বিভিন্ন রাজ্যের প্রথম ও বর্তমান মুখ্যমন্ত্রী
![]() |
বিভিন্ন রাজ্যের প্রথম ও বর্তমান মুখ্যমন্ত্রী PDF । The first and current Chief Minister of various states of India |
নমস্কার বন্ধুরা,
আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি, আজকে গুরুত্বপূর্ণ বিষয়টি হল ভারতের বিভিন্ন রাজ্যের প্রথম ও বর্তমান মুখ্যমন্ত্রী। এই টপিকটি থেকে বিভিন্ন প্রতিযোগীতা পরীক্ষায় একটা হলেও প্রশ্ন এসে থাকে। তাই তোমরা মনোযোগ সহকারে এই পোস্টটি পরে রাখবে। যাতে করে তোমাদের যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এই টপিকটি থেকে কোনো প্রশ্ন না আটকায়।
সুতরাং তোমরা আর কোনো রকম সময় নষ্ট না করে, মনোযোগ সহকারে পোস্টটি পরে নাও। আর যদি পোস্টটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের শেয়ার করবে ।
বিঃদ্র ঃ- এই পোস্টটি ৮ই জুলাই ২০২২ তারিখের ভিত্তিতে বানানো। পরবর্তী কালে কোন পরিবর্তন হলে পরিবর্তন করে দেওয়া হবে ।
বিভিন্ন রাজ্যের প্রথম ও বর্তমান মুখ্যমন্ত্রীর তালিকা
রাজ্য | প্রথম মুখ্যমন্ত্রী | বর্তমান মুখ্যমন্ত্রী |
---|---|---|
পশ্চিমবঙ্গ | প্রফুল্লচন্দ্র ঘোষ | মমতা বন্দ্যোপাধ্যায় |
উত্তরাখণ্ড | নিত্যানন্দ স্বামী | পুষ্কর সিং ধামি |
ত্রিপুরা | শচীন্দ্র লাল সিং | মানিক সাহা |
উত্তরপ্রদেশ | গোবিন্দ বল্লভ পান্ত | যোগী আদিত্যনাথ |
তামিলনাড়ু | সি. এন. আন্নাদুরাই | এম কে স্ট্যালিন |
সিকিম | কে. এল দর্জি | প্রেম সিং তামাং |
রাজস্থান | হীরা লাল শাস্ত্রী | অশোক গেহলট |
পাঞ্জাব | গোপীচাঁদ ভার্গব | ভগবন্ত মান |
উড়িষ্যা | হরেকৃষ্ণ মহতাব | নবীন পট্টনায়ক |
নাগাল্যান্ড | পি. শিলু আও | নেফিউ রিও |
মিজোরাম | সি. চুঙ্গা | জোরামথাঙ্গা (Zoramthanga) |
মেঘালয় | ডব্লু. এ. সাংমা | কনরাড সাংমা |
মণিপুর | মাইরেম্বাম কৈরেং সিং | এন বীরেন সিং |
মহারাষ্ট্র | যশবন্তরাও চবন | একনাথ শিন্দে |
মধ্যপ্রদেশ | রবিশঙ্কর শুক্লা | শিবরাজ সিং চৌহান |
কেরালা | ই.এম.এস নাম্বুদিরিপাদ | পিনারাই বিজয়ন |
কর্ণাটক | কে. সি. রেড্ডি | বাসভরাজ বোম্মাই |
ঝাড়খণ্ড | বাবুলাল মারান্ডি | হেমন্ত সোরেন |
হিমাচল প্রদেশ | যশবন্ত সিং পারমার | জয়রাম ঠাকুর |
হরিয়ানা | ভগৎ দয়াল শর্মা | মনোহরলাল খট্টার |
গুজরাট | জীবরাজ নারায়ণ মেহতা | ভুপেন্দ্র প্যাটেল |
গোয়া | দয়ানন্দ বন্দদকার | প্রোমোদ সাওয়ান্ত |
ছত্রিশগড় | অজিত যোগী | ভূপেশ বাঘেল |
বিহার | কৃষ্ণ সিং | নীতিশ কুমার |
আসাম | গোপীনাথ বরদলই | হিমন্ত বিশ্ব শর্মা |
অরুণাচল প্রদেশ | প্রেম খান্ডু থুজ্ঞান | পেমা খান্ডু |
তেলেঙ্গানা | কে. চন্দ্রশেখর রাও | কে. চন্দ্রশেখর রাও |
অন্ধ্রপ্রদেশ | নিলাম সঞ্জীব রেড্ডি | জগনমোহন রেড্ডি |
দিল্লী | মদন লাল খুরানা | অরবিন্দ কেজরীয়াল |
সম্পূর্ণ PDF টি পেতে নীচের Click Here to Download-এ ক্লিক করুন
File Details ::
File Name: বিভিন্ন রাজ্যের প্রথম ও বর্তমান মুখ্যমন্ত্রী
File Format: PDF
No. of Pages: 02
File Size: 344 KB
Download Link : Click Here to Download
No comments:
Post a Comment