Breaking




Saturday 18 November 2023

পরিবেশ বিদ্যা MCQ প্রশ্ন উত্তর PDF 2023

পরিবেশ বিদ্যা MCQ প্রশ্ন উত্তর PDF 2023 || Environmental Science Question Answers PDF 2023

পরিবেশ বিদ্যা প্রশ্ন উত্তর PDF 2022 [MCQ]
পরিবেশ বিদ্যা প্রশ্ন উত্তর PDF 2022 [MCQ]
ডিয়ার টেট পরীক্ষার্থী,
তোমারা ভালোভাবে জানো যে পশ্চিমবঙ্গ প্রাইমারি টেটে পরিবেশ বিদ্যা থেকে ৩০টি প্রশ্ন এবং ৩০ নম্বর থাকে তাই তোমাদের কাজ হল অন্যান্য বিষয় গুলির মতো এই বিষয়টিকেও ভালোভাবে লক্ষ্য দেওয়া। তাই আমরা আজ সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক এবং বিগত বছরের প্রশ্নপত্র থেকে বেছে বেছে পরিবেশ বিদ্যা প্রশ্ন উত্তর PDF-টি আজ তোমাদের শেয়ার করছি। 
তাই তোমারা কোনো রকম সময় নষ্ট না করে নীচের প্রশ্ন গুলি মুখস্থ করে নাও এবং পরের পর্বের জন্য অপেক্ষা করো কারন আমরা খুব তাড়াতাড়ি পরের পর্বটি তোমাদের সঙ্গে শেয়ার করবো। 

পরিবেশ বিদ্যা প্রশ্ন ও উত্তর 

০১. ওজোন স্তরে ওজোন গ্যাসের ঘনত্ব হলো-
[A] 100 du
[B] 200 du ✔️
[C] 300 du
[D] 500 du

০২. ক্রান্তীয় অঞ্চলের বৃক্ষহীন তৃণভূমি কে কি বলে ?
[A] সালফা
[B] সাভানা ✔️
[C] সেলভা
[D] চিরহরিৎ

০৩. কোন গাছ থেকে রেসারপিন নামক ওষুধ পাওয়া যায় ?
[A] ধুতুরা গাছ
[B] তামাক গাছ 
[C] তুলসী গাছ
[D] সর্পগন্ধা গাছ ✔️

০৪. উদ্ভিদ ও প্রাণী জগতের সমষ্টিকে কি বলে ?
[A] জীবমন্ডল ✔️
[B] শিলামন্ডল
[C] বায়ুমণ্ডল
[D] কোনোটিই নয়

০৫. মেলানোসিস রোগ কি কি কারনে হয় ?
[A] আর্সেনিক দূষণ ✔️
[B] ক্যাডমিয়াম দূষণ
[C] পারদ দূষণ
[D] ফ্লোরাইড দূষণ

০৬. বাস্তুতন্ত্রে শক্তির উৎস কোনটি ?
[A] মাটি
[B] সূর্য ✔️
[C] জল
[D]  গাছ

০৭. ফ্লাই অ্যাশ এর উৎস কি ?
[A] রাইস মিল
[B] ইটভাটা
[C] দাবানল
[D] তাপবিদ্যুৎ কেন্দ্র ✔️

০৮. পরিবেশের প্রধান গ্রীন হাউস গ্যাসটি হল -
[A] co2 ✔️
[B] cfc
[C] মিথেন
[D] অক্সাইড

০৯. প্রকৃতির আঁচল কাকে বলে ?
[A] মরুভূমি
[B] জলাশয়
[C] অরণ্য ✔️
[D] মৃত্তিকা

১০. নিচের কোন গ্যাসটি বায়ুমন্ডলের ওজোন স্তরের ক্ষতির জন্য দায়ী ?
[A] ক্লোরোফ্লুরো কার্বন ✔️
[B] হিলিয়াম
[C] হাইড্রোজেন
[D] নাইট্রোজেন

১১. কবে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় ?
[A] ৫ জুন ✔️
[B] ৭ জুলাই
[C] ৫ এপ্রিল
[D] ১২ মে

১২. মিনামাটা রোগ সৃষ্টিকারী ধাতুর উপাদান টির নাম কি ?
[A] লোহা
[B] তামা
[C] পারদ ✔️
[D] সিসা

