ভারতের উপরাষ্ট্রপতিদের তালিকা - কার্যকাল || তৎকালীন রাষ্ট্রপতি
Hello বন্ধুরা,
আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো ভারতের উপরাষ্ট্রপতি তালিকা PDF। আমরা সকলেই জানি ভারতের প্রথম উপরাষ্ট্রপতি হলেন ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণ। কিন্তু আমরা হয়তো অনেকাই আছি যারা শুরুথেকে আজ পর্যন্ত সকল উপরাষ্ট্রপতির নাম জানিনা। তাই আমরা আজকের এই গুরুত্বপূর্ণ পোস্টটি তোমাদের সঙ্গে শেয়ার করছি, যাতে তোমাদের সাধারণ জ্ঞান এর পাশাপাশি যে কোন পরীক্ষায় আসা এই টপিকটি থেকে আসা যে কোন প্রশ্নের উত্তর সহজেই দিতে পারো।
আজকের এই পোস্টটিতে শুধু উপরাষ্ট্রপতির নাম নয় তার সঙ্গে থাকছে তিনি কবে দায়িত্ব গ্রহন করেন এবং তিনি কবে দায়িত্বের সমাপ্তি ঘটে এবং তাঁর সময়কালে কে রাষ্ট্রপতি পদে ছিলেন তাঁর তালিকাও আছে। তাই বন্ধুরা আর কোনো রকম সময় নষ্ট না করে,নীচের তালিকাটি একবার দেখেনিয়ে সম্পূর্ণ PDF টি একদম বিনামূল্যে সংগ্রহ করে নাও।
( বিঃ দ্রঃ - তৎকালীন রাষ্ট্রপতির নাম সহ তালিকাটি PDF-এ দেওয়া আছে।)
ভারতের উপরাষ্ট্রপতিদের তালিকা
SL No | নাম | দায়িত্বের সূচনা | দায়িত্বের সমাপ্তি |
---|---|---|---|
১ম | ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণ | ১৩ই মে ১৯৫২ | ১২ই মে ১৯৬২ |
২য় | ড. জাকির হোসেন | ১৩ই মে ১৯৬২ | ১২ই মে ১৯৬৭ |
৩য় | সাহা বরাহগিরি ভেঙ্কটা (ভি. ভি. গিরি) |
১৩ই মে ১৯৬৭ | ৩রা মে ১৯৬৯ |
৪র্থ | গোপাল স্বরূপ পাঠক | ৩১শে আগস্ট ১৯৬৯ | ৩০শে ১৯৭৪ |
৫ম | বাসাপ্পা ডানাপ্পা জাট্টি (বি ডি জাট্টি) |
৩১শে আগস্ট ১৯৭৪ | ৩০শে আগস্ট ১৯৭৯ |
৬ষ্ঠ | জাস্টিস মহম্মদ হিদয়াতুল্লা | ৩১শে আগস্ট ১৯৭৯ | ৩০শে আগস্ট ১৯৮৪ |
৭ম | রামস্বামী ভেঙ্কটরমন | ৩১শে আগস্ট ১৯৮৪ | ২৪শে জুলাই ১৯৮৭ |
৮ম | শংকর দায়াল শর্মা | ৩রা সেপ্টেম্বর ১৯৮৭ | ২৪শে জুলাই ১৯৯২ |
৯ম | কোচারিল রামন নারায়ণন (কে আর নারায়ণন) |
২১শে আগস্ট ১৯৯২ | ২৪শে জুলাই ১৯৯৭ |
১০ম | কৃষাণ কান্ত | ২১শে আগস্ট ১৯৯৭ | ২৭শে জুলাই ২০০২ |
১১শ | ভৈরন সিংহ শেখওয়াত | ১৯শে আগস্ট ২০০২ | ২১শে জুলাই ২০০৭ |
১২শ | মহম্মদ হামিদ আনসারি | ১১ই আগস্ট ২০০৭ | ১০ই আগস্ট ২০১৭ |
১৩শ | ভেঙ্কাইয়া নাইডু | ১১ই আগস্ট ২০১৭ | ১০ই আগস্ট ২০২২ |
১৪শ | জগদীপ ধনখড় | ১১ই আগস্ট ২০২২ | বর্তমান |
ভারতের উপরাষ্ট্রপতিদের তালিকা PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
File Details ::
File Name: ভারতের উপরাষ্ট্রপতিদের তালিকা
File Format: PDF
No. of Pages: 02
File Size: 297 KB
No comments:
Post a Comment