Breaking




Thursday, 2 March 2023

বর্তমানে ভারতে কে কোন পদে আছেন ২০২৩ PDF

বর্তমানে ভারতে কে কোন পদে আছেন 2023 PDF || ২০২৩ কে কোন পদে আছেন তালিকা PDF 

বর্তমানে ভারতে কে কোন পদে আছেন ২০২৩ PDF
বর্তমানে ভারতে কে কোন পদে আছেন ২০২৩ PDF
নমস্কার বন্ধুরা ..
আজকে তোমাদের সামনে একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক উপস্থাপন করবো। আজকের সেই গুরুত্বপূর্ণ টপিকটি হল, বর্তমানে ভারতের পদাধিকারী ব্যক্তি তালিকা PDF যেহেতু আমরা বিভিন্ন প্রতিযোগীতা মূলক পরীক্ষায় জন্য প্রস্তুতি নিচ্ছি সেহেতু এই টপিকটি আমাদের খুবই কাজে আসবে। কারন এই টপিকটি এতোটাই গুরুত্বপূর্ণ যে এই টপিকটি থেকে প্রশ্ন প্রতিটি পরীক্ষায় এসে থাকে।

   তাই বন্ধুরা আর কোনো রকম সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব মনোযোগ সহকারে এই টপিকটি পরে নাও। যাতে করে কোনো পরীক্ষার ক্ষেত্রে তোমাদের কোনো রকম সমস্যায় না পড়তে হয়।
(বিঃ দ্রঃ - এই পোস্টটি ০২\০৩\২০২৩ তারিখের ভিত্তিতে বানানো হচ্ছে, পরবর্তীকালে পরিবর্তন হলে আপডেট করে দেওয়া হবে )

বর্তমানে ভারতে কে কোন পদে আছেন

ভারতের বর্তমানে প্রধানমন্ত্রীর নাম কি ?
নরেন্দ্র মোদী

 ভারতের বর্তমানে রাষ্ট্রপতির নাম কি ?
➺ দ্রৌপদী মুর্মু

 ভারতের বর্তমানে উপরাষ্ট্রপতির নাম কি ?
➺ জগদীপ ধনখড়

 ভারতের বর্তমানে নির্বাচন কমিশনারের নাম কি ?
➺ অনুপ চন্দ্র পাণ্ডে

 ভারতের বর্তমানে মুখ্য নির্বাচন কমিশনারের নাম কি ?
➺ রাজীব কুমার

 ভারতের বর্তমানে সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতির নাম কি ?
➺ ডি.ওয়াই.চন্দ্রচূর

 ভারতের বর্তমানে চিফ ইনফরমেশন কমিশনারের নাম কি ?
➺ যশোবর্ধন কুমার সিনহা

 ভারতের বর্তমানে বায়ুসেনা প্রধানর নাম কি ?
➺ বিবেক রাম চৌধুরী

 ভারতের বর্তমানে নৌসেনা প্রধানের নাম কি ?
➺ অ্যাডমিরাল হরি কুমার

 ভারতের বর্তমানে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর-এর নাম কি ?
➺ শক্তিকান্ত দাস

 ভারতের বর্তমানে সেনা প্রধানর নাম কি ?
➺ মনোজ পাণ্ডে

 ভারতের বর্তমানে লোকসভার স্পিকারের নাম কি ?
➺ ওম বিড়লা

 ভারতের বর্তমানে অ্যাটর্নি জেনারেলের নাম কি ?
➺ কে. কে. ভেনুগোপাল

 ভারতের বর্তমানে BSF ডিরেক্টর জেনারেলের নাম কি ?
➺ পঙ্কজ কুমার সিং

 ভারতের বর্তমানে IB ডিরেক্টরের নাম কি ?
➺ তপন ডেকা

 ভারতের বর্তমানে CBI ডিরেক্টরের নাম কি ?
➺ সুবোধ কুমার জয়সওয়াল

 ভারতের বর্তমানে CRPF ডিরেক্টরের নাম কি ?
➺ ডাঃ সুজয় লাল থাওসেন

 ভারতের বর্তমানে ED ডিরেক্টরের নাম কি ?
➺ সঞ্জয় কুমার মিশ্র

 ভারতের বর্তমানে DRDO চেয়ারম্যানের নাম কি ?
➺ সমীর ভি. কামাত

 ভারতের বর্তমানে NABARD চেয়ারম্যানের নাম কি ?
➺ শ্রী সাজি কে ভি

 ভারতের বর্তমানে ISRO চেয়ারম্যানের নাম কি ?
➺ এস. সোমনাথ

 ভারতের বর্তমানে SBI চেয়ারম্যানের নাম কি ?
➺ দীনেশ কুমার খাড়া

 ভারতের বর্তমানে UPSC চেয়ারম্যানের নাম কি ?
➺ ডঃ মনোজ সোনি

 ভারতের বর্তমানে SSC চেয়ারম্যানের নাম কি ?
➺ এস. কিশোর

 ভারতের বর্তমানে NITI Aayog CEO কে ?
➺ শ্রী বি.ভি.আর. সুব্রহ্মণ্যম

 ভারতের বর্তমানে BCCI-এর প্রেসিডেন্ট কে নাম কি ?
➺ রজার বিনি

 ভারতের বর্তমানে LIC চেয়ারম্যান কে ?
➺ এম. আর. কুমার

 ভারতের বর্তমানে ক্যাবিনেট সেক্রেটারির নাম কি ?
➺ রাজীব গৌবা

 ভারতের বর্তমানে হোম সেক্রেটারির নাম কি ?
➺ অজয় কুমার ভাল্লা

 ভারতের বর্তমানে ডিফেন্স সেক্রেটারির নাম কি ?
➺ গিরিধর আরমণে

 ভারতের বর্তমানে ফাইন্যান্স সেক্রেটারির নাম কি ?
➺ টি. ভি. সোমানাথন

 ভারতের বর্তমানে রেভেনিউ সেক্রেটারির নাম কি ?
➺ শ্রী সঞ্জয় মালহোত্রা

 ভারতের বর্তমানে জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যানের নাম কি ?
➺ রেখা শর্মা

 ভারতের বর্তমানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নাম কি ?
➺ অজিত কুমার দোভাল

 ভারতের বর্তমানে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন প্রেসিডেন্টের নাম কি ?
➺ নরিন্দর ধ্রুব বাত্রা
পোস্টটির তালিকাটি PDF আকারে পেতে নীচে Download Now-এ ক্লিক করুন

File Details ::

File Name: বর্তমানে ভারতে কে কোন পদে আছেন

File Format:  PDF

No. of Pages:  02

File Size:  160 KB



No comments:

Post a Comment