ভারতের বৃহত্তম উচ্চতম দীর্ঘতম ও ক্ষুদ্রতম PDF
![]() |
ভারতের বৃহত্তম উচ্চতম দীর্ঘতম ও ক্ষুদ্রতম PDF |
নমস্কার বন্ধুরা,
আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি ভারতের ভূগোলের একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। এই টপিকটি এতোটাই গুরুত্বপূর্ণ যে এই টপিকটি থেকে প্রশ্ন এসেই থাকে সব গুলি চাকরীর পরীক্ষায়। আজকের সেই গুরুত্বপূর্ণ টপিকটি হল- ভারতের বৃহত্তম,উচ্চতম,দীর্ঘতম ও ক্ষুদ্রতম PDF, তোমরা যদি এই টপিকটি ভালোভাবে পড়ে রাখও তোমাদের কাজে আসবেই।
তাই আর দেরি না করে অবিলম্বে নীচে দেওয়া নমুনা প্রশ্ন গুলি খুব ভালোভাবে দেখে নাও আর PDF-টি সংগ্রহ করে নাও যাতে পরবর্তী সময়ে তাড়াতাড়ি দেখে নিতে পারো।
ভারতের বৃহত্তম উচ্চতম দীর্ঘতম ও ক্ষুদ্রতম
০১. ভারতের বৃহত্তম মন্দির কোনটি ?
উত্তরঃঃ শ্রী রঙ্গনাথস্বামী মন্দির (তামিলনাড়ু)
০২. ভারতের বৃহত্তম নদীর নাম কি ?
উত্তরঃঃ গঙ্গা নদী
০৩. ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি ?
উত্তরঃঃ কুঞ্চিকল (কর্ণাটক, শিমাগো)
০৪. ভারতের বৃহত্তম ঝুলন্তসেতু কোনটি ?
উত্তরঃঃ রবীন্দ্র সেতু (পশ্চিমবঙ্গ, হাওড়া)
০৫. ভারতের বৃহত্তম বদ্বীপ কোনটি ?
উত্তরঃঃ সুন্দরবন বদ্বীপ
০৬. ভারতের বৃহত্তম নোনা জলের হ্রদ
উত্তরঃঃ চিল্কা হ্রদ (উড়িষ্যা)
০৭. ভারতের বৃহত্তম স্বাদু/মিষ্টি জলের হ্রদ
উত্তরঃঃ উলার হ্রদ (কাশ্মীর)
০৮. ভারতের বৃহত্তম উপহ্রদ -
উত্তরঃঃ চিল্কা হ্রদ (উড়িষ্যা)
০৯. ভারতের সবচেয়ে বেশি শিক্ষিত রাজ্য কোনটি ?
উত্তরঃঃ কেরালা (৯৩.৮২%)
১০. ভারতের বৃহত্তম কারাগার (জেল)
উত্তরঃঃ তিহার জেল (দিল্লী)
১১. ভারতের বৃহত্তম চিড়িয়াখানা কোনটি ?
উত্তরঃঃ অরিনগর আন্না জুলজিক্যাল পার্ক (তামিলনাড়ু)
১২. ভারতের দীর্ঘতম উপকূল কোনটি ?
উত্তরঃঃ গুজরাট
১৩. ভারতের সবচেয়ে বেশি জেলা কোন রাজ্যের ?
উত্তরঃঃ উত্তরপ্রদেশ
১৪. ভারতের সবচেয়ে কম জেলা কোন রাজ্যের ?
উত্তরঃঃ গোয়া
১৫. ভারতের বৃহত্তম নদী দ্বীপ কোনটি ?
উত্তরঃঃ মজুলি
১৬. ভারতের বৃহত্তম রাজ্য কোনটি ?
উত্তরঃঃ রাজস্থান
১৭. ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি ?
উত্তরঃঃ গোয়া
১৮. ভারতের সর্বাপেক্ষা জনবিরল রাজ্য কোনটি ?
উত্তরঃঃ সিকিম
১৯. ভারতের সর্বোচ্চ জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি ?
উত্তরঃঃ বিহার
২০. ভারতের সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি ?
উত্তরঃঃ অরুণাচল প্রদেশ
২১. ভারতের মহিলা শিক্ষার হার সর্বোচ্চ কোন রাজ্যে ?
উত্তরঃঃ কেরল
২২. ভারতের সর্বাধিক জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি
উত্তরঃঃ দিল্লি
২৩. ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি
উত্তরঃঃ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
২৪. ভারতের সর্বাপেক্ষা জনবিরল কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি ?
উত্তরঃঃ লাক্ষাদ্বীপ
২৫. ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি
উত্তরঃঃ লাক্ষাদ্বীপ
২৬. ভারতের উচ্চতম বিমানবন্দর কোনটি ?
উত্তরঃঃ কুশোক বাকুলা রিমপোচে (লেহ)
২৭. ভারতের বৃহত্তম জেলা কোনটি ?
