Breaking




Wednesday 27 December 2023

WBP Constable Main Practice Set in Bengali Free PDF || পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল মেন প্র্যাকটিস সেট

WBP Constable Main Practice Set in Bengali Free PDF || পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল মেন প্র্যাকটিস সেট

পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল মেন প্র্যাকটিস সেট
পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল মেন প্র্যাকটিস সেট
নমস্কার বন্ধুরা,
আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি WBP Constable Main Practice Set PDF যে সেটটি তোমাদের উক্ত পরীক্ষার প্রস্তুতি নিতে বিশেষ ভাবে কাজে আসবে। আমরা এই সেটটির মধ্যে উক্ত পরীক্ষার উপযোগী কিছু প্রশ্ন উত্তর দেওয়া আছে, যে সেটটি তোমাদের উক্ত পরীক্ষার প্রস্তুতি নিতে দারুন ভাবে সাহায্য করবে। 
তাই তোমরা আর সময় নষ্ট না করে নীচে দেওয়া তালিকাটি ভালোভাবে দেখে নাও এবং PDF-টি সংগ্রহ করে প্র্যাকটিস করতে শুরু করে দাও।

WBP মেন Practice সেট প্রশ্নাবলী 
 

০১. ভারতীয় নৌ একাডেমি কোথায় অবস্থিত ? 
Ⓐ হিমাচল প্রদেশ
Ⓑ মধ্য প্রদেশ
Ⓒ উত্তর প্রদেশ
Ⓓ কেরালা 

০২. ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতীয় রাষ্ট্র সম্বন্ধে একটি কার্যকরী ব্যাখ্যা দান করা হয়েছে ?
Ⓐ ১২নং ধারায় 
Ⓑ ১৫নং ধারায়
Ⓒ ১৭নং ধারায়
Ⓓ ১৯নং ধারায়

০৩. অলকানন্দা এবং মন্দাকিনীর সঙ্গমস্থল কী নামে পরিচিত ?
Ⓐ রুদ্রপ্রয়াগ 
Ⓑ দেবপ্রয়াগ
Ⓒ বিষ্ণুপ্রয়াগ
Ⓓ কেশবপ্রয়াগ

০৪. সালোকসংশ্লেষ এর ফলে উৎপন্ন অক্সিজেনের উৎস কোনটি~
Ⓐ NO2
Ⓑ CO2
Ⓒ H2O 
Ⓓ SO2

০৫. বাংলার প্রথম স্বাধীন নবাব কে ?
Ⓐ আলীবর্দী খাঁ
Ⓑ মুর্শিদকুলি খাঁ 
Ⓒ মীরকাসিম
Ⓓ মীরকাসিম

০৬. কেঁচোর প্রধান নাইট্রোজেনযুক্ত রেচনবস্তু হল –
Ⓐ অ্যামোনিয়া
Ⓑ ইউরিয়া 
Ⓒ ইউরিক অ্যাসিড
Ⓓ অ্যামিনো অ্যাসিড

০৭. সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন ?
Ⓐ গোপাল হরি দেশমুখ
Ⓑ বি আর আম্বেদকর
Ⓒ জ্যোতিবা ফুলে 
Ⓓ অ্যানি বেসান্ত

০৮. প্রথম ভারতীয় মহিলা পাইলট কে ?
Ⓐ আরতী সাহা
Ⓑ লক্ষী দেবী
Ⓒ দূর্বা ব্যানার্জি 
Ⓓ শিখা ব্যানার্জি

০৯. বজরং পুনিয়া কোন খেলার সঙ্গে যুক্ত ?
Ⓐ হকি
Ⓑ ভারোত্তোলন
Ⓒ জ্যাভলিন থ্রো
Ⓓ রেসলিং 

১০. গোবিন্দ অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
Ⓐ উত্তরাখণ্ড 
Ⓑ ঝাড়খণ্ড
Ⓒ তামিলনাড়ু
Ⓓ আসাম

১১. কোন ভিটামিন জরায়ুর মধ্যে ভ্রণের বৃদ্ধিতে সাহায্য করে ?
Ⓐ ভিটামিন A
Ⓑ ভিটামিন C
Ⓒ ভিটামিন E 
Ⓓ ভিটামিন K

১২. আলিগড় আন্দোলন কে শুরু করেছিলেন ?
Ⓐ চারু মজুমদার
Ⓑ সৈয়দ আহমেদ 
Ⓒ দীপঙ্কর ভট্টাচার্য
Ⓓ গান্ধিজি

১৩. ধানগাছের ক্রোমোজম সংখ্যা কত ?
Ⓐ ২৪ টি 
Ⓑ ২৮ টি
Ⓒ ৩২ টি
Ⓓ ৩৪ টি

১৪. অমরকণ্টক পাহাড় কোন নদীর উৎস ?
Ⓐ কাবেরী
Ⓑ মহানদী
Ⓒ নর্মদা 
Ⓓ কোনটিই নয়

১৫. ভিনিগার কিসের জলীয় দ্রবণ ?
Ⓐ অ্যাসিটিক অ্যাসিড 
Ⓑ টারটারিক অ্যাসিড
Ⓒ অক্সালিক অ্যাসিড
Ⓓ ম্যালিক অ্যাসিড

