Breaking




Friday, 28 February 2025

বিখ্যাত ব্যক্তিদের ঘোড়ার নাম তালিকা PDF

বিখ্যাত ব্যক্তিদের ঘোড়ার নাম তালিকা PDF | ঐতিহাসিক ব্যক্তিদের ঘোড়ার নাম তালিকা PDF | Famous Historical Horses in Bengali PDF 

বিখ্যাত ব্যক্তিদের ঘোড়ার নাম তালিকা PDF
বিখ্যাত ব্যক্তিদের ঘোড়ার নাম তালিকা PDF ||
Sohojogita...
আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, বিখ্যাত ব্যক্তিদের ঘোড়ার নাম তালিকা PDF-যে পোস্টটিতে খুব সুন্দর ভাবে প্রশ্ন আকারে তালিকা দেওয়া হল। যাতে ঐতিহাসিক ব্যাক্তিদের ঘোড়ার নাম গুলি দেওয়া আছে। যে পোস্টটি তোমাদের বিভিন্ন প্রকার চাকরীর পরীক্ষা গুলির ক্ষেত্রে দারুন ভাবে কাজে আসবে। 
তাই তোমরা অবশ্যই এই পোস্টটি মনোযোগ সহ কারে পড়ো, কারন এই টপিকটি থেকে প্রশ্ন আসে। 

বিখ্যাত ব্যক্তিদের ঘোড়ার নাম তালিকা

📌 গৌতম বুদ্ধের ঘোড়ার নাম কি ?
➺ কন্ঠক

📌নেপোলিয়নের ঘোড়ার নাম কি ?
➺ মারেঙ্গ

📌 হুসেন ইবন আলীর ঘোড়ার নাম কি ?
➺ ধুলজন

📌 হারকিউলিস-এর ঘোড়ার নাম কি ?
➺ এরিয়ন

📌 ক্যালিবুলার ঘোড়ার নাম কি ?
➺ ইনসিটেটাস

📌 ডিউক অফ ওয়েলিংটন-এর ঘোড়ার নাম কি ?
➺ কোপেনহাগেন

📌 সাইমন বলিভারের ঘোড়ার নাম কি ?
➺ পালোমো

📌 এল সিড-এর ঘোড়ার নাম কি ?
➺ ব্যাবিকা

📌 জিন আটরির ঘোড়ার নাম কি ?
➺ চ্যাম্পিয়ন

📌 কিং আর্থা‌র-এর ঘোড়ার নাম কি ?
➺ লমরি

📌 রবার্ট ই. লি.-এর ঘোড়ার নাম কি ?
➺ ট্রাভেলার

📌 দেবরাজ ইন্দ্রের ঘোড়ার নাম কি ?
➺ উচ্চেঃশ্রবা

📌 প্লুটোর ঘোড়ার নাম কি ?
➺ এটন

📌 গ্যারিবলডির ঘোড়ার নাম কি ?
➺ মারসালা

📌 আলেকজান্ডারের ঘোড়ার নাম কি ?
➺ বুকিফেলাস

📌 আকবরের ঘোড়ার নাম কি ?
➺ রভর

📌 অশোকের ঘোড়ার নাম কি ?
➺ পবন

📌 রানা প্রতাপের ঘোড়ার নাম কি ?
চেতক
বিখ্যাত ব্যাক্তিদের ঘোড়ার নাম PDF  টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details :: 

File Name: বিখ্যাত ব্যক্তিদের ঘোড়ার নাম  

File Format:  PDF

No. of Pages:  01

File Size:  125 KB



আরও পোস্টের নাম পোস্টের লিঙ্ক
বিভিন্ন রাজবংশের সরকারি ভাষা Click Here
পশ্চিমবঙ্গের জি আই ট্যাগ প্রাপ্ত দ্রব্য তালিকাClick Here

1 comment: