একনজরে অটল বিহারী বাজপেয়ী || About Atal Bihari Vajpayee General Knowledge In Bengali
একনজরে অটল বিহারী বাজপেয়ী | | About Atal Bihari Vajpayee General Knowledge In Bengali |
নমস্কার,
আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো ভারতের একজন অন্যতম আদর্শ দলনেতার সম্পর্কে। জিনি ভারতবর্ষ কে একটি পর্যায়ে পৌঁছে দিয়েছিলেন। তিনি একজন দলনেতার পাশাপাশি তিনি একজন লেখক,কবি হিসাবেও বিখ্যাত ছিলেন। আমরা আজকে সেই মহান ব্যাক্তিত্ব বাজপেয়ী সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF এই পোস্টটি শেয়ার করলাম।
তোমরা অবশ্যই জানার আগ্রহকে বাড়িয়ে নিয়ে নীচে দেওয়া PDF-টি সংগ্রহ করে নাও এবং ওনার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর গুলি দেখে নাও।
একনজরে অটল বিহারী বাজপেয়ী
০১. অটল বিহারী বাজপেয়ীর জন্ম
Ans :- 25শেDec.1924(বেতেশ্বর গ্রামে গোয়ালিয়র রাজ্য)
০২. অটল বিহারীর বাবা
Ans :- কৃষ্ণ বিহারী বাজপেয়ী
০৩. অটল বিহারীর শিক্ষা
Ans :- রাষ্ট্রবিজ্ঞানে M.A.First Class ( আগ্রা বিশ্ব বিদ্যালয়,1947)
০৪. অটল বিহারী ভাষা জানতেন
Ans :- সংস্কৃত, হিন্দি, ইংরাজী
০৫. অটল বিহারীর পেশা/শখ
Ans :- কবিতা লেখা, সাংবাদিকতা, সক্রিয় রাজনীতি
০৬. অটল বিহারীর ধর্ম
Ans :- হিন্দু
০৭. বৈবাহিক মর্যাদা
Ans :- অবিবাহিত
০৮. পালিতা কন্যার নাম
Ans :- নমিতা
০৯. অটল বিহারীর প্রিয় জায়গা/স্থান
Ans :- মানালি(হিমাচল প্রদেশ)
১০. সর্বপ্রথম RSS- এর স্বয়ং সেবক হিসাবে রাজনীতিতে যোগদান
Ans :- 1939
১১. ভারত ছাড়ো আন্দোলনে যোগদান করে 23 দিন জেল বন্দি ছিলেন
Ans :- 1942
১২. গোয়ালিয়রের আর্য কুমার সভার সাধারন সম্পাদক হন
Ans :- 1944
১৩. RSS- এর পূর্ণ সময়ের প্রচারক হিসাবে নিযুক্ত হন
Ans :- 1947
১৪. প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে ভারতীয় জন সংঘ গঠন করেন
Ans :- 1951
১৫. RSSও ভারতীয় জন সংঘের দ্বিতীয় ব্যক্তি হয়ে ওঠেন
Ans :- 1951
১৬. শ্যামাপ্রসাদের একনিষ্ঠ অনুগামী হয়ে ওঠেন
Ans :- 1954
১৭. দ্বিতীয় লোকসভা নির্বাচনে বলরামপুর কেন্দ্র থেকে নির্বাচিত হন
Ans :- 1957( প্রথমবার)
১৮. কতবার লোকসভা নির্বাচনে নির্বাচিত হন
Ans :- 10 বার
১৯. ভারতীয় জন সংঘের সংসদীয় দলনেতার পদ অলঙ্কৃত করেন
Ans :- 1957-77
২০. সর্বপ্রথম রাজ্যসভার সদস্য হিসাবে নির্বাচিত হন
Ans :- 1962
২১. কতবার রাজ্যসভার সদস্য হিসাবে নির্বাচিত হন
Ans :- দুবার (62, 86 )
২২. সরকারি আসুয়েরেন্স কমিটির সভাপতির পদ অলঙ্কৃত করেন
Ans :- 1966-67
২৩. চতুর্থ লোকসভা নির্বাচনে নির্বাচিত হন
