Breaking




Thursday 23 September 2021

পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি প্র্যাকটিস সেট। WBP Constable Preliminary Practice Set-04

 পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি প্র্যাকটিস সেট

পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি প্র্যাকটিস সেট।
পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি প্র্যাকটিস সেট।
Hello বন্ধুরা,
আমরা সকলেই জানি পুলিশের পরীক্ষা আর বেশিদিন বাকি নেই। তোমাদের প্রস্তুতি প্র্যায় শেষ হয়ে গেছে। তোমাদের প্রস্তুতিকে আরও শক্তিশালী করে তুললে আমরা তোমাদের লাস্ট মিনিটের একটি মিনি প্র্যাকটিস সেট-এর প্রস্তুত করেছি। যেটা তোমাদের খুবই কাজে আসবে। এই প্র্যাকটিস সেটটির মধ্যে থাকছে বাছাই করা ৩০টি GK+CA , ১০টি অঙ্ক  আর থাকছে ১০টি রিজনিং। যে গুলো তোমাদের বিশেষভাবে কাজে আসতে চলেছে।
 
      সুতরাং আর কোন রকম সময় নষ্ট না করে হাতে পেন খাতা তুলে নিয়ে প্র্যাকটিসটি প্র্যাকটিস করতে শুরু করে দাও।

পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি প্র্যাকটিস সেট

০১. গোপাল কোন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন ?

🅐 প্রতিহার

🅑 পল্লব

🅒 পাল

🅓 চালুক্য


০২. লর্ড ডালহৌসি কবে অধিগ্রহণ করেছিল ?

🅐 ১৮৪৮ সালে

🅑 ১৮৫৩ সালে

🅒 ১৮৫৬ সালে

🅓 ১৮৫৭ সালে


০৩. কেলভিন স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত ?

🅐 ২৭৩K

🅑 ১০০K

🅒 ১৭৩K

🅓 ৩৭৩K


০৪. NEFT এর পুরো নাম কি ?

🅐 NET EFFECTIVE FUNDS TRANSFER 

🅑 NET EFFECIVE FUNDS TECHNOLOGY  

🅒 NATIONAL ELECTRONIC FUNDS TRANSFER

🅓 NATIONAL EFFECTIVE FINANCIAL TRAINING


০৫. ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গাজল চুক্তি সম্পাদিত হয়েছিল কোন সালে ?

🅐 ১৯৯৫ সালে

🅑 ১৯৯৬ সালে

🅒 ১৯৯৪ সালে

🅓 ১৯৯৭ সালে


০৬. ঘড়িতে . ৩০ সময় হলে ঘড়ির কাঁটা দুটির মধ্যে কত কোন হবে ?

🅐 ১০৫ ডিগ্রি

🅑 ৯০ ডিগ্রি

🅒 ৮০ ডিগ্রি

🅓 ৭৫ ডিগ্রি


০৭. অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন ?

🅐 ওয়েলেসলি

🅑 ক্যানিং

🅒 ওয়ারেন হেস্টিংস

🅓 ডালহৌসি

০৮. আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয় ?

🅐 ৮ই এপ্রিল

🅑 ৮ই মে

🅒 ৮ই মার্চ

🅓 ৮ই জুন


০৯. শ্বসনের কোন প্রক্রিয়াকে EMP পথ বলা হয় ?

🅐 কোহল সন্ধান

🅑 ফারমেনটেসন

🅒 ক্রেবস চক্র

🅓 গ্লাইকোলাইসিস


১০. সত্য সুন্দর দাস কার ছদ্মনাম ?

