পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট ০৫ । । WB Police Constable Bengali Practice Set 05
পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট ০৫ । । WB Police Constable Bengali Practice Set 05 |
Hello বন্ধুরা,
আজ তোমাদের সম্পূর্ণ বাংলায় পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার প্র্যাকটিস সেটটি দিচ্ছি। তোমরা অবশ্যই এই প্র্যাকটিস সেটি প্র্যাকটিস করো যাতে তোমরা যারা কনস্টেবল পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছো তোমরা তোমাদের প্রস্তুতিকে সঠিক ভাবে আগিয়ে নিয়ে যেতে পারো। কারন আমরা বিভিন্ন বই এবং বিগত বছরের প্রশ্নপত্র থেকে বেছে বেছে প্রশ্ন গুলি নিয়ে এই প্র্যাকটিস সেটটি বানানো হয়েছে।
পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট প্রশ্ন সমূহ
০১. ভারতের প্রথম কোন হাইকোর্ট শুনানির লাইভ স্ট্রিমিং করবে ?
Ⓐ কলকাতা হাইকোর্ট
Ⓑ বোম্বে হাইকোর্ট
Ⓒ মাদ্রাজ হাইকোর্ট
Ⓓ গুজরাট হাইকোর্ট
০২. ঘণ্টায় ৬০০ কিমি গতিসম্পন্ন ম্যাগলেভ ট্রেন তৈরি করলো কোন দেশ ?
Ⓐ চীন
Ⓑ রাশিয়া
Ⓒ জাপান
Ⓓ আমেরিকা
০৩. হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল ?
Ⓐ বৈশালী
Ⓑ রাজগির
Ⓒ থানেশ্বর
Ⓓ পাটলিপুত্র
০৪. বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের নেতা কে ছিলেন ?
Ⓐ জওহরলাল নেহেরু
Ⓑ বল্লভ ভাই প্যাটেল
Ⓒ সরোজিনী নাইডু
Ⓓ মহাত্মা গান্ধী
০৫. তিস্তা হাইড্রোপাওয়ার প্রজেক্ট কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ অরুনাচল প্রদেশ
Ⓑ পশ্চিমবঙ্গ
Ⓒ নাগাল্যান্ড
Ⓓ সিকিম
০৬. "সি ইউ কি" গ্রন্থটি কার লেখা ?
Ⓐ ফা হিয়েন
Ⓑ ইবন বতুতা
Ⓒ আলবেরুনি
Ⓓ হিউয়েন সাং
০৭. দীন-ই-ইলাহি কে প্রবর্তন করেন ?
Ⓐ আকবর
Ⓑ জাহাঙ্গীর
Ⓒ হুমায়ূন
Ⓓ শাহজাহান
০৮. সম্প্রতি ইলেকট্রিক বাসের ট্রায়াল করলো কোন রাজ্য সরকার ?
Ⓐ কর্ণাটক
Ⓑ উত্তরপ্রদেশ
Ⓒ তেলেঙ্গানা
Ⓓ গুজরাট
০৯. বাবর তার আত্মজীবনী কোন ভাষায় রচনা করেন ?
Ⓐ তুর্কী
Ⓑ আফগানী
Ⓒ আরবীয়
Ⓓ কোনটিই নয়
১০. হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয় ?
Ⓐ ১৮১৭ সালে
Ⓑ ১৮১৯ সালে
Ⓒ ১৮২১ সালে
Ⓓ ১৯২৩ সালে
১১. ১৯০৫ সালের কংগ্রেসের অধিবেশনে সভাপতি কে হয়েছিলেন ?
Ⓐ লালা লাজপত রায়
Ⓑ সুরেন্দ্র নাথ ব্যানার্জী
Ⓒ বিশেন নারায়ন ধর
Ⓓ গোপাল কৃষ্ণ গোখলে
১২. কথাকলি ধ্রুপদী নৃত্য টি কোন রাজ্যের ?
Ⓐ কেরল
Ⓑ অন্ধ্রপ্রদেশ
Ⓒ তামিলনাড়ু
Ⓓ কর্ণাটক
১৩. বক্সারের যুদ্ধ কবে হয় ?
Ⓐ ১৭৬২ সালে
Ⓑ ১৭৬৪ সালে
Ⓒ ১৭৬৬ সালে
Ⓓ ১৭৬৮ সালে
১৪. গির অরণ্য কোন রাজ্যে অবস্থিত ?
Ⓐ গুজরাট
Ⓑ উত্তরাখন্ড
Ⓒ ঝাড়খন্ড
Ⓓ উত্তর প্রদেশ
১৫. ইবাদৎ খানা কার দ্বারা নির্মিত হয় ?