Ans :- 1967( দ্বিতীয়বার)
২৪. সরকারি গানিতিক কমিটির (PAC) সভাপতির পদ অলঙ্কৃত করেন
Ans :- 1967-70
২৫. ভারতীয় জন সংঘের সভাপতির পদ অলঙ্কৃত করেন
Ans :- 1968-73
২৬. পঞ্চম লোকসভা নির্বাচনে নির্বাচিত হন
Ans :- 1971 ( তৃতীয়বার)
২৭. বাংলাদেশের মুক্তিযুদ্ধে ইন্দিরা গান্ধীকে সমর্থন
Ans :- 1971
২৮. জাতীয় জরুরি অবস্থার সময়ে গ্রপ্তার হয়ে দীর্ঘদিন কারাবরন করেন
Ans :- 1975
২৯. জয়প্রকাশ নারায়নের সংস্পর্শে আসেন
Ans :- 1977
৩০. জন সংঘ সহ জয় প্রকাশের জনতা পার্টিতে যোগদান
Ans :- 1977
৩১. ষষ্ঠ লোকসভা নির্বাচনে নির্বাচিত হন
Ans :- 1977( চতুর্থবার)
৩২. ভারতের বিদেশমন্ত্রীর দায়িত্ব পালন
Ans :- 1977-1979
৩৩. বিদেশমন্ত্রী হিসাবে জাতিপঞ্জের সাধারন সভায় সর্বপ্রথম হিন্দিতে বক্তব্য প্রদান
Ans :- 1977
৩৪. অভিজ্ঞ রাষ্ট্রনেতা ও শ্রদ্ধেয় রাজনৈতিক নেতার মার্যাদা পান
Ans :- 1979
৩৫. প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে ভারতীয় জনতা পার্টি (BJP) স্থাপন করেন
Ans :- 1980
৩৬. ভাতীয় জনতা পার্টির(BJP) প্রথম সভাপতির দায়িত্ব পালন করেন
Ans :- 1980-86
৩৭. সপ্তম লোকসভা নির্বাচনে(দুজনের মধ্যে একজন) নির্বাচিত হন
Ans :- 1980 (পঞ্চমবার)
৩৮. ভাতীয় জনতা পার্টির (BJP) সংসদীয় দলনেতার অলঙ্কৃত করেন
Ans :- 1980 84, 86,93, 96
৩৯. অষ্টম লোকসভা নির্বাচনে পরাজিত হন
Ans :- 1984( ইন্দিরার মৃত্যু ঝড়ে)
৪০. রাজ্যসভার সদস্য হিসাবে নির্বাচিত হন
Ans :- 1986(দ্বিতীয়বার)
৪১. বিজনেস অ্যাডভাইসরি কমিটির সদস্যের পদ অলঙ্কৃত করেন
Ans :- 1988-90
৪২. পিটিসন কমিটির সভাপতির পদ অলঙ্কৃত করেন
Ans :- 1990-91
৪৩. দশম লোকসভা নির্বাচনে নির্বাচিত হন
Ans :- 1991 (ষষ্ঠবার)
৪৪. ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মভূষন লাভ করেন
Ans :- 1992
৪৫. বাবরি মসজিদ ধ্বংস সাধনে প্রচ্ছন্ন সমর্থনের অভিযোগ
Ans :- 1992
৪৬. পুনরায় সরকারি গানিতিক কমিটির(PAC) সভাপতির পদ অলঙ্কৃত করেন
Ans :- 1991-93
৪৭. কানপুর বিশ্ববিদ্যালয়ের ডি লিট সম্মান পান
Ans :- 1993
৪৮. লোকসভায় প্রথম বিরোধী দলনেতার দায়িত্ব পালন করেন
Ans :- 1993-96
৪৯. লোকমান্য তিলক পুরষ্কার পান
Ans :- 1994
৫০. গুজরাট ও মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের জয়লাভে মুখ্য ভূমিকা নেন
Ans :- 1995
অটল বিহারী বাজপেয়ী সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
File Details ::
File Name: অটল বিহারী বাজপেয়ী প্রশ্ন উত্তর
File Format: PDF
No. of Pages: 06
File Size: 280 KB
আরও PDF দেখো ঃঃ
No comments:
Post a Comment