উত্তরঃঃ কচ্ছ (গুজরাট)
২৮. ভারতের ক্ষুদ্রতম জেলা কোনটি ?
উত্তরঃঃ মাহে (পদুচেরি)
২৯. ভারতের বৃহত্তম বন্দর কোনটি ?
উত্তরঃঃ নভসেবা বা জহরলাল নেহেরু বন্দর (মুম্বাই)
৩০. ভারতের দীর্ঘতম যাত্রীবাহী রেল রুট কোনটি
উত্তরঃঃ ডিব্রুগড়-কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস (4286 কিমি)
৩১. ভারতের দ্রুতগামী ট্রেন কোনটি ?
উত্তরঃঃ গতিমান এক্সপ্রেস (দিল্লি-ঝাঁসি)
৩২. ভারতের বৃহত্তম গুহা মন্দির কোনটি ?
উত্তরঃঃ ইলোরা (মহারাষ্ট্র)
৩৩. ভারতের বৃহত্তম জাদুঘর কোনটি ?
উত্তরঃঃ ভারতীয় জাদুঘর (কলকাতা)
৩৪. ভারতের বৃহত্তম প্লানেটোরিয়াম কোনটি ?
উত্তরঃঃ বিড়লা প্লানেটরিয়াম (কলকাতা)
৩৫. ভারতের বৃহত্তম উদ্ভিদ উদ্যান কোনটি ?
উত্তরঃঃ আচার্য জগদীশচন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন শিবপুর, (হাওড়া)
৩৬. ভারতের বৃহত্তম বাঁধ কোনটি ?
উত্তরঃঃ তেহরি বাঁধ (উত্তরাঞ্চল)
৩৭. ভারতের বৃহত্তম গ্রন্থাগার কোনটি ?
উত্তরঃঃ ন্যাশনাল লাইব্রেরি (কলকাতা)
৩৮. ভারতের বৃহত্তম পর্বতমালা কোনটি ?
উত্তরঃঃ হিমালয় পর্বত মালা
৩৯. ভারতের দীর্ঘতম সড়ক সেতু কোনটি ?
উত্তরঃঃ পি ভি এন আর এলিভেটেড এক্সপ্রেসওয়ে (হায়দরাবাদ)
৪০. ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনটি ?
উত্তরঃঃ ছাত্রপ্রতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (মুম্বাই)
৪১. ভারতের বৃহত্তম স্টেডিয়াম কোনটি ?
উত্তরঃঃ বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিট (গ্রেটার নয়ডা )
৪২. ভারতের উচ্চতম দরজা কোনটি ?
উত্তরঃঃ বুলন্দ দরওয়াজা, ফতেপুর সিক্রি ( আগ্রা, উত্তরপ্রদেশ )
৪৩. ভারতের বৃহত্তম ও মনুষ্য-নির্মিত বাঁধ কোনটি ?
উত্তরঃঃ গোবিন্দ বল্লভপন্থ সাগর ( উত্তর প্রদেশ)
৪৪. ভারতের উচ্চতম হ্রদ কোনটি ?
উত্তরঃঃ ছো লামো ( সিকিম )
৪৫. ভারতের বৃহত্তম মসজিদ কোনটি ?
উত্তরঃঃ জামা মসজিদ (দিল্লি)
৪৬. ভারতের বৃহত্তম গম্বুজ কোনটি ?
উত্তরঃঃ গোল গম্বুজ (বিজাপুর)
৪৭. ভারতের বৃহত্তম রেল স্টেশন কোনটি ?
উত্তরঃঃ হাওড়া (২৩টি প্লাটফরম)
৪৮. ভারতের দীর্ঘতম রেলওয়ে প্লাটফর্ম কোনটি
উত্তরঃঃ গোরখপুর
৪৯. ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি ?
উত্তরঃঃ হিরাকুঁদ (উড়িষ্যা)
৫০. ভারতের দীর্ঘতম খাল কোনটি ?
উত্তরঃঃ ইন্দিরা গান্ধি খাল (রাজস্থান)
৫১. ভারতের দীর্ঘতম সুরঙ্গ পথ কোনটি ?
উত্তরঃঃ পিরপাঞ্জাল টানেল (১১,২১৫ কিমি, জম্বু ও কাশ্মীর)
৫২. ভারতের উচ্চতম বাঁধ কোনটি ?
উত্তরঃঃ তেহরি বাঁধ (২৬১ মিটার উত্তরখন্ড)
৫৩. ভারতের উচ্চতম বিল্ডিং কোনটি ?
উত্তরঃঃ ইম্পিরিয়াল টাওয়ার (২৫৪ মিটার মুম্বাই)
৫৪. ভারতের উচ্চতম টাওয়ার কোনটি ?
উত্তরঃঃ রামেশ্বরমে দূরদর্শনের টাওয়ার (২৮৩ মিটার তামিলনাড়ু)
৫৫. ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি ?
