Breaking




Friday, 7 October 2022

গুরুত্বপূর্ণ পরিবেশ বিদ্যা SAQ প্রশ্ন ও উত্তর PDF

প্রাইমারি টেট স্পেশাল পরিবেশ বিদ্যা SAQ প্রশ্ন ও উত্তর PDF || Important Environmental Science SAQ Questions and Answers PDF

গুরুত্বপূর্ণ পরিবেশ বিদ্যা SAQ প্রশ্ন ও উত্তর PDF
গুরুত্বপূর্ণ পরিবেশ বিদ্যা SAQ প্রশ্ন ও উত্তর PDF 
সুপ্রিয় টেট পরীক্ষার্থী .......
তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি প্রাইমারি টেট স্পেশাল পরিবেশ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর PDF-টি যে PDF-টিতে বাছাই করা পরিবেশ বিজ্ঞানের প্রশ্ন গুলি দেওয়া আছে যে প্রশ্ন গুলি তোমাদের উক্ত পরীক্ষার জন্য খুবি কাজে আসবে। তোমরা ভালো ভাবেই জানো যে, এই পরিবেশ বিদ্যা বিষয়টি থেকে ৩০টি প্রশ্ন থাকে, অতএব তোমাদের অন্যান্য বিষয় গুলির মতো এই বিষয়টিকেও গুরুত্ব দেওয়া উচিত, তাই তোমাদের সেই উচিত কাজ করানো জন্য আমরা এই PDF-টি তোমাদের সামনে তুলে ধরলাম। যা তোমাদের খুবি কাজে আসবে। 
তাই আর দেরি না করে তাড়াতাড়ি নীচের দেওয়া নমুনা প্রশ্ন গুলি ভালো ভাবে দেখে নাও এবং PDF-টি সংগ্রহ করে পড়া শুরু করে দাও, কারন তোমরা যত প্র্যাকটিস করবে তোমাদের তত সুবিধা হবে পরীক্ষার ক্ষেত্রে। 

গুরুত্বপূর্ণ পরিবেশ বিদ্যা প্রশ্ন ও উত্তর

 ✈️ পৃথিবীতে এমন কোন শক্তির চাহিদা সব চাইতে বেশি ?
Ans: পারমানবিক শক্তি

✈️ যে শিল্পে দূষণ ছড়ায় না সেটি হল- 
Ans: মৎস শিল্পে

✈️ মানুষ খাবার ছাড়া বাঁচতে পারে প্রায় কতদিন  ?
Ans: ৫০ দিন

✈️ গৃহস্থ জ্বালানির অসম্পূর্ন দহনের ফলে তৈরি হয় কি  ?
Ans: CO

✈️ বায়ুদূষণের শতকরা ৬০% ঘটে কোথা থেকে  ?
Ans: যানবাহনের ধোঁয়া থেকে

✈️ ‘ভারতের খাদ্য ভেজাল প্রতিরোধ আইন’ কত সালে প্রবর্তিত হয়  ?
Ans: ১৯৫৪ সালে

✈️ ‘গ্রিন পিস্’ কি ?
Ans: একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা

✈️ ‘পরিবেশ রক্ষা’ বিষয়টি ভারতীয় সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে গৃহীত হয় ?
Ans: ৪২তম সংবিধান সংশোধনে

✈️ পরিবেশ দূষণের মান নির্ধারণের জন্য শব্দদূষণের সূচক ধরা হয়েছে কত ?
Ans: ৬৫ ডেসিবেলের বেশি

✈️ ভারত সরকার কত সালে কেন্দ্রীয় “পরিবেশ মন্ত্রক” -এর গঠন করে ?
Ans: ১৯৮৫ সালে

✈️ পরিবেশের সম্পদগুলি রক্ষার জন্য ভারতে জীববৈচিত্রের  আইন কত সালে চালু হয় ?
Ans: ২০০৩ সালে

✈️ কত সালে ‘কীটনাশক আইন’ প্রণীত হয় ?
Ans: ১৯৬৮ সালে

✈️ পাখির দ্বারা বিস্তার লাভ করে এমন একটি রোগের নাম লেখো ?
Ans: অরনিথোসিস

✈️ ইনফ্লুয়েঞ্জা, জলবসন্ত প্রভৃতি কি বাহির রোগ ?
Ans: বায়ুবাহিত রোগ

✈️ কোন রোগের কারনে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা ধংসপ্রাপ্ত হয়ে যায় ?
Ans: এইডস

✈️ “সিমাজিন” কি রূপে ব্যবহৃত হয় ?
Ans: আগাছানাশক রূপে

✈️ কোথায় প্রথম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয় ?
Ans: সুইডেনের স্টকহোম শহরে।

✈️ ‘নীরব বসন্ত’ বইটির রচয়িতা কে  ?
Ans: র‍্যাচেল কারসন।

✈️ মানব-বিকাশের ক্ষেত্রে ভারতের কোন রাজ্য সর্বোচ্চ স্তরে রয়েছে  ?
Ans: কেরালা।

✈️ রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কে পরিচালনা করে  ?
Ans: রাজ্য সরকার।

