Breaking




Wednesday, 16 November 2022

একনজরে ভারতের ভূগোল পর্ব-০১ PDF।। Indian Geography part-01

ভারতের ভূগোল প্রশ্ন উত্তর PDF ||

একনজরে ভারতের ভূগোল পর্ব - ০১
একনজরে ভারতের ভূগোল পর্ব - ০১
নমস্কার বন্ধুরা .....
আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো ভারতের একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। আজকের গুরুত্বপূর্ণ টপিকটি হল ভারতের ভূগোল প্রশ্ন উত্তর PDF। এই টপিকটি কতটা গুরুত্বপূর্ণ আলাদা করে বলার দরকার নেই, কারন আমরা সকলেই এই টপিকটির গুরুত্ব সকলেই জানি। আর আমরা এটাও জানি যে এই টপিকটি থেকে প্রতিটি পরীক্ষায় প্রশ্ন আসবেই। 

       সুতরাং বন্ধুরা আরা কোনো রকম সময় নষ্ট না করে, নীচের কিছু নমুনাটি দেখে PDF টি সংগ্রহ করে নাও। 

ভারতের ভূগোলের কিছু নমুনা প্রশ্নোত্তর

🌷প্রাচীন নাম জম্বুদ্বীপ। 
🌷অবস্থান ☞ এশিয়া মহাদেশের দক্ষিণ গোলার্ধে।
🌷অক্ষাংশ অনুসারে ☞  উত্তর গোলার্ধে। 
🌷দ্রাঘিমা অনুসারে ☞ পূর্ব গোলার্।
🌷অক্ষাংশ ☞ 8°4'- 37°6' উত্তর।
🌷দ্রাঘিমা ☞  68°7'- 97°25' পূর্ব।
🌷আয়তন ☞ 32,87,263 বর্গকিমী
🌷আয়তনে স্থান ☞ সপ্তম (রাশিয়া, ক্যানডা, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, অষ্ট্রেলিয়া, ভারতবর্ষ)
🌷লোকসংখ্যায় স্থান ☞ দ্বিতীয় (চিন প্রথম
🌷লোকসংখ্যা ☞  136 কোটি (2019)
🌷সংবিধানে স্বীকৃত ভাষা ☞ 22 টি
🌷রাজ্য ☞ 28 টি
🌷কেন্দ্রশাসিত অঞ্চল ☞ 8 টি
🌷রাজধানী ☞ দিল্লী
🌷প্রমান দ্রাঘিমা ☞ 82°30' পূর্ব
🌷প্রমান দ্রাঘিমা গিয়েছে  ☞ এলাহাবাদ শহরের উপর দিয়ে
🌷কর্কটক্রান্তি রেখা গিয়েছে ☞ 8 টি রাজ্যর মধ্যে দিয়ে (গুজরাত, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিসগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম)
🌷জাতীয় প্রতীক ☞ অশোকস্তম্ভ
🌷জাতীয় সংগীত ☞ জনগন মন অধিনায়ক
🌷জাতীয় স্তত্র ☞ বন্দেমাতরম
🌷জাতীয় পশু ☞ বাঘ
🌷জাতীয় পাখি ☞ ময়ূর
🌷জাতীয় ফুল ☞ পদ্ম
🌷জাতীয় নদী ☞ গঙ্গা
🌷জাতীয় বৃক্ষ ☞ বট
🌷জাতীয় নীতিবাক্য ☞ সত্যমেব জয়তে
🌷প্রধান নদী ☞ গঙ্গা
🌷জনঘনত্ব ☞ 382 জন প্রতি বর্গ কিমিতে
🌷শিক্ষার হার ☞ 74.4%
🌷একমাত্র মরুভূমি ☞ থর
🌷ভারতের প্রবেশদ্বার ☞ মুম্বাই
🌷ভারতের মঞ্চেস্টার ☞ আমেদাবাদ
🌷মূলধনের রাজধানী ☞ মুম্বাই
🌷বিজ্ঞান নগরী ☞ বাঙ্গালোর
🌷মশলার বাগান ☞ কেরেলা
🌷গোলাপি শহর ☞ জয়পুর
🌷উদ্দ্যান নগরী ☞ লক্ষ্ণৌ
🌷একই রাজ্যর দুটি রাজধানী ☞ হিমাচল প্রদেশ (শিমলা, ধর্মশালা)
🌷দুটি রাজ্য ও একটা কেন্দ্রশাসিত অঞ্চল এর একটি রাজধানী ☞ চণ্ডীগড়
🌷সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া ☞ বাঙ্গালোর
🌷পৃথিবী এর ভূস্বর্গ বলা হয় ☞  কাশ্মির কে
🌷প্রতিবেশি দেশের সংখ্যা ☞ 9 টি (চীন, নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান, আফগানিস্তান )
🌷ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য ☞ অন্ধ্রপ্রদেশ
🌷প্রজাতন্ত্র দিবস ☞ 26 জানুয়ারি (1950)
🌷স্বাধীনতা দিবস ☞ 15 আগষ্ট (1947)
🌷ভারত থেকে শ্রীলঙ্কা আলাদা হয়েছে ☞ পক্ প্রণালী দ্বারা
🌷ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা ☞ রাডক্লিফ
🌷ভারত ও আফগানিস্তানের মধ্যে সীমারেখা ☞ দুরান্দ লাইন
🌷ভারত ও চীনের মধ্যে সীমারেখা ☞ মাকমোহন লাইন
🌷সবচেয়ে বড় প্রতিবেশী দেশ ☞ চীন
ভারতের ভূগোল প্রশ্ন উত্তর PDF  টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details ::

File Name: ভারতের ভূগোল প্রশ্ন উত্তর

File Format:  PDF

No. of Pages:  3

File Size:  318 KB


No comments:

Post a Comment