🅐 অমিয় চক্রবর্তী

🅑 মোহিতলাল মজুমদার

🅒 নজরুল ইসলাম

🅓 কামিনী রায়


১১. প্রথম মহিলা বিচারপতি নিয়োগের গৌরব যে হাইকোর্টের, তা হল-

🅐 হিমাচলপ্রদেশ হাইকোর্ট

🅑 গুয়াহাটি হাইকোর্ট

🅒 দিল্লী হাইকোর্ট

🅓 এলাহাবাদ হাইকোর্ট


১২. ১৯০৬ সালে সিমলায় মুসলিম প্রতিনিধিদলের কে নেতৃত্ব দিয়েছিলেন ?

🅐 মহম্মদ আলি

🅑 সৌকত আলি

🅒 আগা খান

🅓 সলিমুল্লাহ


১৩. ১৯১৯ সালের আইন কি নামে পরিচিত ছিল ?

🅐 রাওলাট অ্যাক্ট

🅑 মন্ট-ফোর্ড অ্যাক্ট

🅒 সাইমন অ্যাক্ট

🅓 মর্লে-মিন্টো অ্যাক্ট


১৪. নীচের কোনটি ইনসিটু সংরক্ষণ নয় ?

🅐 বায়োস্ফিয়ার রিজার্ভ

🅑 ন্যাশানাল পার্ক

🅒 অভয়ারণ্য

🅓 বোটানিক্যাল গার্ডেন


১৫. সালোকসংশ্লেষের আলোক দশা কোথায় সম্পন্ন হয়?

🅐 গ্রাণা অঞ্চলে

🅑 সাইট্রোপ্লাজমে

🅒 স্ট্রোমা অঞ্চলে

🅓 কোনটিই নয়


১৬. আঁধি নামক ঝড় নিম্নলিখিত কোন স্থানে ঘটে ?

🅐 আসাম

🅑 পাঞ্জাব

🅒 মহারাষ্ট্র

🅓 উত্তরপ্রদেশ


১৭. চেঙ্গিস খাঁ কত সালে ভারত আক্রমণ করেছিল ?

🅐 ১২৩১

🅑 ১২২১

🅒 ১২৪১

🅓 ১২১১


১৮. নাকো হ্রদ কোন রাজ্যে অবস্থিত ?

🅐 হিমাচল প্রদেশ

🅑 উত্তরপ্রদেশ

🅒 আসাম

🅓 গুজরাট


১৯. The Argumentative Indian গ্রন্থটি কার লেখা ?

🅐 চেতন ভগত

🅑 অরুন্ধতি রায়

🅒 অমর্ত্য সেন

🅓 এন.সি. চৌধুরী


২০. UIDAI এর পুরো নাম কি ?

🅐 UNIQUE INDIVIDUAL DESCRIPTIVE AUTHORITY OF INDIA

🅑 URBAN INDUSTRIES DEVELOPMENT AUTHORITY OF INDIA

🅒 UNIVERSAL IDENTIFICATION AUTHORITY OF INDIA

🅓 UNIQUE IDENTIFICATION AUTHORITY OF INDIA


২১. আলেকজান্ডার কতদিন ভারতে ছিলেন ?

🅐 ৯ মাস

🅑 ১৯ মাস

🅒 ২৯ মাস

🅓 ৩৯ মাস


২২. মানুষের নখ কি দিয়ে তৈরি ?

🅐 কেরাটিন

🅑 পিগমেন্ট

🅒 অ্যালবুমিন

🅓 ইলাস্টিন


২৩. কোন গভর্নর জেনারেলের আমলে বিধবা বিবাহ আইন প্রণীত হয় ?

🅐 লর্ড ক্যানিং

🅑 লর্ড রিপন

🅒 লর্ড ডালহৌসি

🅓 লর্ড বেন্টিংক


২৪. দ্য রিপাবলিক গ্রন্থের লেখক কে ?

🅐 জেমস মিল

🅑 বেন্থাম

🅒 ম্যাকিয়াভেলি

🅓 প্লেটো


২৫. চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন ?