Ⓐ বাবর
Ⓑ আকবর
Ⓒ শাহজাহান
Ⓓ আলাউদ্দিন খলজি
১৬. ভারতের বিচার ব্যবস্থার শীর্ষে রয়েছে-
Ⓐ পার্লামেন্ট
Ⓑ হাইকোর্ট
Ⓒ সুপ্রিমকোর্ট
Ⓓ বিধানসভা
১৭. তানসেন কোন সম্রাটের সমসাময়িক ছিলেন ?
Ⓐ বাবর
Ⓑ আকবর
Ⓒ শাহজাহান
Ⓓ আলাউদ্দিন খলজি
১৮. ইন্ডিয়ান ন্যাশনাল সোশ্যাল কনফারেন্স কে প্রতিষ্ঠা করেন ?
Ⓐ এম জি রানাডে
Ⓑ মদন মোহন মালব্য
Ⓒ আত্মারাম পাণ্ডুরঙ্গ
Ⓓ দয়ানন্দ সরস্বতী
১৯. গান্ধীজি ডান্ডি অভিযান কোথা থেকে শুরু করেন ?
Ⓐ ডান্ডি
Ⓑ চম্পারণ
Ⓒ তমলুক
Ⓓ সবরমতী
২০. কোন বছর থেকে অস্কার পুরস্কার দেওয়া হয় ?
Ⓐ ১৯২৭ সালে
Ⓑ ১৯২৯ সালে
Ⓒ ১৯৩১ সালে
Ⓓ ১৯৩৩ সালে
২১. গঙ্গার মোট দৈর্ঘ্য প্রায় কত কিমি ?
Ⓐ ২৫২৫ কিমি
Ⓑ ২৭০০ কিমি
Ⓒ ২৮২৫ কিমি
Ⓓ ২৯০০ কিমি
২২. শেরশাহের সমাধি কোথায় অবস্থিত ?
Ⓐ সাসারামে
Ⓑ পলাশী
Ⓒ বৈশালী
Ⓓ কোনটিই নয়
২৩. তাপমাত্রা বাড়লে তরলের পৃষ্ঠটান কি হয় ?
Ⓐ হ্রাস পায়
Ⓑ বৃদ্ধি পায়
Ⓒ অপরিবর্তিত থাকে
Ⓓ প্রথমে বৃদ্ধি পায় পরে হ্রাস পায়
২৪. কোন দেশ কে বজ্রপাতের দেশ বলা হয়?
Ⓐ থাইল্যান্ড
Ⓑ অস্ট্রেলিয়া
Ⓒ নেপাল
Ⓓ ভুটান
২৫. ভারতের উপরাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান-
Ⓐ প্রধানমন্ত্রী
Ⓑ রাষ্ট্রপতি
Ⓒ সুপ্রিম কোর্টের বিচারপতি
Ⓓ লোকসভার অধ্যক্ষ
২৬. ২৭ কে এমন দুটি অংশে ভাগ কর,যার একটি অংশ অপরটির ৩৫% হয়।তবে সংখ্যা দুটি –
Ⓐ ১৮,৯
Ⓑ ২১,৬
Ⓒ ২৪,৩
Ⓓ ২০,৭
২৭. ১৬টি দ্রব্যের ক্রয়মূল্য 20টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে,শতকরা ক্ষতির পরিমান কত -
Ⓐ ২৪%
Ⓑ ১৬%
Ⓒ ২০%
Ⓓ ২২%
২৮. একটি কাজ A একা ২০ দিনে এবং B একা ৩০ দিনে করতে পারে।তবে A ও B একত্রে কাজটি কতদিন করবে -
Ⓐ ১২ দিন
Ⓑ ১০ দিন
Ⓒ ১৫ দিন
Ⓓ ১৬ দিন
২৯. একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে ৩০ মিনিটে এবং ১৫ মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়।দুটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হয় -
Ⓐ ১০ মিনিটে
Ⓑ ১২ মিনিটে
Ⓒ ১১ মিনিটে
Ⓓ ৯ মিনিটে
৩০. ১ থেকে ২৭ পর্যন্ত পরপর প্রকৃত সংখ্যা গুলির ঘন -এর গড় কত -
Ⓐ ৭৫৬
Ⓑ ৯২৫২
Ⓒ ৫৯২২
Ⓓ ৫২৯২
৩১. বার্ষিক ৬% সরল সুদে ৪০০ টাকার ৫ বছরের সুদ কত -
Ⓐ ১৪০ টাকা
Ⓑ ১২০ টাকা
Ⓒ ২০ টাকা
Ⓓ ১২৪ টাকা
৩২. বার্ষিক ১০% সরল সুদে ৩ বছর পর কোনো টাকার সুদ ১৫০ টাকা হলে,আসল কত-
Ⓐ ৫০০০ টাকা
Ⓑ ১৫০০ টাকা
Ⓒ ৫০০ টাকা
Ⓓ ৫৫০ টাকা
৩৩. একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ৬ গুন বৃদ্ধি করা হলে,ক্ষেত্রফল কতগুন বৃদ্ধি পাবে -
Ⓐ ৩৬ গুন
Ⓑ ৩০ গুন
Ⓒ ৩৫ গুন
Ⓓ ৪২ গুন
৩৪. ১০ মিটার বাহুবিশিষ্ট বর্গক্ষেত্রের মাঝখানে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর ২ মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত-
Ⓐ ৪৪ বর্গমিটার
Ⓑ ৩৬ বর্গমিটার
Ⓒ ৪০ বর্গমিটার
Ⓓ ৪২ বর্গমিটার
৩৫. দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত ১৬:৯ হলে,বর্গক্ষেত্র দুটির বাহুর অনুপাত কত -
Ⓐ ১৬:৯
Ⓑ ৪:৯
Ⓒ ১৬:৩
Ⓓ ৪:৩
৩৬. ৪৩২০ সংখ্যাটিকে কত দিয়ে গুন করলে তা একটি পূর্ণঘনসংখ্যায় পরিনত হবে ?