১৬. Sachin was standing _ me.
Ⓐ besides
Ⓑ aside
Ⓒ next 
Ⓓ beside

১৭. Out of the alternatives, choose the one which can be substituted for the given words/sentence. That which is "Unclear"
Ⓐ Ambiguous 
Ⓑ Doubtless
Ⓒ Uncertain
Ⓓ Controversial

১৮. There _ any message from my friend since he moved to Delhi.
Ⓐ haven’t been
Ⓑ isn’t
Ⓒ wasn’t
Ⓓ hasn’t been 

১৯. A thorough search of the aircraft was carried _ in the airport.
Ⓐ along
Ⓑ out
Ⓒ off
Ⓓ on

২০. Change the voice of the sentence. Darjeeling grows tea.
Ⓐ Tea grown in Darjeeling
Ⓑ Tea is grown in Darjeeling 
Ⓒ Let the tea be grown in Darjeeling
Ⓓ Tea is being grown in Darjeeling

২১. Which correctly spelt.
Ⓐ Regulatary
Ⓑ Mandatary
Ⓒ Circulatary
Ⓓ Temporary 

২২. He shows great ability _ mathematics. (appropriate word or preposition)
Ⓐ in
Ⓑ at 
Ⓒ of
Ⓓ about

২৩. I have written a letter to him at his Delhi address today. (Indicate the Tense)
Ⓐ PRESENT INDIFINITE
Ⓑ PRESENT CONTINUOUS
Ⓒ PRESENT PERFECT 
Ⓓ PRESENT PERFECT CONTINUOUS

২৪. Choose the correct meaning : He is (not fit to hold a candle) to predecessor .
Ⓐ UNABLE TO ENLIGHTEN
Ⓑ INCAPABLE OF FOLLOWING
Ⓒ NOT TO BE NAME IN COMPARISON WITH 
Ⓓ UNFIT TO GUIDE

২৫. Antonym of "Confident" is :
Ⓐ DIFFIDENT
Ⓑ SUSPECT 
Ⓒ BOLD
Ⓓ RATIFY

২৬. "Fastidious" means :
Ⓐ FUSSY 
Ⓑ DOUBTFUL
Ⓒ CLEVER
Ⓓ CRUEL

২৭. There is a exception _ every rule.
Ⓐ FOR
Ⓑ DOWN
Ⓒ IN
Ⓓ TO 

২৮. He finished everything.(Make it negative)
Ⓐ HE DID NOT FINISH EVERYTHING.
Ⓑ HE DID NOT UNFINISH EVERYTHING.
Ⓒ HE LEFT NOTHING UNFINISHED. 
Ⓓ HE LEFT NOTHING FINISHED.

২৯. Choose the word nearly opposite : The (high-handed) ways of the manager made him an enemy of the people.
Ⓐ SUBMISSIVE AND FRIENDLY 
Ⓑ IGNORANT
Ⓒ ANGRY
Ⓓ IMPATIENT

৩০. To come to the fore - means .
Ⓐ PROMINENT 
Ⓑ AGGRESSIVE
Ⓒ WEAK
Ⓓ AWARE

৩১. এক ব্যক্তি 9 কিমি/ঘণ্টা বেগে 18 কিমি দূরবর্তী কোনো স্থানে যান। প্রত্যেক 1 কিমি অন্তর 5 মিনিট করে বিশ্রাম নিলে, সমগ্র পথ যেতে তার কত সময় লাগবে ?
Ⓐ 3½ ঘন্টা
Ⓑ 3¹/₁₂ ঘন্টা
Ⓒ 3⁵/₁₂ ঘন্টা 
Ⓓ 3⁷/₁₂ ঘন্টা

৩২. ক্লাসে যারা পাস করেছে তাদের মধ্যে রাজনের স্থান হল প্রথম থেকে 11 ও নিচ থেকে 31, 3 জন ছাত্র পরীক্ষা দেয়নি ও 1 জন ফেল করেছে। ক্লাসে কতজন ছাত্র ছিল ?
Ⓐ 32 জন
Ⓑ 42 জন
Ⓒ 45 জন 
Ⓓ 46 জন

৩৩. 3000 টাকা যতদিনে সুদেমূলে 4321 টাকা হয়েছে তার অর্ধেক সময়ে 3000 টাকা চক্রবৃদ্ধিহারে সুদেমূলে কত হবে ?
Ⓐ 3400 টাকা
Ⓑ 3600 টাকা 
Ⓒ 3800 টাকা
Ⓓ 3500 টাকা

৩৪. দুই প্রকার মিশ্রণে তামা ও নিকেলের অনুপাত 2:1 এবং 7:2 । এই দুই প্রকার মিশ্রণ 5:6 অনুপাতে মেশালে নতুন মিশ্রণে তামা ও নিকেলের অনুপাত কত হবে ?
Ⓐ 8:3 
Ⓑ 3:8
Ⓒ 2:5
Ⓓ 5:2