🅐 ওয়ারেন হেস্টিংস

🅑 লর্ড কর্ণওয়ালিস

🅒 লর্ড বেন্টিংক

🅓 এঁদের কেউই নন


২৬. দক্ষিণ ভারতে সমুদ্রগুপ্তের নীতি কী ছিল ?

🅐 দিগ্বিজয়

🅑 যুদ্ধ জয়

🅒 ধর্ম বিজয়

🅓 কোনটিই নয়


২৭. লাল গ্রহ বলা হয় কাকে ?

🅐 মঙ্গল

🅑 শুক্র

🅒 বৃহস্পতি

🅓 শনি


২৮. কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়ে সবুজ বিপ্লব সূচিত হয়েছিল ?

🅐 ষষ্ঠ

🅑 পঞ্চম

🅒 চতুর্থ

🅓 তৃতীয়


২৯. নিম্নের কোন খাবারের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায় ?

🅐 লেটুস

🅑 দুধ

🅒 মাছ

🅓 মাখন


৩০. ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলে ?

🅐 অ্যান্থোলজি

🅑 পেরোলজি

🅒 স্পার্মোলজি

🅓 পোমোলজি


৩১. ২৭০ টাকায় একটি দ্রব্য বিক্রয় করে ১২.৫% লাভ হলে দ্রব্যটির ক্রয়মূল্য কত টাকা ছিল ?

🅐 ২১০ টাকা

🅑 ২২০ টাকা

🅒 ২৪০ টাকা

🅓 ২৫০ টাকা  


৩২. এক ব্যক্তি ৩৩০ টাকায় একটি বই বিক্রয় করায় ১০% লাভ হয়। কত টাকায় বইটি বিক্রয় করলে ১৫%  লাভ হবে ?

🅐 ৩৪৫ টাকা

🅑 ৩৫০ টাকা

🅒 ৩৬০ টাকা

🅓 ৩৭০ টাকা


৩৩.  ১০০টি পেন বিক্রয় করে এক ব্যবসায়ী ২০ টি পেনের বিক্রয়মূল্য লাভ করে। তার লাভের হার কত ?

🅐 ১২%

🅑 ১৫%

🅒 ২০%

🅓 ২৫%


৩৪. কোন মিশ্রণে দুধ ও জলের অনুপাত ২ : ১ ওই মিশ্রণে আরও ২ লিটার দুধ মেশালে দুধ ও জলের অনুপাত ১১ : ৫ হয়। পূর্বে কত লিটার মিশ্রণ ছিল ?

🅐 ২০ লিটার

🅑 ২৫ লিটার

🅒 ৩০ লিটার

🅓 ৪০ লিটার


৩৫.  একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর অনুপাত ২ : ৩  যদি ছাত্র ও ছাত্রীর সংখ্যা যথাক্রমে ২০%  ও ১০%  বৃদ্ধি পায় তবে নতুন অনুপাত কত হবে ?

🅐 ৫ : ৮

🅑 ৮ : ১১

🅒 ১৩ : ৪

🅓 ১৪ : ৫


৩৬. সুদ মাস অন্তর দেওয়া হলে ১২০০ টাকার ১০% হারে বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত টাকা ?

🅐 ২.৫০

🅑

🅒 ৩.৭৫

🅓


৩৭. একটি মূলধন বছরে তিনগুণ হয়। কত বছরে সেটা গুণ হবে ?

🅐 ১৪ বছর 

🅑 ১৬ বছরে

🅒 ১৮ বছরে

🅓 ২০ বছরে


৩৮. তিনটি সংখ্যার অনুপাত ৫ : ৭ : ৯ এবং প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা ৪৯ বেশী। সংখ্যা তিনটির যোগফল কত ?

🅐 ১৪৫

🅑 ১৪৬

🅒 ১৪৭

🅓 ১৪৮


৩৯. জন শ্রমিক দিনে একটি মেশিন তৈরি করেন, যদি ওই কাজটি ১৪ জন শ্রমিক করে তাহলে মেশিনটি তৈরি করতে কতদিন সময় লাগবে ?