✈️ সৌর তাপশক্তির দুটি ব্যবহারের উল্লেখ করো।
Ans: সোলার কুকার ও সোলার হিটার।

✈️ জীবাশ্ম জ্বালানির দুটি উদাহরণ দাও।
Ans: কয়লা ও খনিজ টেল।

✈️ গাড়িতে শব্দদূষণ রোধে কোন যন্ত্র ব্যবহার করা হয়  ?
Ans: সাইলেন্সার।

✈️ ‘সাইলেন্ট ভ্যালি’ প্রকল্পের বিরুদ্ধে কোন সংগঠন আন্দোলন করে  ?
Ans: কেরালা শাস্ত্র সাহিত্য পরিষদ।

✈️ একটি এককোশী সামুদ্রিক শৈবালের নাম বলো।
Ans: ডায়াটম।

✈️ শব্দের তীব্রতা মাপার এককের নাম লেখো।
Ans: ডেসিবেল।

✈️ ভূপাল গ্যাস দুর্ঘটনা কবে হয়েছিল  ?
Ans: ১৯৮৪ সালের ৩রা ডিসেম্বর।

✈️ বন্যা-নিয়ন্ত্রণের প্রধান কয়েকটি উপায় লেখো।
Ans: বনসৃজন ও বাঁধ নির্মাণ।

✈️ পরিবেশের জৈব উপাদান কি কি  ?
Ans: উদ্ভিদ, প্রাণী ও জীবাণু ইত্যাদি নিয়ে পরিবেশের জৈব উপাদান গঠিত হয়েছে।

✈️ চিরাচরিত শক্তির উৎস কি  ?
Ans: কয়লা, খনিজ তেল, গ্যাস ইত্যাদি।

✈️ তেহরী বাঁধ প্রকল্পের কাজ কত সালে শুরু হয়  ?
Ans: ১৯৭৮ সালে।

✈️ ‘ফ্লাই অ্যাস’ বা উড়ন্ত ছাই’ –এর উৎস কি  ?
Ans: তাপবিদ্যুৎ কেন্দ্র।

✈️ একটি জৈব গ্যাসের নাম বলো।
Ans: গোবর গ্যাস।

✈️ বায়ুতে কার্বন কিভাবে পাওয়া যায়  ?
Ans: কার্বন ডাই-অক্সাইড রূপে। 

✈️ প্রধানত কোন গ্যাসটি অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী  ?
Ans: সালফার ডাই-অক্সাইড।

✈️ গ্রিন বেঞ্চ কবে গঠিত হয়  ?
Ans: সুপ্রিমকোর্টের নির্দেশে ১৯৮৬ খ্রিস্টাব্দে গ্রিন বেঞ্চ গঠিত হয়।

✈️ সিসার ক্ষতিকারক যৌগটি কি  ?
Ans: রেড অক্সাইড

✈️ রেডিয়ামের তেজস্ক্রিয়তা ইউরেনিয়ামের চেয়ে কত গুন্ বেশি  ?
Ans: দশ লক্ষ গুন

✈️ বায়ুতে যে তেজস্ক্রিয় মৌল পাওয়া যায় তার নাম কি  ?
Ans: রেডন ও থোরণ

✈️ পশ্চিমবঙ্গে বনের শতকরা পরিমান কত  ?
Ans: ১৩.৩৮%

✈️ ক্যাডমিয়াম দ্বারা সৃষ্ঠ রোগের নাম কি  ?
Ans: ইটাই ইটাই

✈️ তামাক পাতায় উপস্থিত ক্ষতিকারক ধাতুর নাম ?
Ans: ক্যাডমিয়াম

✈️ মানুষ বাতাস ছাড়া বাঁচতে পারে প্রায় কতদিন  ?
Ans: ৫ মিনিট

✈️ শব্দদূষণ পরিমাপের একক কি  ?
Ans: ডেসিবল

✈️ ভুপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী কি  ?
Ans: মিথাইল আইসোসায়ানেট

✈️ সালফার ডাই অক্সাইডের কারনে কি ঘটে  ?
Ans: উদ্ভিদের ক্লোরোফিলের পরিমান কমে

✈️ পরিবেশের প্রধান গ্রীনহাউস গ্যাসটি কি  ?
Ans: CO2

✈️ মিনামাটা রোগের কারন কি  ?
Ans: পারদ দূষণ

✈️ জমিতে অধিক হারে কোন সার ব্যবহারের ফলে জমি ক্ষারধর্মী হয়ে উঠে  ?
Ans: পটাশ সার

✈️ জমিতে কোন সারটি বেশি পরিমানে ব্যবহারের ফলে জমি  অম্লধর্মী হয়ে উঠে  ?
Ans: অ্যামোনিয়াম সালফেট