৩৫. 75 থেকে 97 পর্যন্ত সকল পূর্ণ সংখ্যার যোগফল কত ?
Ⓐ 1598
Ⓑ 1798
Ⓒ 1958
Ⓓ 1978 

৩৬. পাঁচটি ঘণ্টা 3, 5, 7, 8 এবং 10 সেকেন্ড অন্তর বাজে। তারা প্রথমে একসঙ্গে বাজবার কতক্ষণ পরে পুনরায় একসঙ্গে বাজবে ?
Ⓐ 18 মিনিট
Ⓑ 12 মিনিট
Ⓒ 14 মিনিট 
Ⓓ 16 মিনিট

৩৭. একটি জিনিসের বিক্রয় মূল্যের 10% তার ক্রয়মূল্যের 12% এর সমান এবং বিক্রয়মূল্যের 16% ক্রয়মূল্যের 18% এর থেকে 6 টাকা বেশি হলে জিনিসটির বিক্রয়মূল্য ও ক্রয়মূল্য কত ?
Ⓐ 800 টাকা, 700 টাকা
Ⓑ 600 টাকা, 500 টাকা 
Ⓒ 400 টাকা, 300 টাকা
Ⓓ 700 টাকা, 600 টাকা

৩৮. কোনো টাকার 12% হল 63 টাকা। ওই টাকার 40% কত টাকা হবে ?
Ⓐ 190
Ⓑ 230
Ⓒ 210 
Ⓓ 200

৩৯. কোনো ক্রিকেট খেলোয়াড় সপ্তদশতম বারের খেলায় 85 রান করলে তার রানের গড় পূর্বের 16 বারের রানের গড় অপেক্ষা 3 বাড়ল। 17 বার খেলার পর তার রানের গড় কি হল ?
Ⓐ 31
Ⓑ 37 
Ⓒ 39
Ⓓ 33

৪০. A এর মান B এর থেকে 25% বেশি । B এর মান A অপেক্ষা শতকরা কত কম ?
Ⓐ 25%
Ⓑ 33⅓%
Ⓒ 20% 
Ⓓ 16⅔%

৪১. ফাঁকা স্থানে কি বসবে : 3, 8, 6, 14, __, 20
Ⓐ 11
Ⓑ 10
Ⓒ 8
Ⓓ 9 

৪২. এক ব্যক্তি 3 কিমি উত্তরে যাবার পর বাম দিকে বেঁকে 2 কিমি গেল, তারপর সে আবার বাম দিকে বেঁকে 3 কিমি গেল। কিছুক্ষন পর আবার ডানদিকে বেঁকে সোজা গেল, কোনদিকে সে এখন হাঁটছে ?
Ⓐ পূর্ব
Ⓑ পশ্চিম 
Ⓒ উত্তর
Ⓓ দক্ষিণ

৪৩. শুভ পূর্বদিকে 15 কিমি গেল , তারপর বাম দিকে বেঁকে 5 কিমি গেল এবং তারপর বামদিকে 15 কিমি গেল, তাহলে সমীর এখন শুরুর স্থান থেকে কত দূরে অবস্থিত ?
Ⓐ 35 কিমি
Ⓑ 30 কিমি
Ⓒ 15 কিমি
Ⓓ 5 কিমি 

৪৪. সিরিজটি সম্পূর্ণ করো : 80, 40, ____ , 44, 90, 48, 95, ____ , 100
Ⓐ 85, 52 
Ⓑ 52, 56
Ⓒ 60, 64
Ⓓ 85, 89

৪৫. মনিপুরী : নৃত্য :: উর্দু : ?
Ⓐ মুসলিম
Ⓑ ভাষা 
Ⓒ কবিতা
Ⓓ নাটক

৪৬. কত গুলি 9 ঠিক 6 এবং 7 এর মাঝখানে আছে : 696996676979669779667
Ⓐ 2
Ⓑ 3
Ⓒ 4 
Ⓓ 5

৪৭. EGIK : FILO :: FHJL : ?
Ⓐ JGMP
Ⓑ JGPM
Ⓒ GJPM
Ⓓ GJMP 

৪৮. নিম্নের শব্দ গুলিকে ইংরেজি ডিকশনারি অনুযায়ী সাজালে কোন শব্দটি প্রথমে আসবে ?
Ⓐ SCIENCE 
Ⓑ SCRUTINY
Ⓒ SCRIPTURE
Ⓓ SCRAMBLE

৪৯. P যদি Q এর বোন হয়, Q যদি R এর স্ত্রী হয় এবং S ও R দুই ভাই হলে ; P, R এর কে হয় ?
Ⓐ শালী 
Ⓑ কাকিমা
Ⓒ মা
Ⓓ শাশুড়ি

৫০. BOY কে নির্দিষ্ট কোডে ZPC লেখা হয়, তবে GIRL কে কি লেখা হবে ?
Ⓐ SJHM
Ⓑ MSJH 
Ⓒ JHMS
Ⓓ HMSJ

বিঃ দ্রঃ- উত্তর গুলি দেখার জন্য PDF-টি সংগ্রহ করতে হবে।

পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল মেন প্র্যাকটিস সেট PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করো


No comments:

Post a Comment