🅐 দিনে

🅑 দিনে

🅒 দিনে

🅓 দিনে


৪০. একটি মেল ট্রেন ও একটি প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগের অনুপাত ৫ : ৩ । প্যাসেঞ্জার ট্রেনটি ঘণ্টায় ৯০ কিমি গেলে, মেল ট্রেনটি ঘণ্টায় কত কিমি দূরত্ব অতিক্রম করবে ?

🅐 ১০০ কিমি

🅑 ১৫০ কিমি

🅒 ১৭৫ কিমি

🅓 ২০০ কিমি


৪১. আমি দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়ে আছি।  এখন আমি ১৩৫ ডিগ্রি অ্যান্টিক্লকঅয়াইজ ঘুরলাম। তারপর আমি ঠিক পিছনে ঘুরলাম এবং তারপর আমি ৪৫ ডিগ্রি ডানদিকে ঘুরলাম। এখন আমি কোন দিকে মুখ করে আছি ?

🅐 পূর্ব

🅑 পশ্চিম

🅒 উত্তর

🅓 দক্ষিণ


৪২. একটি অফিসে ১৭ জন কাজ করেন। নববর্ষের শুরুতে একে অপরকে গ্রিটিংস কার্ড দিলে মোট কটি কার্ডের প্রয়োজন ?

🅐 ৩৪ টি

🅑 ১৩৬ টি

🅒 ২৭২ টি

🅓 ২৮৯ টি


৪৩. ঘড়ি : সময় :: থার্মোমিটার : ?

🅐 তাপ

🅑 বিকিরণ

🅒 শক্তি

🅓 তাপমাত্রা


৪৪. ABC, PQR, DEF, STU, ?

🅐 VWX

🅑 GHI

🅒 IJK

🅓 GKL


৪৫. এক ব্যক্তি পশ্চিম দিকে হাঁটা শুরু করলো। এরপর সে প্রথমে ডানদিকে ঘুরল, তারপর আবার ডানদিকে ঘুরল এবং শেষে বামদিকে ঘুরল। এখন সে কোন দিকে হাঁটছে ?

🅐 পূর্ব

🅑 পশ্চিম

🅒 উত্তর

🅓 দক্ষিণ


৪৬. ৫১২ : ৭৩২ :: ১৩৩১ : ?

🅐 ২৯১

🅑 ১৭৩১  

🅒 ১৯৩১

🅓 ২১৫২


৪৭. রাত ১০ : ৩০ এর সময়ে কোনো ঘড়ির কাঁটা পশ্চিম দিকে থাকলে, ওই সময়ে ঘণ্টার কাঁটাটি কোন দিকে থাকবে ?

🅐 দক্ষিণ-পূর্ব

🅑 দক্ষিণ-পশ্চিম

🅒 উত্তর-পূর্ব

🅓 উত্তর-পশ্চিম


৪৮. NAIL : LIAN :: HAMMER : ?

🅐 AHMMRE    

🅑 MMEHAR

🅒 REMMAH

🅓 RMEMHA


৪৯. KMQS : MPVZ :: ? : ?

🅐 BCEG : CFIM    

🅑 ECKM : GJPT

🅒 GILN : IKOR     

🅓 QSXZ : SAWU


৫০. যদি MADRAS কে লেখা হয় NBESBT, তাহলে BOMBAY কে কি লেখা হবে ?

🅐 CPNCBX

🅑 CPNCBZ

🅒 CPOCBZ

🅓 CQOCBZ



প্র্যাকটিস সেটটি  PDF  আকারে পেতে নীচের লেখা  Click Here to Download -এ ক্লিক করো।

 File Details::

File Name: WBP Constable Preliminary Practice Set-04
File Format:  PDF
No. of Pages:  08
File Size:  324 KB
Download Link : Click Here to Download 

No comments:

Post a Comment