Ⓐ ১০
Ⓑ ২৫
Ⓒ ৪৫
Ⓓ ৫০
৩৭. ০.৯ x .০৯ x ০.০০৯ x ০.০০০৯ = ?
Ⓐ ০.০০০০০০৬৫৬১
Ⓑ ০.০০০০০৬৫৬১
Ⓒ ০.০০০০৬৫৬১
Ⓓ ০.০০০০০০০৬৫৬১
৩৮. দুটি সংখ্যার যোগফল ২০৫;একটি সংখ্যা অপরটি থেকে ৭ বেশি হলে,একটি সংখ্যা -
Ⓐ ১০১
Ⓑ ৯৯
Ⓒ ১৮৯
Ⓓ ৫৯
৩৯. ১৯৯৫ সালের ১লা জানুয়ারী রবিবার ,তাহলে ১৯৯৫ সালে কটি রবিবার ছিল ?
Ⓐ ৫৩
Ⓑ ৫২
Ⓒ ৫১
Ⓓ ৫০
৪০. ১৬.৫০ ÷ ১.৫ ÷ ১.১ ÷ ০.৫ = ?
Ⓐ ৫
Ⓑ ২০
Ⓒ ১০
Ⓓ ৫৫
৪১. যদি A, B এর ভাই হয়; B, C এর বোন হয়; এবং C, D এর বাবা হয়, তবে D ও A এর সাথে সম্পর্ক কি ?
Ⓐ ভাই
Ⓑ বোন
Ⓒ ভাগ্না
Ⓓ ভাইপো
৪২. কোনো মাসের 5 তারিখ পড়েছে শুক্রবার ও ওই মাসের শেষ দিন হল বুধবার। তাহলে ওই মাসের 23 তারিখ কি বার ?
Ⓐ মঙ্গলবার
Ⓑ বুধবার
Ⓒ শুক্রবার
Ⓓ রবিবার
৪৩. যদি KITE = 45 হয়, তাহলে WILD = ?
Ⓐ 72
Ⓑ 40
Ⓒ 48
Ⓓ 29
৪৪. বেমানানটি নির্ণয় করো -
Ⓐ লিচু
Ⓑ পেঁপে
Ⓒ কাঁঠাল
Ⓓ পেয়ারা
৪৫. 64, 125, 216, ?, 512
Ⓐ 324
Ⓑ 268
Ⓒ 244
Ⓓ 343
৪৬. যদি 2001 সালের প্রথম দিনটি সোমবার হয়, তবে বছরের শেষ দিনটি কি বার হবে ?
Ⓐ শনিবার
Ⓑ রবিবার
Ⓒ সোমবার
Ⓓ মঙ্গলবার
৪৭. AZBY, CXDW, EVFU, ?
Ⓐ SHTG
Ⓑ GXHW
Ⓒ GTHS
Ⓓ STNO
৪৮. আবীরকে দেখিয়ে সোমা বলল, "সে হল আমার বাবার একমাত্র মেয়ের মায়ের একমাত্র ভাইয়ের পুত্র।" আবীর সোমার কে হয় ?
Ⓐ মামা
Ⓑ কাকা
Ⓒ নিজের ভাই
Ⓓ মামাতো ভাই
৪৯. ইংরেজি বর্ণমালার M এর বাঁদিকের 11 তম বর্ণের ডানদিকের অষ্টম বর্ণ কোনটি ?
Ⓐ I
Ⓑ J
Ⓒ K
Ⓓ G
৫০. 0, 6, 24, 60, 120, 210, ?
Ⓐ 240
Ⓑ 290
Ⓒ 336
Ⓓ 504
প্র্যাকটিস সেটটি PDF আকারে পেতে নীচের লেখা Click Here to Download -এ ক্লিক করো।
File Details::
File Name: পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট ০৫
File Format: PDF
No. of Pages: 09
File Size: 323 KB
Download Link : Click Here to Download
আরও প্র্যাকটিস সেট দেখো ঃঃ
No comments:
Post a Comment