Breaking




Saturday, 1 March 2025

জীববিদ্যার বিভিন্ন শাখার জনক তালিকা PDF | Father of Various Branches of Biology

জীববিদ্যার বিভিন্ন শাখার জনক PDF || Father of Various Branches of Biology

জীববিদ্যার বিভিন্ন শাখার জনক PDF
জীববিদ্যার বিভিন্ন শাখার জনক PDF
ডিয়ার স্টুডেন্টস, 
আজ আমরা তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি, জীববিদ্যার বিভিন্ন শাখার জনক PDF এই পোস্টটি নিয়ে। যে পোস্টটির মধ্যে জীববিদ্যার বিভিন্ন শাখার নাম এবং তাদের জনকের নাম গুলি খুব সুন্দর ভাবে তুলে ধরলাম তালিকা আকারে, যে তালিকাটি তোমাদের দারুন ভাবে কাজে আসবে বিভিন্ন ক্ষেত্রে। তাই আর দেরি না করে অবিলম্বে পোস্টটি খুব মনোযোগ সহকারে দেখে নাও- 

জীববিদ্যার বিভিন্ন শাখার জনক তালিকা

শাখা জনক
কোষবিদ্যা রবার্ট হুক
জীবাণুতত্ত্ব রবার্ট হুক
জীববিজ্ঞান অ্যারিস্টটল
উদ্ভিদবিদ্যা থিওফ্রাসটাস
প্রাণীবিদ্যা অ্যারিস্টটল
মেডিসিন হিপোক্রেটিস
উদ্ভিদ শারীরবিদ্যা স্টিফেন হেলস
ভারতীয় শল্যচিকিৎসা সুশ্রুত
আয়ুর্বেদ চরক
ট্যাক্সোনমি ক্যারোলাস লিনিয়াস
ভাইরাসতত্ত্ব ডব্লিউ. এম. স্ট্যানলি
শর্তসাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া ইভান প্যাভলভ
জেনোমিক্স ফ্রেডরিক স্যাঙ্গার
রক্ত সংবহন সংক্রান্ত উইলিয়াম হার্ভে
অ্যান্টিবায়োটিক আলেকজান্ডার ফ্লেমিং
রক্তগ্রুপ কার্ল ল্যান্ডস্টেইনার
জীব রসায়নবিদ্যা জে. লিবিগ

জীববিদ্যার বিভিন্ন শাখার জনক PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন

No comments:

Post a Comment