✈️ পরিবেশ সুরক্ষা আইন কবে প্রণয়ন করা হয়  ?
Ans: ১৯৮৬ সালে

✈️ কবে ‘আন্তর্জাতিক পরিবেশ দিবস’ পালিত হয়  ?
Ans: ৫ জুন

✈️ কত সালে বায়ুদূষণ সম্পর্কিত আইন পাশ হয়  ?
Ans: ১৯৮১ সালে

✈️ সিগারেটের ধোঁয়ায় অবস্থিত ক্যান্সার সৃষ্টিকারী উপাদানটি হল-
Ans: ক্লোরোবেঞ্জিন

✈️ জাতীয় বন্যপ্রাণী সংরক্ষন আইন কত সালে চালু হয়  ?
Ans: ১৯৭২ সালে

✈️ বাস্তুতন্ত্রে উদ্ভিদ প্রজাতিকে কী নাম ডাকা হয় ?
Ans: ফ্লোরা 

✈️ পার্মাফ্রস্ট কোন বায়োমে দেখা যায় ?
Ans: তুন্দ্রা বায়োমে 

✈️ চিপকো আন্দোলন কোথায় শুরু হয়েছিল ?
Ans: উত্তর প্রদেশে 

✈️ উত্তর আমেরিকার তৃণভূমির নাম কী ?
Ans: প্রেইরি 

✈️ পশ্চিমবঙ্গের কোথায় গণ্ডার পাওয়া যায় ?
Ans: জলদাপাড়া অভয়ারণ্যে

✈️ বন্দিপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ?
Ans: কর্নাটক রাজ্যে 

✈️ পশ্চিমবঙ্গের বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় আছে ?
Ans: সুন্দরবনে 

✈️ খাদ্যশৃঙ্খল কয় প্রকার  ?
Ans: দুই প্রকার 

✈️ IBWL-এর পুরো কথা কী ?
Ans: Indian Board of Wild Life

✈️ "নগ্ন জিন" কাকে বলা হয় ?
Ans: নিউক্লিক অ্যাসিডকে 

✈️ প্রোটিনের গঠনমূলক একক কী ?
Ans: অ্যামাইনো অ্যাসিড 

✈️ দুটি গ্রিন হাউস গ্যাসের নাম লেখ।
Ans: কার্বন-ডাই-অক্সাইড ,মিথেন 

✈️ মানব বিকাশের ক্ষেত্রে ভারতের কোন রাজ্য শীর্ষে রয়েছে ?
Ans: কেরালা 

✈️ BOD-এর পুরো কথা কী ?
Ans: Biochemical Oxygen Demand 

✈️ শক্তির প্রচলিত উত্স সমূহ কী কী ?
Ans: কয়লা,খনিজ তেল,জলবিদ্যুত

✈️ ডেসিবেল কী  ?
Ans: শব্দের তীব্রতা মাপার একক 

✈️ কয়েকটি জলবাহিত রোগের নাম লেখ।
Ans: টাইফয়েড,কলেরা,জন্ডিস 

✈️ ভুপাল গ্যাস দুর্ঘটনায় দায়ী মূল রাসায়নিক জৈবটির নাম কী ?
Ans: MIC গ্যাস

✈️ MIC-এর পুরো কথা কী ?
Ans: মিথাইল আইসোসায়ানেট

✈️ মিনামাটা বিপর্যয়ের জন্য কোন মৌলটি দায়ী ?
Ans: পারদ

✈️ ভারতীয় বন আইন কত সালে প্রণীত হয়  ?
Ans: ১৯২৭ সালে

✈️ পশ্চিমবঙ্গে আর্সেনিক দূষিত  জেলা কয়টি  ?
Ans: ৮ টি

✈️ ক্রমাগত ঝুম চাষ করলে জমির কি ঘটে  ?
Ans: জমির উর্বরতা হ্রাস পায়

✈️ "হার্বিসাইড" কি কাজে ব্যবহৃত হয় ?
Ans: আগাছা নাশক হিসাবে

✈️ প্রাকৃতিক পরিবেশ রক্ষার্থে কি করা উচিত ?
Ans: অপ্রচলিত শক্তির ব্যবহার বৃদ্ধি

✈️ অনিয়ন্ত্রিত বৃক্ষচ্ছেদের ফলে কি ঘটে ?
Ans: ভুমিদূষণ ঘটে

✈️ পরিবেশ দূষণে অন্যতম সহায়ক একটি অন্যতম বিষয় হল-
Ans: শিল্পায়ন

✈️ ভূমিক্ষয় প্রতিকারের সহজ উপায়টি হল-
Ans: বনভূমির পরিমান হ্রাস

✈️ জল সংরক্ষনকে বলা হয়-
Ans: নীল বিপ্লব

✈️ বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়  ?
Ans: ২১ মার্চ
পরিবেশ বিদ্যার PDF  টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন

File Details ::

File Name: পরিবেশ বিদ্যা SAQ প্রশ্ন ও উত্তর

File Format:  PDF

No. of Pages:  06

File Size:  270 KB

Download Link :   


No comments:

Post a Comment