১৩. বায়ু হলো একটি ____ পদার্থ 
[A] মৌলিক
[B] যৌগিক
[C] জৈব
[D] মিশ্র ✔️

১৪. পশ্চিমবঙ্গের একমাত্র ম্যানগ্রোভ অরণ্যের নাম কি ?
[A] তরাই বনভূমি
[B] সুন্দরবন ✔️
[C] গরুমারা ফরেস্ট
[D] সুকনা ফরেস্ট

১৫. মানুষের কোন অঙ্গ ফ্লুরোসিস রোগে ক্ষতিগ্রস্ত হয় ?
[A] নখ ও চামড়া
[B] ফুসফুস ও যকৃত
[C] দাঁত ও হাড় ✔️
[D] কিডনি ও হৃদপিণ্ড

১৬. শব্দ দূষণ পরিমাপের এককের নাম কি ?
[A] ডেসিবল ✔️
[B] হার্জ
[C] ন্যানোমিটার
[D] সেন্টিবল

১৭. পশ্চিমবঙ্গে বন -এর শতকরা পরিমাণ কত ?
[A] 12%
[B] 13.38% ✔️
[C] 15%
[D] 21%

১৮. ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় ?
[A] জগদীশচন্দ্র বসু
[B] এম এস স্বামীনাথন ✔️
[C] মেধা পাটেকের
[D] কেউই নন

১৯. কত সালে কীটনাশক আইন প্রণীত হয় ?
[A] 1968 সালে ✔️
[B] 1952 সালে
[C] 1986 সালে
[D] 1856 সালে

২০. বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয় ?
[A] 5 জুন
[B] 21 মার্চ ✔️
[C] 22 এপ্রিল
[D] 12 জুলাই

২১. ‘ইকোলজি’ (Ecology) শব্দটির উৎপত্তি কোথা থেকে হয়েছে ?
[A] Paras থেকে
[B] Demean থেকে
[C] Oikos থেকে
[D] Okas থেকে ✔️

২২. ‘ইকোলজি’ শব্দটির বিজ্ঞানসম্মত সংজ্ঞা কে দেন ?
[A] আর্নেস্ট ✔️
[B] হেইকলার
[C] ওডাম 
[D] ট্রান্সলে

২৩. কোন গ্রিন হাউস গ্যাসটির সর্বনিম্ন স্থায়ীত্বকাল রয়েছে ?
[A] কার্বন-ডাই-অক্সাইড 
[B] সি.এফ.সি
[C] নাইট্রাস অক্সাইড
[D] মিথেন ✔️

২৪. ওজোন গ্যাসের বর্ণ কি ধরনের ?
[A] হালকা লাল
[B] হালকা নীল ✔️
[C] হালকা সবুজ 
[D] হালকা হলুদ

২৫. "ব্ল্যাক ফুট" রোগের কারণ কি ?
[A] আর্সেনিক দূষণ
[B] পারদ দূষণ
[C] ফ্লুরাইড দূষণ ✔️
[D] ক্যাডমিয়াম দূষণ

২৬. ১৯৮৪ সালে ভারতের কোথায় গ্যাস দুর্ঘটনা হয়েছিল ?
[A] বোম্বেতে
[B] কানপুরে 
[C] ভোপালে ✔️
[D] ব্যাঙ্গালোরে

২৭. ক্রান্তীয় অঞ্চলের বৃক্ষহীন তৃণভূমিকে কি বলে ?
[A] তৈগা
[B] স্তেপস
[C] সেলভা
[D] সাভানা ✔️

২৮. নিম্নলিখিত কোনটি একটি পতঙ্গভুক উদ্ভিদ ?
[A] সূর্যশিশির ✔️
[B] কনিফার
[C] লাইকেন
[D] লেগুমিনাস

২৯. পরিবেশ সম্পর্কে বিখ্যাত 3P সূত্রটি কী ?
[A] পাওয়ার প্রোডাকশন - প্রাইম
[B] প্রিন্সিপাল অফ পলিউশন
[C] পপুলেশন পভারটি পলিউশন ✔️
[D] প্রিন্সিপাল অফ পপুলেশন

৩০. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রগৌণ খাদক ?
[A] হরিণ
[B] খরগোশ
[C] সাপ 
[D] বাজপাখি ✔️
পরিবেশ বিদ্যা প্রশ্ন উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details ::

File Name: পরিবেশ বিদ্যা MCQ প্রশ্ন ও উত্তর

File Format:  PDF

No. of Pages:  05

File Size:  235 KB


No comments:

Post a Comment