Breaking




Friday, 28 November 2025

ভারতের ভূগোল Quick Review | প্রশ্ন উত্তর PDF

ভারতের ভূগোল প্রশ্নোত্তর PDF | গুরুত্বপূর্ণ জিকে নোটস

ভারতের ভূগোল Quick Review | প্রশ্ন উত্তর PDF
ভারতের ভূগোল Quick Review | প্রশ্ন উত্তর PDF
ভারত বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ, যেখানে বৈচিত্র্যময় ভৌগোলিক রূপ ও প্রাকৃতিক বৈশিষ্ট্য এক অনন্য পরিচয় বহন করে। উত্তরে হিমালয়ের বরফঢাকা পর্বতশ্রেণি থেকে দক্ষিণে ভারত মহাসাগরের তটরেখা, পূর্বে ঘন অরণ্যক্ষেত্র থেকে পশ্চিমে বিস্তীর্ণ মরুভূমি—সব মিলিয়ে ভারতের ভূগোল বিস্তার, প্রকৃতি, জলবায়ু, নদীনালা, মাটি ও জীববৈচিত্র্যের এক অসাধারণ সমাহার। চাকরি প্রস্তুতি, সাধারণ জ্ঞান বা শিক্ষার্থীদের জন্য ভারতের ভূগোল সম্পর্কে দ্রুত ধারণা পেতে এই পোস্টটি আপনাকে একনজরে গুরুত্বপূর্ণ তথ্যগুলো সাজিয়ে দেবে।

ভারতের ভূগোলের কিছু প্রশ্নোত্তর

প্রশ্ন: ভারতের প্রাচীন নাম কী?
উত্তর: জম্বুদ্বীপ।

প্রশ্ন: ভারত কোন মহাদেশে অবস্থিত?
উত্তর: এশিয়া মহাদেশে।

প্রশ্ন: অক্ষাংশ অনুযায়ী ভারত কোন গোলার্ধে অবস্থিত?
উত্তর: উত্তর গোলার্ধে।

প্রশ্ন: দ্রাঘিমাংশ অনুযায়ী ভারত কোন গোলার্ধে অবস্থিত?
উত্তর: পূর্ব গোলার্ধে।

প্রশ্ন: ভারতের অক্ষাংশ কত?
উত্তর: 8°4' থেকে 37°6' উত্তর অক্ষাংশ।

প্রশ্ন: ভারতের দ্রাঘিমাংশ কত?
উত্তর: 68°7' থেকে 97°25' পূর্ব দ্রাঘিমাংশ।

প্রশ্ন: ভারতের আয়তন কত?
উত্তর: 32,87,263 বর্গ কিমি।

প্রশ্ন: আয়তনের বিচারে ভারতের বিশ্বে স্থান কত?
উত্তর: সপ্তম।

প্রশ্ন: লোকসংখ্যায় ভারতের বিশ্বে স্থান কত?
উত্তর: দ্বিতীয় (চীন প্রথম)।

প্রশ্ন: 2019 অনুযায়ী ভারতের জনসংখ্যা কত?
উত্তর: প্রায় 136 কোটি।

প্রশ্ন: ভারতীয় সংবিধানে স্বীকৃত ভাষার সংখ্যা কত?
উত্তর: ২২টি।

প্রশ্ন: ভারতের রাজ্য সংখ্যা কত?
উত্তর: ২৮টি।

প্রশ্ন: ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল কত?
উত্তর: ৮টি।

প্রশ্ন: ভারতের রাজধানী কোন শহর?
উত্তর: দিল্লি।

প্রশ্ন: ভারতের প্রমাণ দ্রাঘিমা কত?
উত্তর: 82°30' পূর্ব।

প্রশ্ন: প্রমাণ দ্রাঘিমা কোন শহরের উপর দিয়ে গিয়েছে?
উত্তর: এলাহাবাদ (প্রয়াগরাজ)।

