রকম সময় নষ্ট না করে নীচের দেওয়া তালিকাটি পড়ে নাও এবং PDF-টি সংগ্রহ করে নাও অফলাইনে পড়ার জন্য।

ভারতের বিভিন্ন নদীর সঙ্গমস্থল সমূহ তালিকা
 
নদীর নাম সঙ্গমস্থল
অলকানন্দা ও নন্দাকিনী নন্দাপ্রয়াগ
অলকানন্দা ও মন্দাকিনী রুদ্রপ্রয়াগ
অলকানন্দা ও সরস্বতী কেশবপ্রয়াগ
গোদাবরী ও ইন্দ্রাবতী ভদ্রকালী
মন্দাকিনী ও অলশতরঙ্গিনী সূর্যপ্রয়াগ
তুঙ্গা ও ভদ্রা কুডলি
গঙ্গা ও যমুনা এলাহাবাদ
যমুনা ও বেতওয়া হামিরপুর
ভাগীরথী ও ন্যাসগঙ্গা ইন্দ্রপ্রয়াগ
শ্যামগঙ্গা ও ভাগীরথী শ্যামপ্রয়াগ
কাবেরী, ভবানী ও আমুধা অরোডের ত্রিবেণীসঙ্গম
কালিয়ার, থোডুপুঝায়ার, কথায়ার মুভাট্টুপুঝা
যমুনা, চম্বল, পাহুজ, সিন্ধ ও কুমারী পাঁচনদ
মুধিরাপুঝা, নাল্লাথানি, কন্ডলি মুন্নার
কৃষ্ণা ও তুঙ্গাভদ্রা আলমপুর
অলকানন্দা ও সরস্বতী কেশবপ্রয়াগ
অলকানন্দা ও ভাগীরথী দেবপ্রয়াগ
সোমনদী ও মন্দাকিনী সোমপ্রয়াগ
অলকানন্দা ও পিন্দর কর্ণপ্রয়াগ
অলকানন্দা ও ধৌলিগঙ্গা বিষ্ণুপ্রয়াগ
গঙ্গা–যমুনা–সরস্বতী প্রয়াগরাজ
শতুদ্র ও বিয়াস হারিকা জলাভূমি
নীলগঙ্গা ও ভাগীরথী গুপ্ত প্রয়াগ
গঙ্গা ও গণ্ডক হাজিপুর
গঙ্গা ও কোশী কুরুশিলা

ভারতের বিভিন্ন নদীর সঙ্গমস্থল সমূহ PDF-টি বিনামূল্যে পেতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details ::

File Name:  ভারতের বিভিন্ন নদীর সঙ্গমস্থল সমূহ

File Format:  PDF

No. of Pages:  02

File Size:  275 KB



আরও পোস্টের নাম লিঙ্ক
ভারতের ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান Click Here
ভারতীয় টাকার প্রাদেশিক নাম Click Here

No comments:

Post a Comment