উত্তরঃঃ কাঞ্চনজঙ্ঘা (৮৫৮৬ মিটার)
৫৬. ভারতের উচ্চতম সৌধ চূড়া কোনটি ?
উত্তরঃঃ কুতুবমিনার (৭৩ মিটার দিল্লি)
৫৭. ভারতের উচ্চতম সড়ক কোনটি ?
উত্তরঃঃ খারদুংলা রোড (জম্বু ও কাশ্মীর)
৫৮. ভারতের বৃহত্তম হিমবাহ কোনটি ?
উত্তরঃঃ সিয়াচেন
৫৯. ভারতের বৃহত্তম পশু মেলা কোনটি ?
উত্তরঃঃ শোনপুর ( বিহার )
৬০. ভারতের বৃহত্তম অডিটোরিয়াম কোনটি ?
উত্তরঃঃ শ্রীসম্মুখানন্দ হল (মুম্বাই)
৬১. ভারতের উচ্চতম স্ট্যাচু কোনটি ?
উত্তরঃঃ "স্ট্যাচু অব ইউনিটি" সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তি (গুজরাট)
৬২. ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক কোনটি
উত্তরঃঃ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)
৬৩. ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি ?
উত্তরঃঃ কুঞ্চিকল (বরাহি নদীর কর্ণাটক)
৬৪. ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি
উত্তরঃঃ NH44 (৩৭৪৫ কিলোমিটার)
৬৫. ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক কোনটি
উত্তরঃঃ NH-47A (৬ কিমি)
৬৬. ভারতের দীর্ঘতম উপকূল রেখা কোনটি ?
উত্তরঃঃ গুজরাট রাজ্য (প্রায় ১৬০০ কিমি)
৬৭. ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি ?
উত্তরঃঃ মেরিনা বিচ (চেন্নাই)
৬৮. ভারতের বৃহত্তম গুরুদ্বার কোনটি ?
উত্তরঃঃ স্বর্ণমন্দির (অমৃতসর)
৬৯. ভারতের বৃহত্তম গির্জা কোনটি ?
উত্তরঃঃ সেন্ট ক্যাথিড্রাল (গোয়া)
৭০. ভারতের দীর্ঘতম হিমবাহ ও উচ্চতম যুদ্ধ ক্ষেত্র কোনটি
উত্তরঃঃ সিয়াচেন
৭১. বৃহত্তম নদী দ্বীপ বা চর কোনটি ?
উত্তরঃঃ মাজুলী (ব্রহ্মপুত্র নদ অসম)
৭২. ভারতের সবচেয়ে জনবহুল শহর কোনটি ?
উত্তরঃঃ মুম্বাই
৭৩. ভারতের সবচেয়ে কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চল কোনটি ?
উত্তরঃঃ লেহ (লাদাখ)
৭৪. ভারতের বৃহত্তম মানব নির্মিত হ্রদের নাম কি ?
উত্তরঃঃ গোবিন্দ পন্থ সাগর
৭৫. ভারতের বৃহত্তম চার্চ কোনটি ?
উত্তরঃঃ সেন্ট ক্যাথীদ্রাল (গোয়া)
৭৬. ভারতের বৃহত্তম বারান্দা কোনটি ?
উত্তরঃঃ রামেশ্বর মন্দিরের বারান্দা
৭৭. ভারতের সর্বাধিক সন্মানজনক অসামরিক পুরস্কার কোনটি ?
উত্তরঃঃ ভারতরত্ন
৭৮. ভারতের বৃহত্তম পশুমেলা কোনটি ?
উত্তরঃঃ শোনপুর (বিহার)
৭৯. ভারতের সবচেয়ে বেশি লোকসংখ্যা যুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল ?
উত্তরঃঃ দিল্লী
৮০. ভারতের সবচেয়ে কোন শিক্ষিত রাজ্য ?
উত্তরঃঃ বিহার (৬৩.৮২%)
৮১. ভারতের সর্বোচ্চ মালভূমি কোনটি ?
উত্তরঃঃ লাদাখ
৮২. ভারতের বৃহত্তম পর্বতমালা কোনটি ?
উত্তরঃঃ হিমালয়
৮৩. ভারতের সর্বাধিক রাজ্য স্পর্শকারী রাজ্য কোনটি ?
উত্তরঃঃ উত্তরপ্রদেশ (৯টি রাজ্য)
৮৪. ভারতের সবচেয়ে বেশি প্রতিবেশি দেশ স্পর্শকারী রাজ্য গুলির নাম ?
উত্তরঃঃ পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশ
ভারতের বৃহত্তম উচ্চতম দীর্ঘতম ও ক্ষুদ্রতম PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
File Details ::
File Name: ভারতের বৃহত্তম উচ্চতম দীর্ঘতম ও ক্ষুদ্রতম
File Format: PDF
No. of Pages: 04
File Size: 251 KB
No comments:
Post a Comment