প্রশ্ন: কর্কটক্রান্তি রেখা ভারতের কতটি রাজ্যের মধ্য দিয়ে গেছে?
উত্তর: ৮টি।

প্রশ্ন: ভারতের জাতীয় প্রতীক কী?
উত্তর: অশোক স্তম্ভ।

প্রশ্ন: ভারতের জাতীয় সংগীত কোনটি?
উত্তর: জন গণ মন।

প্রশ্ন: ভারতের জাতীয় স্তোত্র কোনটি?
উত্তর: বন্দে মাতরম্।

প্রশ্ন: ভারতের জাতীয় পশু কোনটি?
উত্তর: রয়্যাল বেঙ্গল টাইগার (বাঘ)।

প্রশ্ন: ভারতের জাতীয় পাখি কোনটি?
উত্তর: ময়ূর।

প্রশ্ন: ভারতের জাতীয় ফুল কী?
উত্তর: পদ্ম।

প্রশ্ন: ভারতের জাতীয় নদী কোনটি?
উত্তর: গঙ্গা।

প্রশ্ন: ভারতের জাতীয় বৃক্ষ কোনটি?
উত্তর: বটগাছ।

প্রশ্ন: ভারতের জাতীয় নীতিবাক্য কী?
উত্তর: সত্যমেব জয়তে।

প্রশ্ন: ভারতের প্রধান নদী কোনটি?
উত্তর: গঙ্গা।

প্রশ্ন: ভারতের জনঘনত্ব কত?
উত্তর: প্রতি বর্গকিমিতে 382 জন।

প্রশ্ন: ভারতের সাক্ষরতার হার কত?
উত্তর: 74.4%।

প্রশ্ন: ভারতের একমাত্র মরুভূমি কোনটি?
উত্তর: থর মরুভূমি।

প্রশ্ন: ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে?
উত্তর: মুম্বাই।

প্রশ্ন: ভারতের ম্যানচেস্টার বলা হয় কোন শহরকে?
উত্তর: আমেদাবাদ।

প্রশ্ন: ভারতের অর্থনৈতিক রাজধানী কোন শহর?
উত্তর: মুম্বাই।

প্রশ্ন: ভারতের বিজ্ঞান নগরী কোন শহর?
উত্তর: বেঙ্গালুরু।

প্রশ্ন: ভারতের মশলার বাগান বলা হয় কোন রাজ্যকে?
উত্তর: কেরালা।

প্রশ্ন: ভারতের গোলাপি শহর কোনটি?
উত্তর: জয়পুর।

প্রশ্ন: ভারতের উদ্যান নগরী কোনটি?
উত্তর: লক্ষ্ণৌ।

প্রশ্ন: একই রাজ্যের দুটি রাজধানী কোন কোনটি?
উত্তর: হিমাচল প্রদেশ – শিমলা ও ধর্মশালা।

প্রশ্ন: দুটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের সাধারণ রাজধানী কোনটি?
উত্তর: চণ্ডীগড়।

প্রশ্ন: ভারতের সিলিকন ভ্যালি কোন শহর?
উত্তর: বেঙ্গালুরু।

প্রশ্ন: পৃথিবীর ভূস্বর্গ বলা হয় কোন স্থানকে?
উত্তর: কাশ্মীর।

প্রশ্ন: ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা কত?
উত্তর: ৯টি।

প্রশ্ন: ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য কোনটি?
উত্তর: অন্ধ্রপ্রদেশ।

প্রশ্ন: ভারতের প্রজাতন্ত্র দিবস কবে?
উত্তর: ২৬ জানুয়ারি ১৯৫০।

প্রশ্ন: ভারতের স্বাধীনতা দিবস কবে?
উত্তর: ১৫ আগস্ট ১৯৪৭।

প্রশ্ন: ভারত ও শ্রীলঙ্কা কোন প্রণালী দ্বারা আলাদা?
উত্তর: পক প্রণালী।

প্রশ্ন: ভারত ও পাকিস্তানের সীমারেখা কোনটি?
উত্তর: রাডক্লিফ রেখা।

প্রশ্ন: ভারত ও আফগানিস্তানের সীমারেখা কোনটি?
উত্তর: দুরান্দ লাইন।

প্রশ্ন: ভারত ও চীনের সীমারেখা কোনটি?
উত্তর: ম্যাকমোহন লাইন।

প্রশ্ন: ভারতের সবচেয়ে বড় প্রতিবেশী দেশ কোনটি?
উত্তর: চীন।

ভারতের ভূগোল প্রশ্ন উত্তর PDF  টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details ::

File Name: ভারতের ভূগোল প্রশ্ন উত্তর

File Format:  PDF

No. of Pages:  3

File Size:  318 KB



No comments:

Post a Comment